ETV Bharat / state

Leftfront Agitation in Chandrakona: নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধে বামেদের

আলুর দাম ক্রমেই নিম্নমুখী। আর জঙ্গলমহল অধ্যুষিত আলুর রাজ্য হিসেবে পরিচিত এই ঘাটাল চন্দ্রকোনা এলাকা। এই অবস্থায় আলু চাষিদের পাশে দাঁড়াল বামেরা। এইদিন আলুর মূল্য বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বামেদের কৃষকসভার তরফে বিক্ষোভ মিছিল করা হয় ৷ রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বামেরা (Agitation by Leftfront)।

Agitation by Leftfront in Chandrakona
রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধে বামেরা
author img

By

Published : Feb 19, 2023, 6:26 PM IST

রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধে বামেরা

চন্দ্রকোনা, 19 ফেব্রুয়ারি: এবার আলুর দামে নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় নামল বামেরা। প্রতিবাদে এদিন তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। বামেদের দাবি, আলুর দাম অবিলম্বে 900 টাকা (কুইন্টাল প্রতি) করতে হবে, একইসঙ্গে সরকারকে পর্যাপ্ত আলু কিনতে হবে (Agitation by Leftfront Over Price Potatoes)।

ক্রমেই নিম্নমুখী হচ্ছে আলুর দাম। আর জঙ্গলমহল অধ্যুষিত আলুর রাজ্য হিসেবে পরিচিত এই ঘাটাল চন্দ্রকোনা এলাকা। যেখানে আলুর ব্যবসা করেই জীবিকা নির্বাহ করেন অধিকাংশ। অথচ বছরের শুরুতেই আলুর দাম নিম্নমুখী। বাজারে আলু বিকোচ্ছে আট-দশ টাকা কেজি। এ অবস্থায় ঘরের জিনিসপত্র সোনা-দানা বন্ধক রেখে কোনওক্রমে জীবিকা নির্বাহ করছেন আলু চাষিরা। যারা ঘরে জিনিসপত্র বন্ধক রেখে আলু চাষ করেছন, তাঁরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ, একটাই বাজারে আলুর দাম নেই।

এই অবস্থায় আলু চাষিদের পাশে দাঁড়াল বামেরা। এইদিন আলুর মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বামেদের কৃষকসভার তরফে বিক্ষোভ মিছিল করা হয় ৷ রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বামেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড় এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা-মেদিনীপুর-গড়বেতা একাধিক সড়কের সংযোগস্থলে রাজ্যসড়ক অবরোধ করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রায় হাজারো বাম কর্মী-সমর্থক। যার জেরে দেখা দিয়েছে তীব্র যানজট।

আরও পড়ুন: ফ্রি-তে নেওয়ারও লোক নেই, পঞ্জাবের 'মহার্ঘ্য' আলু বীজ গড়াগড়ি খাচ্ছে জমিতে

বাম কর্মী-সমর্থকদের দাবি, বর্তমানে মাঠের আলুর দাম 400 টাকা কুইন্টাল ৷ অবিলম্বে আলুর দাম বৃদ্ধি করতে হবে। বরো চাষের জলের ব্যবস্থা করতে হবে। সহায়ক মূল্যে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে, বর্গা ও পাট্টা উচ্ছেদ করা চলবে না। এমনই একাধিক দাবিদাওয়া নিয়ে সারা ভারত কৃষক সভার চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি ৷ বাম নেতা রামেশ্বর দোলই বলেন, "মূলত সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই অবরোধ।"

তিনি আরও বলেন, "বর্তমানে চাষিরা আলুর সঠিক দাম পাচ্ছেন না। আলুর দাম কুইন্টাল প্রতি 400 থেকে 500 টাকা দরে বিক্রি করছে। এই সরকারকে এখনই স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়িত করতে হবে, এরই সঙ্গে আলুর উৎপাদনের দেড় গুণ দামে সরকারকে কিনতে হবে। তাছাড়া আলুর বাজার দাম 900 টাকা নির্ধারণ করতে হবে। না-হলে আমাদের এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে এবং আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধে বামেরা

চন্দ্রকোনা, 19 ফেব্রুয়ারি: এবার আলুর দামে নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় নামল বামেরা। প্রতিবাদে এদিন তারা রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। বামেদের দাবি, আলুর দাম অবিলম্বে 900 টাকা (কুইন্টাল প্রতি) করতে হবে, একইসঙ্গে সরকারকে পর্যাপ্ত আলু কিনতে হবে (Agitation by Leftfront Over Price Potatoes)।

ক্রমেই নিম্নমুখী হচ্ছে আলুর দাম। আর জঙ্গলমহল অধ্যুষিত আলুর রাজ্য হিসেবে পরিচিত এই ঘাটাল চন্দ্রকোনা এলাকা। যেখানে আলুর ব্যবসা করেই জীবিকা নির্বাহ করেন অধিকাংশ। অথচ বছরের শুরুতেই আলুর দাম নিম্নমুখী। বাজারে আলু বিকোচ্ছে আট-দশ টাকা কেজি। এ অবস্থায় ঘরের জিনিসপত্র সোনা-দানা বন্ধক রেখে কোনওক্রমে জীবিকা নির্বাহ করছেন আলু চাষিরা। যারা ঘরে জিনিসপত্র বন্ধক রেখে আলু চাষ করেছন, তাঁরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ, একটাই বাজারে আলুর দাম নেই।

এই অবস্থায় আলু চাষিদের পাশে দাঁড়াল বামেরা। এইদিন আলুর মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বামেদের কৃষকসভার তরফে বিক্ষোভ মিছিল করা হয় ৷ রাস্তায় আলু ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বামেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড় এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা-মেদিনীপুর-গড়বেতা একাধিক সড়কের সংযোগস্থলে রাজ্যসড়ক অবরোধ করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রায় হাজারো বাম কর্মী-সমর্থক। যার জেরে দেখা দিয়েছে তীব্র যানজট।

আরও পড়ুন: ফ্রি-তে নেওয়ারও লোক নেই, পঞ্জাবের 'মহার্ঘ্য' আলু বীজ গড়াগড়ি খাচ্ছে জমিতে

বাম কর্মী-সমর্থকদের দাবি, বর্তমানে মাঠের আলুর দাম 400 টাকা কুইন্টাল ৷ অবিলম্বে আলুর দাম বৃদ্ধি করতে হবে। বরো চাষের জলের ব্যবস্থা করতে হবে। সহায়ক মূল্যে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে, বর্গা ও পাট্টা উচ্ছেদ করা চলবে না। এমনই একাধিক দাবিদাওয়া নিয়ে সারা ভারত কৃষক সভার চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি ৷ বাম নেতা রামেশ্বর দোলই বলেন, "মূলত সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই অবরোধ।"

তিনি আরও বলেন, "বর্তমানে চাষিরা আলুর সঠিক দাম পাচ্ছেন না। আলুর দাম কুইন্টাল প্রতি 400 থেকে 500 টাকা দরে বিক্রি করছে। এই সরকারকে এখনই স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়িত করতে হবে, এরই সঙ্গে আলুর উৎপাদনের দেড় গুণ দামে সরকারকে কিনতে হবে। তাছাড়া আলুর বাজার দাম 900 টাকা নির্ধারণ করতে হবে। না-হলে আমাদের এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে এবং আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.