চন্দ্রকোনা, 27 মে : ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশের মধ্যেই চন্দ্রকোনায় চলছিল টিকাকরণ ৷ সেই টিকাকরণ কেন্দ্রেই তুমুল গণ্ডগোল শুরু হয় ৷ এরপর পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
বর্তমানে হাসপাতালে সর্বসাধারণের টিকাকরণ প্রক্রিয়া বন্ধ রয়েছে । তবে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনায় গ্রামীণ হাসপাতালে টিকাকরণ চলছে তাঁদের, যাঁদের প্রথম ডোজ় নেওয়ার পর 84 দিন অতিক্রান্ত হয়েছে ৷ এছাড়াও ওষুধের দোকান, অন্যান্য দোকানদার, হকার ও পরিবহন কর্মীদের টিকাকরণ চলছে ৷ এই অবস্থায় এদিন বহু সাধারণ মানুষ টিকা নিতে এলে টিকাকরণ কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় ৷ গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় টিকাকরণ প্রক্রিয়া ৷
শুধুমাত্র দোকানদার, হকার ও পরিবহণ কর্মীদের টিকা দেওয়া হচ্ছে জেনেও স্থানীয়রা দাবি করেন, তাঁদেরও টিকা দেওয়া হবে বলা হয়েছিল ৷ তাছাড়া যেহেতু বিপর্যয়ের মধ্যেও তাঁরা এসেছেন তাই তাঁদেরও টিকা দিতে হবে ৷ টিকাকরণ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ শুরু করে মানুষ । হাসপাতালের তরফে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে ৷
আরও পড়ুন : যশের প্রকোপে জলস্ফীতি, সাগরে নিখোঁজ শিশু, মৃত 1
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ৷ পড়ে শোনানো হয় টিকাকরণের সরকারি গাইডলাইন ৷ এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷