ETV Bharat / state

Body Recover From Pond in Daspur : দাসপুরে 3 দিন নিখোঁজ ব্যক্তির দেহ পুকুর থেকে উদ্ধার

দাসপুরে পুকুর থেকে উদ্ধার বছর 42-এর ধনঞ্জয় মণ্ডলের দেহ (Body Recover of Missing Person From Pond in Daspur) । দাসপুর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

Daspur case
Daspur case
author img

By

Published : Mar 24, 2022, 4:38 PM IST

দাসপুর 24 সে মার্চ : 3 দিন নিখোঁজ থাকার পর পাড়ার পুকুর থেকে পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির দেহ । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুড়িয়া এলাকার । মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মণ্ডল ৷ বয়স 42 বছর (Body Recover of Missing Person From Pond in Daspur) ৷

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে পুকুর পাড় দিয়ে যাতায়াতের সময় পুকুরের একেবারে ধারেই ভাসতে দেখা যায় এক মৃতদেহ । দেহটি 3 দিন থেকে নিখোঁজ থাকা কুলটিকরির ধনঞ্জয় মণ্ডলের ।

জানা গিয়েছে, ধনঞ্জয় খালাসির কাজ করার পাশাপাশি ডেকরেটারের কাজ করতেন । 21 মার্চ মাগুড়িয়া এলাকায় ডেকরেটারের কাজ করতে এসে আর বাড়ি ফেরেননি তিনি । মাসখানেক ধরে স্ত্রী পুতুলের সঙ্গে পারিবারিক অশান্তি হচ্ছিল ধনঞ্জয়ের ৷ আর তার জেরে স্ত্রী পুতুল বাপেরবাড়ি চলে যান । তাঁদের 4টি সন্তান রয়েছে ।

আরও পড়ুন : Hijab ban in classroom: হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

স্ত্রী পুতুল জানান, স্বামী ধনঞ্জয় মদ্যপান করতেন এবং তাঁর অপর অত্যাচার চালাতেন ৷ আর সেই নিয়েই পরিবারে বিবাদ লেগে থাকত ।

ঘটনায় দাসপুর পুলিশ এসে দেহ উদ্ধারের পর, দেহ শনাক্ত করেছেন মৃতের পরিবারের সদস্যরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

দাসপুর 24 সে মার্চ : 3 দিন নিখোঁজ থাকার পর পাড়ার পুকুর থেকে পাওয়া গেল নিখোঁজ ব্যক্তির দেহ । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুড়িয়া এলাকার । মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মণ্ডল ৷ বয়স 42 বছর (Body Recover of Missing Person From Pond in Daspur) ৷

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে পুকুর পাড় দিয়ে যাতায়াতের সময় পুকুরের একেবারে ধারেই ভাসতে দেখা যায় এক মৃতদেহ । দেহটি 3 দিন থেকে নিখোঁজ থাকা কুলটিকরির ধনঞ্জয় মণ্ডলের ।

জানা গিয়েছে, ধনঞ্জয় খালাসির কাজ করার পাশাপাশি ডেকরেটারের কাজ করতেন । 21 মার্চ মাগুড়িয়া এলাকায় ডেকরেটারের কাজ করতে এসে আর বাড়ি ফেরেননি তিনি । মাসখানেক ধরে স্ত্রী পুতুলের সঙ্গে পারিবারিক অশান্তি হচ্ছিল ধনঞ্জয়ের ৷ আর তার জেরে স্ত্রী পুতুল বাপেরবাড়ি চলে যান । তাঁদের 4টি সন্তান রয়েছে ।

আরও পড়ুন : Hijab ban in classroom: হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

স্ত্রী পুতুল জানান, স্বামী ধনঞ্জয় মদ্যপান করতেন এবং তাঁর অপর অত্যাচার চালাতেন ৷ আর সেই নিয়েই পরিবারে বিবাদ লেগে থাকত ।

ঘটনায় দাসপুর পুলিশ এসে দেহ উদ্ধারের পর, দেহ শনাক্ত করেছেন মৃতের পরিবারের সদস্যরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.