দাসপুর, 23 মে : আম আদমি পার্টির সদস্য সংগ্রহে আগেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর জুড়ে পোস্টার ফেলা হয়েছিল । এবার পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে দাসপুরে সংগঠন বিস্তারে এবং সাধারণ মানুষের কাছে দলের কার্যপদ্ধতি তুলে ধরতে দলের প্রচারপত্র বিলি করলেন আম আদমি পার্টির নেতা কর্মীরা (Aam Aadmi Party campaign in Daspur for panchayat election) ।
এদিন দাসপুর 1 নম্বর ব্লকের বাসস্ট্যান্ডে রীতিমতো তাঁবু খাটিয়ে পথচলতি মানুষদের হাতে দলের প্রচারপত্র বিলি করা হয়। 'বাংলা নির্মাণ অভিযান' এই ব্যানারে দাসপুরের আম আদমি পার্টির নেতা-কর্মীরা পথচলতি মানুষদের হাতে দলের প্রচারপত্র তুলে দেন । শুধু পথচলতি মানুষই নয় দাসপুর বাসস্ট্যান্ডে থাকা বাজার, দোকানে ঘুরে সেখানকার মানুষ ও ব্যবসায়ীদের হাতেও প্রচারপত্র তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি আম আদমি পার্টিকে সমর্থনের জন্যও আবেদন করা হয় ।
আরও পড়ুন : অর্জুন তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরের দায়িত্ব শুভেন্দুকে দিল বিজেপি
এদিনের প্রচার কর্মসূচীতে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা যুব শাখার প্রধান অরুণ রায় । দলের প্রচার প্রসঙ্গে তিনি জানান, সামনে পঞ্চায়েত ভোট সেই লক্ষ্য দলের বিস্তারে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচী চলছে । পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আর্থিক বেহাল দশার হাল ফেরানোই তাঁদের দলের প্রধান লক্ষ্য । দিল্লি, পঞ্জাবে যেভাবে মানুষের স্বার্থে তাঁদের সরকার কাজ করছে এই রাজ্যের মানুষও চাইছেন এখানে আম আদমি পার্টি আসুক । মানুষের উৎসাহ আগ্রহ দেখে তাঁরাও উজ্জীবিত এবং দলের বিস্তারে এভাবেই মানুষের কাছে পৌঁছবেন তাঁরা । মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের সংগঠন বাড়াতে পথে নেমেছে আম আদমি নেতৃত্ব ।