দাসপুর 19 ই মার্চ : হোলির দিনেও চুরি ৷ দিনের আলোয় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল 8 চোর। তারপর তাদের গণধোলাই দেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটে দাসপুরে (Thieves Caught In DASPUR) ৷
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে প্রতি বছরের মত শুক্রবারও বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ে 6 জন মহিলা 2 পুরুষ চোর হুগলি জেলা থেকে আসে দাসপুরের জয়রামচকে ৷ একটি মন্দিরে রং মেখে চুরি করতে ঢুকলে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষজন। তখনই তাদের গণধোলাই দেওয়া হয় ৷ কিল চড়, ঘুষি, লাথি এমনকি ড্রেনের নোংরা কাদাও তাদের মুখে মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : দিনের আলোয় মহানন্দার চর থেকে বালি চুরি মাফিয়াদের
পুলিশ সূত্রে খবর, তারা সকলেই হুগলি জেলার বাসিন্দা। মূলত চুরি করাই তাদের পেশা। এইদিন ধৃতদের ঘাটাল আদালতে তোলা হয়।