ETV Bharat / state

Thieves Caught In DASPUR : রং মেখে মন্দিরে চুরি করতে এসে ধৃত, 8 চোরকে গণধোলাই - A GANG OF THIEVES CAUGHT IN DASPUR OF PASCHIM MEDINIPUR

হোলির দিন দিনেদুপুরে চুরি করতে এসে ধরা পড়ল 8 চোর। এর মধ্যে ছ‘জন মহিলা ৷ তাদের কপালে জুটল গণপিটুনি ৷ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে (Thieves Caught In DASPUR) ৷

Thieves Caught In DASPUR
রং মেখে চুরি করতে এসে ধরা পড়ল চোর
author img

By

Published : Mar 19, 2022, 3:38 PM IST

দাসপুর 19 ই মার্চ : হোলির দিনেও চুরি ৷ দিনের আলোয় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল 8 চোর। তারপর তাদের গণধোলাই দেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটে দাসপুরে (Thieves Caught In DASPUR) ৷

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে প্রতি বছরের মত শুক্রবারও বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ে 6 জন মহিলা 2 পুরুষ চোর হুগলি জেলা থেকে আসে দাসপুরের জয়রামচকে ৷ একটি মন্দিরে রং মেখে চুরি করতে ঢুকলে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষজন। তখনই তাদের গণধোলাই দেওয়া হয় ৷ কিল চড়, ঘুষি, লাথি এমনকি ড্রেনের নোংরা কাদাও তাদের মুখে মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

রং মেখে চুরি করতে এসে ধরা পড়ল চোরের দল

আরও পড়ুন : দিনের আলোয় মহানন্দার চর থেকে বালি চুরি মাফিয়াদের

পুলিশ সূত্রে খবর, তারা সকলেই হুগলি জেলার বাসিন্দা। মূলত চুরি করাই তাদের পেশা। এইদিন ধৃতদের ঘাটাল আদালতে তোলা হয়।

দাসপুর 19 ই মার্চ : হোলির দিনেও চুরি ৷ দিনের আলোয় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল 8 চোর। তারপর তাদের গণধোলাই দেন স্থানীয়রা ৷ ঘটনাটি ঘটে দাসপুরে (Thieves Caught In DASPUR) ৷

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে প্রতি বছরের মত শুক্রবারও বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ে 6 জন মহিলা 2 পুরুষ চোর হুগলি জেলা থেকে আসে দাসপুরের জয়রামচকে ৷ একটি মন্দিরে রং মেখে চুরি করতে ঢুকলে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষজন। তখনই তাদের গণধোলাই দেওয়া হয় ৷ কিল চড়, ঘুষি, লাথি এমনকি ড্রেনের নোংরা কাদাও তাদের মুখে মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

রং মেখে চুরি করতে এসে ধরা পড়ল চোরের দল

আরও পড়ুন : দিনের আলোয় মহানন্দার চর থেকে বালি চুরি মাফিয়াদের

পুলিশ সূত্রে খবর, তারা সকলেই হুগলি জেলার বাসিন্দা। মূলত চুরি করাই তাদের পেশা। এইদিন ধৃতদের ঘাটাল আদালতে তোলা হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.