ETV Bharat / state

করোনায় আক্রান্ত পরিবার, চিকিৎসক বাড়ি থেকে বেরনোয় হামলা - করোনা

চন্দ্রকোণা 1নং ব্লকের পাইকপাড়া গ্রামের বাসিন্দা সহাদেব ধাড়া পেশায় চিকিৎসক ৷ সহদেব ধাড়ার পরিবারের দুই সদস্যের কয়েকদিন আগেই করোনা উপসর্গ দেখা দেওয়ায়, তাঁরা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । তাই সহদেব ধাড়ার বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ায় প্রবল আপত্তি তোলেন গ্রামের অন্যান্যরা ৷

a doctor attack by villagers in chandrakona west medinipur while his family covid 19 effected
করোনায় আক্রান্ত পরিবার, চিকিৎসক বাড়ি থেকে বেরনোয় হামলা
author img

By

Published : May 18, 2021, 5:09 PM IST

চন্দ্রকোণা 18 মে : চিকিৎসকের পরিবার করোনায় আক্রান্ত, তাই বাড়ির বাইরে বেরতে পারবেন না চিকিৎসক ৷ কিন্তু, তাও তিনি গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোণার 1 নং ব্লকের পাইকপাড়া গ্রামে ৷ চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা ৷ ঘটনায় 3 জন আহত হয়েছেন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় ৷

চন্দ্রকোণা 1নং ব্লকের পাইকপাড়া গ্রামের বাসিন্দা সহাদেব ধাড়া পেশায় চিকিৎসক ৷ সহদেব ধাড়ার পরিবারের দুই সদস্যের কয়েকদিন আগেই করোনা উপসর্গ দেখা দেওয়ায়, তাঁরা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । তাই সহদেব ধাড়ার বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ায় প্রবল আপত্তি তোলেন গ্রামের অন্যান্যরা ৷ তবে তিনি তা না শোনায় চরম উত্তেজনা ছড়ায় । সহদেব ধাড়ার পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যায় সহদেব ধাড়া বাড়ির বাইরে যেতেই তাঁকে বাধা দেন গ্রামের মানুষ । আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷

আরও পড়ুন : করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ পালুই অভিযোগ করেছেন, তিনি সহদেব ধাড়াকে বাড়ি থেকে বেরতে বাধা দিলে তাঁর পরিবারে সদস্যরা তাঁর উপর চড়াও হয় ৷ এমনকি বাড়ি ভাঙচুর করা হয় ৷ বিশ্বনাথ পালুই অভিযোগ করেছেন, তাঁর পরিবারে এক মহিলার হাত ও পা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে । আর সহদেববাবুর অভিযোগ, সোমবার ও মঙ্গলবার সকালে দফায় দফায় তাঁদের পরিবারের উপর হামলা চালায় বিশ্বনাথ পালুই ও স্থানীয় শাসকদলের নেতারা । এমনকি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় ৷ কেটে দেওয়া হয় জলের লাইন, বিদ্যুৎ সংযোগ ৷ ঘটনায় এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার পুলিশ । এই ঘটনায় উভয় পক্ষই চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

চন্দ্রকোণা 18 মে : চিকিৎসকের পরিবার করোনায় আক্রান্ত, তাই বাড়ির বাইরে বেরতে পারবেন না চিকিৎসক ৷ কিন্তু, তাও তিনি গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোণার 1 নং ব্লকের পাইকপাড়া গ্রামে ৷ চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা ৷ ঘটনায় 3 জন আহত হয়েছেন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায় ৷

চন্দ্রকোণা 1নং ব্লকের পাইকপাড়া গ্রামের বাসিন্দা সহাদেব ধাড়া পেশায় চিকিৎসক ৷ সহদেব ধাড়ার পরিবারের দুই সদস্যের কয়েকদিন আগেই করোনা উপসর্গ দেখা দেওয়ায়, তাঁরা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । তাই সহদেব ধাড়ার বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ায় প্রবল আপত্তি তোলেন গ্রামের অন্যান্যরা ৷ তবে তিনি তা না শোনায় চরম উত্তেজনা ছড়ায় । সহদেব ধাড়ার পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যায় সহদেব ধাড়া বাড়ির বাইরে যেতেই তাঁকে বাধা দেন গ্রামের মানুষ । আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷

আরও পড়ুন : করোনা আক্রান্তদের পাশে নবদ্বীপের পৃথিবী

স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ পালুই অভিযোগ করেছেন, তিনি সহদেব ধাড়াকে বাড়ি থেকে বেরতে বাধা দিলে তাঁর পরিবারে সদস্যরা তাঁর উপর চড়াও হয় ৷ এমনকি বাড়ি ভাঙচুর করা হয় ৷ বিশ্বনাথ পালুই অভিযোগ করেছেন, তাঁর পরিবারে এক মহিলার হাত ও পা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে । আর সহদেববাবুর অভিযোগ, সোমবার ও মঙ্গলবার সকালে দফায় দফায় তাঁদের পরিবারের উপর হামলা চালায় বিশ্বনাথ পালুই ও স্থানীয় শাসকদলের নেতারা । এমনকি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় ৷ কেটে দেওয়া হয় জলের লাইন, বিদ্যুৎ সংযোগ ৷ ঘটনায় এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার পুলিশ । এই ঘটনায় উভয় পক্ষই চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.