মেদিনীপুর 29 মার্চ : শ্রমিক সংগঠনের ডাকা 48 ঘণ্টা বনধের আংশিক প্রভাব দেখা গেল জঙ্গলমহলে (48 Hours Bharat Bandh In Jangalmahal) । রাস্তায় বেরোনো গাড়িরচালক ও যাতায়াতকারী মানুষের সঙ্গে বনধ কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে গতকালের থেকে এদিন এখানে বনধ হয়েছে আংশিক।
শ্রমিকদের ন্যূনতম মজুরি 21 হাজার টাকা, ব্যাঙ্ক বিমা ও প্রতিরক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদ-সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে 28 ও 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বাম শ্রমিক সংগঠন সিটু । আর সেই সংগঠনের ডাকে গতকাল থেকেই বনধ পালিত হয় গোটা রাজ্যেই । তবে প্রথম দিনে যেভাবে বনধের প্রভাব পড়েছিল, দ্বিতীয় দিনে সেই প্রভাব দেখা গেল না পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়।
তবে প্রথম দিনের পাশাপাশি দ্বিতীয় দিনেও বনধ সমর্থক-কর্মীরা রাস্তায় নেমে বাস, গাড়ি ও অন্যান্য যানবাহন আটকে বিরোধিতা করেন। বেশ কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বাম সমর্থকরা। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জঙ্গলমহলে মোট পাঁচজন বাম কর্মীদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন : Bharat Bandh Second Day : কোচবিহারে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি
এদিন জঙ্গলমহল ছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, কেশপুর, গড়বেতা, শালবনি, খড়গপুর, কেশিয়াড়ি, নারায়ণগড়, পিংলা, ডেবরাতে বনধ পালিত হয়। ।