ETV Bharat / state

Road Accident: পর্যটক বোঝাই বাস উলটে আহত 40, শিশু ও মহিলা-সহ আশঙ্কাজনক 9

নারায়ণগড়ে বাস দুর্ঘটনা ৷ আহত 40 জন পর্যটক ৷ চালকের বদলে খালাসি গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান ৷

Etv Bharat
নারায়ণগড়ে বাস দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 1:33 PM IST

নারায়ণগড়, 1 অক্টোবর: দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাযই বাস ৷ আর তাতেই আহত হলেন কমপক্ষে 40 জন পর্যটক । যাদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্র ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । মূলত চালকের জায়গায় খালাসি গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান ।

রবিবার ভোররাতে নারায়ণগড় 60 নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় 40 জন বাসযাত্রী । দুর্ঘটনায় জানা গিয়েছে, এদিন একটি পর্যটক বোঝাই বাস ওড়িশার পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়গপুর-বালেশ্বর 60 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল । নারায়ণগড়ের উকুনমারি এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উলটে যায় পর্যটক বোঝাই বাসটি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য । সেখানে একটি বাচ্চা-সহ 9 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । সূত্র অনুযায়ী, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় । যাত্রীরা জানান, গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন । মাঝপথে গাড়ি চালক খালাসিকে গাড়ি চালাতে দিলে ঘটে এই দুর্ঘটনা । তবে কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উলটে গেল তা জানা নেই ।

এই বিষয়ে বাসযাত্রী সুদীপ্তা দাস বলেন,"আমরা পুরী থেকে ফিরছিলাম গঙ্গাসাগর যাবার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয় । 3 বার পালটি খেয়ে বাসটি উলটে যায় । আর তাতেই আমরা সকলে আহত হয়েছি ৷ অনেকের অবস্থা খুবই খারাপ । পরিবার ও আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে ।"

কেন চালকের বদলে খালাসি বাস চালাচ্ছিলেন? সেই প্রশ্ন ক্রমশ বড় হয়ে উঠছে। তদন্তে পুলিশ ।

আরও পড়ুন : তামিলনাড়ুতে খাদে পড়ল বাস, মৃত 9; আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

নারায়ণগড়, 1 অক্টোবর: দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাযই বাস ৷ আর তাতেই আহত হলেন কমপক্ষে 40 জন পর্যটক । যাদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্র ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । মূলত চালকের জায়গায় খালাসি গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান ।

রবিবার ভোররাতে নারায়ণগড় 60 নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় 40 জন বাসযাত্রী । দুর্ঘটনায় জানা গিয়েছে, এদিন একটি পর্যটক বোঝাই বাস ওড়িশার পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়গপুর-বালেশ্বর 60 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল । নারায়ণগড়ের উকুনমারি এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উলটে যায় পর্যটক বোঝাই বাসটি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য । সেখানে একটি বাচ্চা-সহ 9 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । সূত্র অনুযায়ী, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় । যাত্রীরা জানান, গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন । মাঝপথে গাড়ি চালক খালাসিকে গাড়ি চালাতে দিলে ঘটে এই দুর্ঘটনা । তবে কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উলটে গেল তা জানা নেই ।

এই বিষয়ে বাসযাত্রী সুদীপ্তা দাস বলেন,"আমরা পুরী থেকে ফিরছিলাম গঙ্গাসাগর যাবার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয় । 3 বার পালটি খেয়ে বাসটি উলটে যায় । আর তাতেই আমরা সকলে আহত হয়েছি ৷ অনেকের অবস্থা খুবই খারাপ । পরিবার ও আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে ।"

কেন চালকের বদলে খালাসি বাস চালাচ্ছিলেন? সেই প্রশ্ন ক্রমশ বড় হয়ে উঠছে। তদন্তে পুলিশ ।

আরও পড়ুন : তামিলনাড়ুতে খাদে পড়ল বাস, মৃত 9; আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.