মহিষাদল, 14 ডিসেম্বর : বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় তিনি । কয়েকদিন আগেই মন্ত্রিত্ব ছেড়েছেন । তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও চলছেই । এরই মাঝে মহিষাদলের এক অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 2021 মুক্তির সাল । পাওয়া যাবে আনন্দের স্বাদও ।
গতকাল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘2009 সালে । যখন তমলুক লোকসভা নির্বাচনে আমি দ্বিতীয়বারের জন্য লড়াই করি, মহিষাদলে প্রণববাবু এসেছিলেন রাজনৈতিক প্রচারে । প্রণববাবু সেদিন 20 হাজার মানুষের সামনে বলে গিয়েছিলেন, এই লোকসভা আমি শুভেন্দুকে দিয়ে গেলাম ৷ এই আসনে 25 বছর ধরে সতীশবাবু এমপি হয়েছেন । 77 থেকে 80 তিন বছর সুশীলবাবু এমপি ছিলেন । আমি তোমাদের কাছে শুভেন্দুকে দিয়ে গেলাম সতীশবাবু, সুশীলবাবুর ফাঁকা আসনে বসার জন্য । আমি কথা দিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী মানুষের সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করবেন না ।’’
তারপরই তিনি সুর চড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ৷ বলেন, ‘‘মানুষের উপর যদি অন্যায়, অত্যাচার হয়, বেকার যুবকরা যদি কর্মসংস্থান না পেয়ে যন্ত্রণায় কাতরায়, কৃষকরা যদি যন্ত্রণায় কাতরায়, যদি মানুষের মধ্যে উন্নয়নের জন্য আরও প্রত্যাশা থাকে, তাহলে মানুষ যেটা চায় শুভেন্দু অধিকারী সেটা করবে ৷ কারণ এটাই প্রণববাবু আমাকে শিখিয়ে দিয়ে গেছেন ৷ ’’
আরও পড়ুন :-সিবিআইকে চিঠি শুভেন্দুর, কী লিখলেন?
কোরোনা সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই বছরটা আমরা ভালোভাবে কাটাতে পারিনি । এখানে আমরা অনেকেই বসে রয়েছি যারা কোরোনাকে হারিয়ে দিয়েছি । আমিও কোরোনাকে হারিয়ে আপনাদের সামনে সুস্থ শরীরে কাজ করছি । এর মধ্যেও দুঃখ রয়েছে । অনেকেই তাঁর কাছের মানুষকে বাঁচাতে পারেননি । এই দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা কুড়ি সালটা কাটালাম । দুর্গাপুজোটাও আমরা ঠিকমতো আনন্দ করতে পারিনি । বাঙালির আড্ডা, মেলামেশা, গান, কবিতা আবৃত্তি, বাঙালির বইমেলা সবকিছু এবার আমাদের অন্যভাবে কাটাতে হয়েছে । তাই আগামী 2021 সালটা ঈশ্বর আমাদের খুব ভালো দেবে । মুক্তির স্বাদ দেবে, আনন্দের স্বাদ দেবে ।’’