ETV Bharat / state

দাসপুরে খড়ের চালার ঘরে আগুন লেগে মৃত্যু 2 শিশুর - মর্মান্তিক মৃত্যু 2 শিশুর

দুই সন্তানকে রেখে পাশের ঘরে শাশুড়িকে খেতে দিতে গেছিলেন মা ৷ ফিরে এসে দেখলেন, দাউদাউ করে জ্বলছে ঘর ৷

children burnt and died-in-daspur
দাসপুরে
author img

By

Published : Feb 9, 2020, 6:56 PM IST

Updated : Feb 10, 2020, 5:46 AM IST

দাসপুর, 9 ফেব্রুয়ারি : দুই শিশু সন্তান যাতে ভয় না পায় তাই ঘরে লম্ফ জ্বেলে দিয়ে গেছিলেন মা ৷ সেই লম্ফের আগুনই কাড়ল সন্তানদের প্রাণ ৷ মৃতদের নাম সুদীপা সামন্ত (5), ও যশোদা সামন্ত (3) ৷ ঘটনাটি দাসপুর থানার মাগুরিয়া গ্রামের ৷

স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে গতকাল সন্ধেয় বাড়িতে ছিলেন তরুণ সামন্ত ৷ রাতে তিনি ও তাঁর স্ত্রীকে মাকে খাবার দিতে পাশের ঘরে যান ৷ সেইসময় দুই শিশুকন্যা ঘুমোচ্ছিল ৷ ঘরে লম্ফ জ্বেলে রেখে গেছিলেন তাঁরা ৷ ফিরে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে ঘর ৷ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা আসেন ৷ সবাই আগুন নেভানোর চেষ্টা করেন ৷ শিশু দুটিকে ঘর থেকে বের করার চেষ্টা করলেও পারেননি ৷ পরে আগুন নেভানোর পর শিশু দুটি উদ্ধার করা হয় ৷ ততক্ষণে আগুনে পুড়ে মারা গেছে তারা ৷

স্থানীয়দের অনুমান, কোনওভাবে লম্ফ উলটে ঘরে আগুন ধরে যায় ৷ বাঁশের বেড় ও খড়ের চালা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে অনেক চেষ্টা করেও শিশু দুটিকে ঘর থেকে বের করা যায়নি ৷

দাসপুর, 9 ফেব্রুয়ারি : দুই শিশু সন্তান যাতে ভয় না পায় তাই ঘরে লম্ফ জ্বেলে দিয়ে গেছিলেন মা ৷ সেই লম্ফের আগুনই কাড়ল সন্তানদের প্রাণ ৷ মৃতদের নাম সুদীপা সামন্ত (5), ও যশোদা সামন্ত (3) ৷ ঘটনাটি দাসপুর থানার মাগুরিয়া গ্রামের ৷

স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে গতকাল সন্ধেয় বাড়িতে ছিলেন তরুণ সামন্ত ৷ রাতে তিনি ও তাঁর স্ত্রীকে মাকে খাবার দিতে পাশের ঘরে যান ৷ সেইসময় দুই শিশুকন্যা ঘুমোচ্ছিল ৷ ঘরে লম্ফ জ্বেলে রেখে গেছিলেন তাঁরা ৷ ফিরে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে ঘর ৷ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা আসেন ৷ সবাই আগুন নেভানোর চেষ্টা করেন ৷ শিশু দুটিকে ঘর থেকে বের করার চেষ্টা করলেও পারেননি ৷ পরে আগুন নেভানোর পর শিশু দুটি উদ্ধার করা হয় ৷ ততক্ষণে আগুনে পুড়ে মারা গেছে তারা ৷

স্থানীয়দের অনুমান, কোনওভাবে লম্ফ উলটে ঘরে আগুন ধরে যায় ৷ বাঁশের বেড় ও খড়ের চালা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে অনেক চেষ্টা করেও শিশু দুটিকে ঘর থেকে বের করা যায়নি ৷

Intro:বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু দুই শিশুর l মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাত আটটা নাগাদ দাসপুর থানার মাগুরিয়া গ্রামে lBody:বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু দুই শিশুর l মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাত আটটা নাগাদ দাসপুর থানার মাগুরিয়া গ্রামে l


বাড়িতে লম্ফের আগুনে পুড়ে মৃত্যু ঘটলো দুই শিশুর ,এই ঘটনায় মর্মান্তিক শোকের ছায়া দাসপুরের মাগুরিয়া l ঘটনা সূত্রে জানা যায় এলাকার বাসিন্দা দিনমজুর তরুণ সামন্তর দুই কন্যা একজন পাঁচ বছরে সুদীপা এবং তিন বছরের যশোদা l এই তরুণ সামন্ত স্ত্রী দুই সন্তানকে নিয়েই সুখেই দিন কাটাতেন তরুণ সামন্ত l অভাব ছিল না তাদের l প্রতিদিনকার মত এই দিনও রান্না করে পাশের ঘরে খাবার দেওয়ার সময় দুই বাচ্চা ঘরে একাই ছিল l সেই সময় লম্ফ উল্টে গিয়ে আগুন ধরে যায় l তরুণ সামন্তর স্ত্রী খাবার দেওয়ার পর বাড়ি ফিরে আস্তে আস্তে আগুনে গ্রাস করে গোটা বাড়িটা l এরপর তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা দৌড়ে আসে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং বাচ্চা দুটিকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত পারে না l বাচ্চা দুটি কে ধরে টেনে বার করলে তখন তাদের শরীর গোটা শরীর পুড়ে যায় l ওই গ্রামের দিনমজুর তরুন সামন্তর মৃত দুই শিশুর মধ্যে একজনের নাম সুদীপা সামন্ত(৫) আরেকজন যশোদা সামন্ত(৩) l স্থানীয় সূত্রে জানাযায় ,শনিবার রাতে দুই কন্যা সন্তানকে বাড়িতে ছেড়ে স্বামী স্ত্রী ক্ষনিকের জন্য বাইরে গিয়েছিলেন l এরই মাঝে কোনও কারনে আগুন লেগে যায় খড়ের চালা ঘরে ভিতরেই পুড়ে মৃত্যু হয় দুই শিশুর l অনুমান ভিতরে কেরিসিন তেলে জ্বলা লম্ফ থেকে কোনও কারনে আগুন লাগতে পারে।দুই শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায় l Conclusion:বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু দুই শিশুর l মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাত আটটা নাগাদ দাসপুর থানার মাগুরিয়া গ্রামে l চাঞ্চল্য এলাকায়
Last Updated : Feb 10, 2020, 5:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.