দাসপুর, 9 ফেব্রুয়ারি : দুই শিশু সন্তান যাতে ভয় না পায় তাই ঘরে লম্ফ জ্বেলে দিয়ে গেছিলেন মা ৷ সেই লম্ফের আগুনই কাড়ল সন্তানদের প্রাণ ৷ মৃতদের নাম সুদীপা সামন্ত (5), ও যশোদা সামন্ত (3) ৷ ঘটনাটি দাসপুর থানার মাগুরিয়া গ্রামের ৷
স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে গতকাল সন্ধেয় বাড়িতে ছিলেন তরুণ সামন্ত ৷ রাতে তিনি ও তাঁর স্ত্রীকে মাকে খাবার দিতে পাশের ঘরে যান ৷ সেইসময় দুই শিশুকন্যা ঘুমোচ্ছিল ৷ ঘরে লম্ফ জ্বেলে রেখে গেছিলেন তাঁরা ৷ ফিরে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে ঘর ৷ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা আসেন ৷ সবাই আগুন নেভানোর চেষ্টা করেন ৷ শিশু দুটিকে ঘর থেকে বের করার চেষ্টা করলেও পারেননি ৷ পরে আগুন নেভানোর পর শিশু দুটি উদ্ধার করা হয় ৷ ততক্ষণে আগুনে পুড়ে মারা গেছে তারা ৷
স্থানীয়দের অনুমান, কোনওভাবে লম্ফ উলটে ঘরে আগুন ধরে যায় ৷ বাঁশের বেড় ও খড়ের চালা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে অনেক চেষ্টা করেও শিশু দুটিকে ঘর থেকে বের করা যায়নি ৷