ETV Bharat / state

কড়া বিধিনিষেধের প্রথম দিনেই জঙ্গল মহলে গ্রেফতার 162 - জঙ্গল মহলে গ্রেফতার 162

প্রথম দিনের কড়া বিধিনিষেধে পুলিশের কড়াকড়িতে প্রায় 162 জন লকডাউন ভঙ্গকারীকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে 119 জনকে দেওয়া হয়েছে স্পেসিফিক কেস । বাকি 43 জনকে প্রিভেন্টিভ ধারায় গ্রেফতার করা হয়েছে ।

জঙ্গল মহলে গ্রেফতার
জঙ্গল মহলে গ্রেফতার
author img

By

Published : May 17, 2021, 5:25 PM IST

মেদিনীপুর, 17 মে : করোনার বাড়বাড়ন্তের ছেড়ে সংক্রমণের চেইন ভাঙতে নাইট কারফিউ সঙ্গে 15 দিনের কড়া বিধিনিষেধ রাজ্য সরকারের । আর তাতেই শুরু হয়েছে পুলিশের কঠোর নজরদারি ও ধরপাকড় । প্রথম দিনের শেষে জঙ্গল মহলে 162 জনকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে 119 জনকে নির্দিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে । রাতের নাইট কারফিউ শেষে দ্বিতীয় দিনেও চলছে ধরপাকড় পুলিশ প্রশাসনের ।

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী । সংক্রমণের প্রায় শিখরে পৌঁছে গিয়েছে পশ্চিমবাংলা় । যেখানে এক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 148 জনের । এরই মধ্যে সংক্রমণের ব্যাপক আকার নিয়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে । জঙ্গলমহলের ঘাটাল চন্দ্রকোণা, দাসপুর, গড়বেতা, পিংলা, নারায়ণগড় এর পাশাপাশি খোদ খড়গপুরও মেদিনীপুরের সংক্রমণের চেহারা ভয়ঙ্কর । একদিকে যেমন সংক্রমণের সংখ্যা বাড়ছে অপরদিকে তেমনই হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ভ্যাকসিনেশনের অভাব। যার ফলে সমস্যায় পড়েছেন জেলার মানুষজন । এই অবস্থায় রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছে 15 দিনের । এই কার্যত লকডাউন ঘোষণা হতেই সক্রিয় হয়ে পড়েছে জঙ্গল মহলের পুলিশ প্রশাসন । দিনের পাশাপাশি সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কড়া নজরদারি । বিভিন্ন বাজার ব্যস্ত বহুল ছোট-বড় দোকানপাটে যেমন অভিযান চালানো হচ্ছে, তেমনই রাতে ছোট-বড় যানবাহনগুলিকে নজরদারি চালাচ্ছেন তাঁরা । পর্যাপ্ত পরিমাণ কাগজ দেখাতে না পারলে দেওয়া হচ্ছে কেস । প্রথম দিন 162 জন লকডাউন ভঙ্গকারীকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে 119 জনকে দেওয়া হয়েছে স্পেসিফিক কেস । বাকি 43 জনকে প্রিভেন্টিভ ধারায় গ্রেফতার করা হয়েছে । লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে ব্যাপক ধরপাকড় ৷ দেওয়া হচ্ছে সতর্কবার্তা ।
আরও পড়ুন : শীতলকুচি কাণ্ডের তদন্তে সিআইডি টিম জোরপাকটি গ্রামে
এই নজরদারি এবং কড়া বিধিনিষেধে সংক্রমণের সংখ্যা অনেকাংশে কমবে এবং এই করোনার চেইন ভাঙতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ।

মেদিনীপুর, 17 মে : করোনার বাড়বাড়ন্তের ছেড়ে সংক্রমণের চেইন ভাঙতে নাইট কারফিউ সঙ্গে 15 দিনের কড়া বিধিনিষেধ রাজ্য সরকারের । আর তাতেই শুরু হয়েছে পুলিশের কঠোর নজরদারি ও ধরপাকড় । প্রথম দিনের শেষে জঙ্গল মহলে 162 জনকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে 119 জনকে নির্দিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে । রাতের নাইট কারফিউ শেষে দ্বিতীয় দিনেও চলছে ধরপাকড় পুলিশ প্রশাসনের ।

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী । সংক্রমণের প্রায় শিখরে পৌঁছে গিয়েছে পশ্চিমবাংলা় । যেখানে এক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 148 জনের । এরই মধ্যে সংক্রমণের ব্যাপক আকার নিয়েছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে । জঙ্গলমহলের ঘাটাল চন্দ্রকোণা, দাসপুর, গড়বেতা, পিংলা, নারায়ণগড় এর পাশাপাশি খোদ খড়গপুরও মেদিনীপুরের সংক্রমণের চেহারা ভয়ঙ্কর । একদিকে যেমন সংক্রমণের সংখ্যা বাড়ছে অপরদিকে তেমনই হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ভ্যাকসিনেশনের অভাব। যার ফলে সমস্যায় পড়েছেন জেলার মানুষজন । এই অবস্থায় রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছে 15 দিনের । এই কার্যত লকডাউন ঘোষণা হতেই সক্রিয় হয়ে পড়েছে জঙ্গল মহলের পুলিশ প্রশাসন । দিনের পাশাপাশি সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কড়া নজরদারি । বিভিন্ন বাজার ব্যস্ত বহুল ছোট-বড় দোকানপাটে যেমন অভিযান চালানো হচ্ছে, তেমনই রাতে ছোট-বড় যানবাহনগুলিকে নজরদারি চালাচ্ছেন তাঁরা । পর্যাপ্ত পরিমাণ কাগজ দেখাতে না পারলে দেওয়া হচ্ছে কেস । প্রথম দিন 162 জন লকডাউন ভঙ্গকারীকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে 119 জনকে দেওয়া হয়েছে স্পেসিফিক কেস । বাকি 43 জনকে প্রিভেন্টিভ ধারায় গ্রেফতার করা হয়েছে । লকডাউনের দ্বিতীয় দিনেও চলছে ব্যাপক ধরপাকড় ৷ দেওয়া হচ্ছে সতর্কবার্তা ।
আরও পড়ুন : শীতলকুচি কাণ্ডের তদন্তে সিআইডি টিম জোরপাকটি গ্রামে
এই নজরদারি এবং কড়া বিধিনিষেধে সংক্রমণের সংখ্যা অনেকাংশে কমবে এবং এই করোনার চেইন ভাঙতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.