দাসপুর, 10 অক্টোবর: কাগজের দুর্গা প্রতিমা-সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ বানিয়ে তাক লাগাল দাসপুরের অষ্টম শ্রেণির ছাত্র সুরজিৎ ৷ বাড়িতেই প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছে সে ৷
একেই পুজোয় করোনার একাধিক বিধি নিষেধ ৷ তার উপর মা-সহ পরিবারের অনেকের টিকা নেওয়া হয়নি ৷ তাই বাড়িতেই দেবী দর্শনের ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নং ব্লকের টালিভাটার খাড় রাধাকৃষ্ণপুর গ্রামের 14 বছরের সুরজিৎ দাস বৈদ্য । সুরজিতের পরিবারে বাবা, মা, দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা, ভাই, বোনেদের নিয়ে একান্নবর্তী পরিবার । সুরজিতের বাবা শুভঙ্কর দাস বৈদ্য মুম্বইয়ে সোনার কারিগর হিসেবে কাজ করেন ৷ সেখানেই থাকেন ৷ বাড়িতে মা চন্দনা দাস বৈদ্য ও পরিবারের অন্যদের নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করে সুরজিৎ ।
স্থানীয় পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে অষ্টম শ্রেণিতে পড়ে সে । পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও সে খুবই ভাল ৷ কাগজের তৈরি নানা ধরনের জিনিস বানানোতেও যথেষ্ট উৎসাহ রয়েছে তার । পুজোর আগে মাত্র দু'দিনের মধ্যে নাওয়া-খাওয়া ভুলে কাগজের তৈরি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মেদিনীপুরের এই ছেলে ।
আরও পড়ুন: Durga Puja Song : পুজোয় রূপঙ্কর, ইমন, অনুপম, লগ্নজিতার কণ্ঠে শুনুন ‘ঘরে ফেরার গান’
শুধু দুর্গা প্রতিমা নয়, রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ । এমনকী দেবীর পায়ের তলায় রয়েছে মহিষাসুরও । সুরজিতের কথায় মাত্র দু'দিনে আর্ট পেপার ও কার্ডবোর্ডকে কেটে, তাতে তুলির সাহায্যে বিভিন্ন রঙের ছোঁয়া দিয়ে সপরিবার দুর্গা বানিয়ে ফেলেছে সে ৷
আরও পড়ুন: Calcutta High Court : পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট
সুরজিতের কাগজের দুর্গা দেখে হতবাক তার পরিবার ও প্রতিবেশীরা । পরিবার ও প্রতিবেশীদের কথায়, এমনিতেই করোনায় একাধিক বিধি নিষেধ ৷ ভিড় এড়াতে এ বার সুরজিতের তৈরি দেবীই দর্শন করবেন তাঁরা । সুরজিৎ তার তৈরি প্রতিমা পুজো করার জন্য বায়না ধরেছে তার পরিবারের কাছে ৷ তবে তার বাবা বাইরে থাকায় সেই পুজো হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ তবে পুজো হোক বা না-হোক, এ বছর সুরজিতের তৈরি দেবীই বাড়িতে বসে দর্শন করবে বলে মত পরিবার থেকে প্রতিবেশীদের । পুজোর শুরুতেই ছোট্ট সুরজিতের তৈরি দেবী দুর্গা এখন সাড়া ফেলেছে দাসপুর জুড়ে ।
আরও পড়ুন: Calcutta High Court : পুজোয় আদালতের নির্দেশ মেনেই খরচ করতে হবে অনুদানের টাকা, জানাল হাইকোর্ট
রাজ্য সরকার ও হাইকোর্ট গতবারের মতো এ বারও করোনা বিধিনিষেধ আরোপ করেছে দুর্গাপুজোতে । বিধিনিষেধে জনসমাগম যেমন বন্ধ, তেমনই মণ্ডপে ঢোকার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা । তাই গ্রাম থেকে ব্লক এবং শহর-শহরতলিতে পুজোয় জমিয়ে ঘোরাফেরা আড্ডায় অনেকটাই ব্যাঘাত ঘটবে । সে ক্ষেত্রে প্রতিমা দর্শনে সমস্যায় পড়বেন ভক্তরা । তাই সুরজিতের এই দুর্গা অনেকটাই সন্তুষ্টি দেবে ভক্তদের মনে ।