দাসপুর, 17 জুন : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার । গুরুতর আহত বছর এক কিশোরীও । মঙ্গলবার বিকেলে দাসপুর থানার সুলতাননগরের ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের ঘটনা । দাসপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । আহত কিশোরীকে ঘাটাল হাসপাতালে পাঠানো হয় ।
মৃতার নাম সামসুনেহার বিবি (55) । আহতের নাম জুহি খাতুন । জুহি সামসুনেহার বিবির নাতনি । দুজনেই দাসপুর থানার অন্তর্গত বাজুয়া গ্রামে । পরিবার সূত্রে জানা যায়, দুজনে সাইকেলে করে তাঁদের এক আত্মীয়ার বাড়ি যাচ্ছিলেন । স্থানীয়রা জানায়, পাঁশকুড়া রাজ্যসড়কের ধারের একটি বাইকে ধাক্কা লাগে । নাতনি ছিটকে পড়ে যায় । অন্যদিকে ঠাকমার সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁশকুড়া থেকে ঘাটালগামী একটি চাকার তলায় চলে যায় । ঘটনাস্থানে মৃত্যু হয় সামসুনেহার বিবির ।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা যান সামসুনেহার বিবি । তাঁকে উদ্ধার করা হয়েছে । একটি কিশোরীকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আমরা ঘাতক লরিটিকে আটক করা হয়েছে । চালক পলাতক । দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয়রা জানায়, সুলতাননগরের এই রাজ্যসড়কটি অধিক দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে । আমরা বহুবার পুলিশকে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সম্পর্কে জানিয়েছি । তারপরেও দ্রুতগতিতে লরি চলাচল করছে । যার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ।