ETV Bharat / state

Chandrakona Murder: মহিলার দেহ উদ্ধারের 13 দিন পর খুনের কিনারা, জেরায় স্বীকার অভিযুক্তের - ঘাটালে মহিলা খুনের কিনারা

ঘটনার প্রায় 13 দিন কেটে যাওয়ার পর ঘাটালে মহিলা খুনের কিনারা করল পুলিশ । জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক ৷

Etv Bharat
জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:52 PM IST

Updated : Sep 12, 2023, 7:59 PM IST

মহিলার দেহ উদ্ধারের 13 দিন পর খুনের কিনারা

চন্দ্রকোনা, 12 সেপ্টেম্বর: বিবাহিত হয়েও বিধবা মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ । ভালোবেসে গোপনে বিয়ে করে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে গলার নলি কেটে খুন মহিলাকে । খুনের 13 দিন পর মঙ্গলবার মূল অভিযুক্তকে গ্রেফতার করে ঘাটাল আদালতে তোলে পুলিশ । অভিযুক্ত জানায়, তারা তিনজন মিলে খুন করেছে ওই মহিলাকে ।

গত 31 অগস্ট চন্দ্রকোনার কুঁয়াপুর লাগোয়া বাঁদরখালি এলাকার এক কৃষিজমিতে মহিলার গলার নলিকাটা দেহ উদ্ধার হয় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । গৃহবধূর পরিচয় কী ও কী কারণে খুন, তার তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই মৃত মহিলা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা শ্রীমতি বর্মন । তাঁর স্বামী মারা যায় বেশ কয়েকবছর আগেই । তারপরে শ্রীমতির সঙ্গে ফেসবুকে আলাপ হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহেরার । সৌরভের বাড়ি মেদিনীপুরে হলেও সে আগাগোড়া বালা গ্রামে মামারবাড়িতেই থাকত ।

শ্রীমতির আর্থিক স্বচ্ছলতা ভালো থাকার কারণে সৌরভ ভালোবাসার ছলনায় ধাপে ধাপে বহু টাকা ধার নেয় । এমনকি বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দেয় । শ্রীমতি এই নিয়ে সৌরভকে চাপ দিলে পরে মন্দিরে বিয়েও করেন তাঁরা । সেই সূত্রে বেশ কয়েকলক্ষ টাকাও শ্রীমতির কাছ থেকে হাতিয়ে নেয় সৌরভ । মহিলার একটি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে । অপর দিকে সৌরভেরও রয়েছে স্ত্রী ও সন্তান । বিয়ের পর সৌরভকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে ও টাকা ফেরত চায় শ্রীমতি । এমনকি সমস্ত ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবে বলেও হুমকিও দেয় ।

এরপরই ছক কষে সৌরভ । হঠাৎ করে শ্রীমতিকে চন্দ্রকোনায় দেখা করতে আসতে বলে সৌরভ । সেই রাতেই অন্ধকারে ধারালো কিছু দিয়ে তার গলার নলি কেটে খুন করে সৌরভ । এরপর চন্দ্রকোনার বাঁদরখালিতে ফাঁকা গ্রামীণ রাস্তার ধারে ধান জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায় । পরবর্তীকালে মৃতদেহ উদ্ধারের পরেই চন্দ্রকোনা থানার পুলিশ খুন হওয়া মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠায় । অপরদিকে চন্দ্রকোনার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ ৷ এমনকি মোবাইলের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয় । তারপরে উঠে আসে সৌরভ বেহেরার নাম ।
মূলত খুনের পরেই গা ঢাকা দেয় সৌরভ । তদন্ত নেমে তাকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার লোয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে জানায় ধৃত । এই বিষয়ে ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেছেন, " আমরা তদন্তে নেমে পড়ি । সমস্ত সিসিটিভি ফুটেজ যেমন আমরা খতিয়ে দেখেছি তেমনি আমরা মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখেছি । সেই প্রেক্ষিতে একজনকে ধরা হয়েছে । সে স্বীকারও করেছে ঘটনায় আরও 2 জন জড়িয়ে থাকতে পরে । আমরা তদন্ত না করে কিছুই বলতে পারব না।"

আরও পড়ুন : রাজারহাটে বৃদ্ধের গলার নলি কেটে খুন, এলাকায় উত্তেজনা

মহিলার দেহ উদ্ধারের 13 দিন পর খুনের কিনারা

চন্দ্রকোনা, 12 সেপ্টেম্বর: বিবাহিত হয়েও বিধবা মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ । ভালোবেসে গোপনে বিয়ে করে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে গলার নলি কেটে খুন মহিলাকে । খুনের 13 দিন পর মঙ্গলবার মূল অভিযুক্তকে গ্রেফতার করে ঘাটাল আদালতে তোলে পুলিশ । অভিযুক্ত জানায়, তারা তিনজন মিলে খুন করেছে ওই মহিলাকে ।

গত 31 অগস্ট চন্দ্রকোনার কুঁয়াপুর লাগোয়া বাঁদরখালি এলাকার এক কৃষিজমিতে মহিলার গলার নলিকাটা দেহ উদ্ধার হয় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । গৃহবধূর পরিচয় কী ও কী কারণে খুন, তার তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই মৃত মহিলা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা শ্রীমতি বর্মন । তাঁর স্বামী মারা যায় বেশ কয়েকবছর আগেই । তারপরে শ্রীমতির সঙ্গে ফেসবুকে আলাপ হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহেরার । সৌরভের বাড়ি মেদিনীপুরে হলেও সে আগাগোড়া বালা গ্রামে মামারবাড়িতেই থাকত ।

শ্রীমতির আর্থিক স্বচ্ছলতা ভালো থাকার কারণে সৌরভ ভালোবাসার ছলনায় ধাপে ধাপে বহু টাকা ধার নেয় । এমনকি বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দেয় । শ্রীমতি এই নিয়ে সৌরভকে চাপ দিলে পরে মন্দিরে বিয়েও করেন তাঁরা । সেই সূত্রে বেশ কয়েকলক্ষ টাকাও শ্রীমতির কাছ থেকে হাতিয়ে নেয় সৌরভ । মহিলার একটি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে । অপর দিকে সৌরভেরও রয়েছে স্ত্রী ও সন্তান । বিয়ের পর সৌরভকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে ও টাকা ফেরত চায় শ্রীমতি । এমনকি সমস্ত ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবে বলেও হুমকিও দেয় ।

এরপরই ছক কষে সৌরভ । হঠাৎ করে শ্রীমতিকে চন্দ্রকোনায় দেখা করতে আসতে বলে সৌরভ । সেই রাতেই অন্ধকারে ধারালো কিছু দিয়ে তার গলার নলি কেটে খুন করে সৌরভ । এরপর চন্দ্রকোনার বাঁদরখালিতে ফাঁকা গ্রামীণ রাস্তার ধারে ধান জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায় । পরবর্তীকালে মৃতদেহ উদ্ধারের পরেই চন্দ্রকোনা থানার পুলিশ খুন হওয়া মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠায় । অপরদিকে চন্দ্রকোনার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ ৷ এমনকি মোবাইলের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয় । তারপরে উঠে আসে সৌরভ বেহেরার নাম ।
মূলত খুনের পরেই গা ঢাকা দেয় সৌরভ । তদন্ত নেমে তাকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার লোয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে জানায় ধৃত । এই বিষয়ে ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেছেন, " আমরা তদন্তে নেমে পড়ি । সমস্ত সিসিটিভি ফুটেজ যেমন আমরা খতিয়ে দেখেছি তেমনি আমরা মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখেছি । সেই প্রেক্ষিতে একজনকে ধরা হয়েছে । সে স্বীকারও করেছে ঘটনায় আরও 2 জন জড়িয়ে থাকতে পরে । আমরা তদন্ত না করে কিছুই বলতে পারব না।"

আরও পড়ুন : রাজারহাটে বৃদ্ধের গলার নলি কেটে খুন, এলাকায় উত্তেজনা

Last Updated : Sep 12, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.