ETV Bharat / state

আসানসোলে জমায়েতের প্রতিবাদ করে আক্রান্ত যুবক - corona

লকডাউনের সময় জমায়েত করে নেশা করার প্রতিবাদ করায় মার খেতে হল যুবককে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 26, 2020, 2:28 PM IST

Updated : Mar 26, 2020, 3:02 PM IST

আসানসোল, ২৬ মার্চ : এলাকায় চলছিল জমায়েত। স্থানীয় একটি মাঠে বসে মধ্যে নেশা করছিল বেশ কয়েকজন যুবক। আর তা দেখেই প্রতিবাদ করতে গিয়েছিল স্থানীয় আরেক এক যুবক। অভিযোগ মত্ত অবস্থায় প্রতিবাদী যুবককে মারধর করে ওই নেশাগ্রস্তরা । আসানসোল দক্ষিণ থানার উত্তর হিলভিউ এলাকার ঘটনা । ঘটনার পর লিখিত অভিযোগ জানানো হয়েছে আসানসোল দক্ষিণ থানায় । পুলিশ অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে ।

দেখুন ভিডিয়ো


আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত উত্তর হিলভিউ এলাকার শ্রীসংঘ মাঠে রোজই কিছু যুবকদের ভিড় থাকে । অভিযোগ তারা মাঠে বসেই নেশা ও নানা অসামাজিক কাজকর্ম করে । বহুবার এলাকাবাসীরা প্রতিবাদ করতেও সে কথায় কান দেয়নি ওই যুবকরা । বর্তমানে কোরোনা আতঙ্কে লকডাউন চলছে । পুলিশের পক্ষ থেকে বারবার এলাকায় ঘোষণা করা হচ্ছে বাড়ির মধ্যে থাকুন । কিন্তু আড্ডা বন্ধ হয়নি শ্রীসংঘ মাঠে । আর সেই দৃশ্য দেখে প্রতিবাদ জানাতে গিয়ে ছিল স্থানীয় যুবক সোমেশ্বর মজুমদার । অভিযোগ প্রতিবাদ করাতেই নেশাগ্রস্ত অবস্থায় যুবকরা সোমেশ্বরকে মারধর করে । তার মাথা ফাটিয়ে দেওয়া হয় । মাথায় তার পাঁচটা স্টিচ পড়েছে । শুধু তাই নয় পাড়া-প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালাগালি করে ওই যুবকরা ।

ঘটনার পর প্রতিবাদে সামিল হয়েছে প্রায় গোটা পাড়ার মানুষ । ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানার পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ টহল দিচ্ছে ওই এলাকায় । কিন্তু অভিযুক্ত যুবকেরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

আসানসোল, ২৬ মার্চ : এলাকায় চলছিল জমায়েত। স্থানীয় একটি মাঠে বসে মধ্যে নেশা করছিল বেশ কয়েকজন যুবক। আর তা দেখেই প্রতিবাদ করতে গিয়েছিল স্থানীয় আরেক এক যুবক। অভিযোগ মত্ত অবস্থায় প্রতিবাদী যুবককে মারধর করে ওই নেশাগ্রস্তরা । আসানসোল দক্ষিণ থানার উত্তর হিলভিউ এলাকার ঘটনা । ঘটনার পর লিখিত অভিযোগ জানানো হয়েছে আসানসোল দক্ষিণ থানায় । পুলিশ অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে ।

দেখুন ভিডিয়ো


আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত উত্তর হিলভিউ এলাকার শ্রীসংঘ মাঠে রোজই কিছু যুবকদের ভিড় থাকে । অভিযোগ তারা মাঠে বসেই নেশা ও নানা অসামাজিক কাজকর্ম করে । বহুবার এলাকাবাসীরা প্রতিবাদ করতেও সে কথায় কান দেয়নি ওই যুবকরা । বর্তমানে কোরোনা আতঙ্কে লকডাউন চলছে । পুলিশের পক্ষ থেকে বারবার এলাকায় ঘোষণা করা হচ্ছে বাড়ির মধ্যে থাকুন । কিন্তু আড্ডা বন্ধ হয়নি শ্রীসংঘ মাঠে । আর সেই দৃশ্য দেখে প্রতিবাদ জানাতে গিয়ে ছিল স্থানীয় যুবক সোমেশ্বর মজুমদার । অভিযোগ প্রতিবাদ করাতেই নেশাগ্রস্ত অবস্থায় যুবকরা সোমেশ্বরকে মারধর করে । তার মাথা ফাটিয়ে দেওয়া হয় । মাথায় তার পাঁচটা স্টিচ পড়েছে । শুধু তাই নয় পাড়া-প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালাগালি করে ওই যুবকরা ।

ঘটনার পর প্রতিবাদে সামিল হয়েছে প্রায় গোটা পাড়ার মানুষ । ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানার পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ টহল দিচ্ছে ওই এলাকায় । কিন্তু অভিযুক্ত যুবকেরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Last Updated : Mar 26, 2020, 3:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.