ETV Bharat / state

Brother Shot Sister: বোনকে গুলি করে খুন, অভিযুক্তের খোঁজে শুরু পুলিশি তল্লাশি - বোনকে গুলি করে খুন

হঠাৎই বাড়িতে ঢুকে বোনকে গুলি করে পালাল দাদা ৷ কারণ হিসেবে এখনও কিছু জানা যায়নি ৷ তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরে খুন ৷ পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
বোনকে গুলি করে খুন করল দাদা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 7:54 PM IST

খুনের ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও পুলিশের বক্তব্য

আসানসোল, 13 সেপ্টেম্বর: নিজের বোনকে গুলি করে খুন করল দাদা । বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত খটিক পাড়া এলাকায় । মৃতের নাম কোমল সোনকার (19)। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বুধবার দুপুরে কোমলের দাদা রাহুল সোনকার বাড়িতে হঠাৎ আসে ৷ এরপর নিজের বোনকে লক্ষ্য করে গুলি চালিয়ে বন্দুক হাতেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই খুন ।

পরিবারে তাঁরা ভাইবোন ছাড়াও বাবা-মা আছে ৷ কোমল বিবাহিত হলেও সম্প্রতি বাপের বাড়িতেই থাকছিলেন । বুধবার দুপুরে প্রতিবেশীরা হঠাৎই দু'রাউন্ড গুলির শব্দ পায় । সেই শব্দ শুনে প্রতিবেশীরা চমকে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে বন্দুক হাতে বেরিয়ে যাচ্ছে রাহুল । শুধু তাই নয়, সে কাউকে খুঁজছে এমনভাবেই বাড়ি থেকে বেরোয় । এরপর রাহুল চলে যেতেই প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার বোন কোমল । প্রতিবেশীরা পুলিশের খবর দেয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোমলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু, এসিপি দেবরাজ দাস, ডিসি এস কুলদীপ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর উদয় রায় বলেন, "আমি বাসিন্দাদের মুখে শুনলাম নিজের বোনকে গুলি করে রাহুল পালিয়েছে । তাকে বন্দুক হাতে পালাতেও দেখেছে এলাকাবাসীরা । কেন এই ঘটনা বলতে পারব না । তবে মনে হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এটা ঘটেছে ।"

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি এস কুলদীপের কথায়, "একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে । দাদা বোনকে গুলি করেছে । বোনের মৃত্যু হয়েছে । আমরা অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছি ।"

আরও পড়ুন : অণ্ডালে ভরসন্ধ্যায় গুলিবিদ্ধ সিপিআইএম নেতা, রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দে দল

খুনের ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও পুলিশের বক্তব্য

আসানসোল, 13 সেপ্টেম্বর: নিজের বোনকে গুলি করে খুন করল দাদা । বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত খটিক পাড়া এলাকায় । মৃতের নাম কোমল সোনকার (19)। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বুধবার দুপুরে কোমলের দাদা রাহুল সোনকার বাড়িতে হঠাৎ আসে ৷ এরপর নিজের বোনকে লক্ষ্য করে গুলি চালিয়ে বন্দুক হাতেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই খুন ।

পরিবারে তাঁরা ভাইবোন ছাড়াও বাবা-মা আছে ৷ কোমল বিবাহিত হলেও সম্প্রতি বাপের বাড়িতেই থাকছিলেন । বুধবার দুপুরে প্রতিবেশীরা হঠাৎই দু'রাউন্ড গুলির শব্দ পায় । সেই শব্দ শুনে প্রতিবেশীরা চমকে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে বন্দুক হাতে বেরিয়ে যাচ্ছে রাহুল । শুধু তাই নয়, সে কাউকে খুঁজছে এমনভাবেই বাড়ি থেকে বেরোয় । এরপর রাহুল চলে যেতেই প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার বোন কোমল । প্রতিবেশীরা পুলিশের খবর দেয় । আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোমলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু, এসিপি দেবরাজ দাস, ডিসি এস কুলদীপ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর উদয় রায় বলেন, "আমি বাসিন্দাদের মুখে শুনলাম নিজের বোনকে গুলি করে রাহুল পালিয়েছে । তাকে বন্দুক হাতে পালাতেও দেখেছে এলাকাবাসীরা । কেন এই ঘটনা বলতে পারব না । তবে মনে হচ্ছে পারিবারিক বিবাদের জেরে এটা ঘটেছে ।"

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি এস কুলদীপের কথায়, "একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে । দাদা বোনকে গুলি করেছে । বোনের মৃত্যু হয়েছে । আমরা অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছি ।"

আরও পড়ুন : অণ্ডালে ভরসন্ধ্যায় গুলিবিদ্ধ সিপিআইএম নেতা, রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দে দল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.