ETV Bharat / state

Durgapur Kidnapping Case: পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টায় উদ্ধার দুর্গাপুরের অপহৃত তরুণী - lady from Durgapur rescued after being kidnapped

সোমবার সন্ধ্যায় দুর্গাপুরে অপহৃত হন এক মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী (Durgapur Kidnapping Case) ৷ পুলিশি তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে (young lady from Durgapur rescued after being kidnapped) ৷

durgapur kidnapping
ETV Bharat
author img

By

Published : Sep 19, 2022, 11:00 PM IST

দুর্গাপুর, 19 সেপ্টেম্বর: পুলিশি তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে দুর্গাপুর থানার পুলিশের চেষ্টায় উদ্ধার দুর্গাপুরের এক মহিলা প্রযুক্তি কর্মী । সোমবার সন্ধ্যা নাগাদ সিটি সেন্টারের পলাশডিহাতে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র থেকে এক মহিলা কর্মী ঘরে ফিরছিলেন ৷ ঠিক সেই সময় একটি সাদা রঙের বোলেরো গাড়িতে করে এসে আচমকা বেশ কয়েকজন ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ করে বলে অভিযোগ (Durgapur Kidnapping Case)৷

খবর দেওয়া হয় দুর্গাপুর থানাকে ৷ পুলিশ এরপর নাকা চেকিং শুরু করে শহরজুড়ে ৷ পুলিশি তৎপরতায় ঘটনার মাত্র এক ঘন্টার মধ্যে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুরের মায়া বাজারের বাসিন্দা ওই মহিলাকে উদ্ধার করে ৷ তাঁকে ফরিদপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে এলাকায় যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা ৷ আসেন এসিপি দুর্গাপুর জোন তথাগত পাণ্ডে (young lady from Durgapur rescued after being kidnapped) ।

আরও পড়ুন: ডিআরআইয়ের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ সোনা, গ্রেফতার 2

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জোর করে ওই মহিলা কর্মীকে বোলেরো গাড়িতে তোলা হয় ৷ বেশ কয়েকজন স্থানীয় যুবক বাইক নিয়ে ধাওয়া করে সাদা রঙের ওই বোলেরো গাড়িকে ৷ কিন্তু প্রচন্ড গতিতে থাকা ওই গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেয় অপহরণকারীরা । ঘটনার তদন্ত চলায় বিশেষকিছু বলতে চায়নি পুলিশ ৷ প্রাথমিক চিকিৎসার জন্য ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দুর্গাপুর, 19 সেপ্টেম্বর: পুলিশি তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে দুর্গাপুর থানার পুলিশের চেষ্টায় উদ্ধার দুর্গাপুরের এক মহিলা প্রযুক্তি কর্মী । সোমবার সন্ধ্যা নাগাদ সিটি সেন্টারের পলাশডিহাতে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র থেকে এক মহিলা কর্মী ঘরে ফিরছিলেন ৷ ঠিক সেই সময় একটি সাদা রঙের বোলেরো গাড়িতে করে এসে আচমকা বেশ কয়েকজন ওই মহিলা তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ করে বলে অভিযোগ (Durgapur Kidnapping Case)৷

খবর দেওয়া হয় দুর্গাপুর থানাকে ৷ পুলিশ এরপর নাকা চেকিং শুরু করে শহরজুড়ে ৷ পুলিশি তৎপরতায় ঘটনার মাত্র এক ঘন্টার মধ্যে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুরের মায়া বাজারের বাসিন্দা ওই মহিলাকে উদ্ধার করে ৷ তাঁকে ফরিদপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে এলাকায় যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা ৷ আসেন এসিপি দুর্গাপুর জোন তথাগত পাণ্ডে (young lady from Durgapur rescued after being kidnapped) ।

আরও পড়ুন: ডিআরআইয়ের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ সোনা, গ্রেফতার 2

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জোর করে ওই মহিলা কর্মীকে বোলেরো গাড়িতে তোলা হয় ৷ বেশ কয়েকজন স্থানীয় যুবক বাইক নিয়ে ধাওয়া করে সাদা রঙের ওই বোলেরো গাড়িকে ৷ কিন্তু প্রচন্ড গতিতে থাকা ওই গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেয় অপহরণকারীরা । ঘটনার তদন্ত চলায় বিশেষকিছু বলতে চায়নি পুলিশ ৷ প্রাথমিক চিকিৎসার জন্য ওই মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.