ETV Bharat / state

জামুড়িয়ায় ডেঙ্গিতে মৃত্যু মহিলার - ডেঙ্গি

জামুড়িয়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার ৷

ছবি
ছবি
author img

By

Published : Jan 12, 2020, 10:30 PM IST

Updated : Jan 12, 2020, 11:48 PM IST

জামুড়িয়া, 12 জানুয়ারি : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার ৷ তাঁর নাম শ্রীমতি হেমব্রম (35) ৷ 31 ডিসেম্বর জ্বরে আক্রান্ত হন তিনি ৷ ঘটনাটি জামুড়িয়া হিজলগড়া পঞ্চায়েতের দরবারডাঙা গ্রামের আদিবাসী পাড়ার ৷

জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে দুর্গাপুরের অন্য একটি নার্সিংহোমে ভরতি করা হয় । সেখানেই আজ মৃত্যু হয় শ্রীমতি হেমব্রমের । মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে ।

photo
শ্রীমতি হেমব্রমের ডেথ সার্টিফিকেট

এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার অবশ্য বলেন, " ডেঙ্গি বলেছে অথচ ডেথ সার্টিফিকেটে আরও কিছুও লেখা রয়েছে ৷ আগে দেখতে হবে ডায়গনসিস কীভাবে হয়েছে ৷ কারণ শুধু সেটা দেখতেই 3-5 দিন সময় লাগে ৷ সমস্ত পরীক্ষা কী কী পদ্ধতিতে হয়েছে তাও ভালো করে খতিয়ে দেখা শুরু হবে কাল থেকে ৷ এর সঙ্গে উপযুক্ত পদক্ষেপও নেওয়া হবে ৷ "

জামুড়িয়া, 12 জানুয়ারি : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার ৷ তাঁর নাম শ্রীমতি হেমব্রম (35) ৷ 31 ডিসেম্বর জ্বরে আক্রান্ত হন তিনি ৷ ঘটনাটি জামুড়িয়া হিজলগড়া পঞ্চায়েতের দরবারডাঙা গ্রামের আদিবাসী পাড়ার ৷

জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে দুর্গাপুরের অন্য একটি নার্সিংহোমে ভরতি করা হয় । সেখানেই আজ মৃত্যু হয় শ্রীমতি হেমব্রমের । মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে ।

photo
শ্রীমতি হেমব্রমের ডেথ সার্টিফিকেট

এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার অবশ্য বলেন, " ডেঙ্গি বলেছে অথচ ডেথ সার্টিফিকেটে আরও কিছুও লেখা রয়েছে ৷ আগে দেখতে হবে ডায়গনসিস কীভাবে হয়েছে ৷ কারণ শুধু সেটা দেখতেই 3-5 দিন সময় লাগে ৷ সমস্ত পরীক্ষা কী কী পদ্ধতিতে হয়েছে তাও ভালো করে খতিয়ে দেখা শুরু হবে কাল থেকে ৷ এর সঙ্গে উপযুক্ত পদক্ষেপও নেওয়া হবে ৷ "

Intro:জামুড়িয়ায় ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার ! মৃতের নাম শ্রীমতি হেমরম (৩৫)। জামুরিয়ায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।

জামুরিয়া হিজলগড়া পঞ্চায়েতের অন্তর্গত দরবারডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা শ্রীমতি হেমরম । গত 31 ডিসেম্বর অজানা জ্বরে আক্রান্ত হয় । প্রথমে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।পরে দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় । দুর্গাপুরে বেসরকারি নার্সিংহোমে আজ মৃত্যু হয় শ্রীমতি হেমরমের। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গির । জামুড়িয়ায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।Body:.Conclusion:.
Last Updated : Jan 12, 2020, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.