ETV Bharat / state

দুর্গাপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত মহিলা - দুর্গাপুরে অ্যাম্বুলেন্সের বেপরোয়া গতির বলি এক মহিলা

স্থানীয়দের অভিযোগ, পাণ্ডবেশ্বর- গৌরবাজার রাস্তায় আজ বেপরোয়া গতিতে একটি অ্যাম্বুলেন্স আসছিল । সেই সময়ই রসিকডাঙা গ্রামের বাসিন্দা বুনি বাউড়ি রেশন সামগ্রী আনতে রাস্তা পার হচ্ছিলেন । তখনই দ্রুত গতিতে থাকা অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে ৷

Woman killed by Ambulance in durgapur , west burdwan
দুর্গাপুরে অ্যাম্বুলেন্সের বেপরোয়া গতির বলি এক মহিলা
author img

By

Published : May 1, 2020, 5:04 PM IST

দুর্গাপুর, 1 মে : লকডাউন চলছে । ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার । নাম বুনি বাউড়ি (40) ৷ দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার গৌরবাজারের ঘটনা । ৷

স্থানীয়দের অভিযোগ, পাণ্ডবেশ্বর- গৌরবাজার রাস্তায় আজ বেপরোয়া গতিতে অ্যাম্বুলেন্সটি আসছিল । সেই সময়ই রসিকডাঙা গ্রামের বাসিন্দা বুনি বাউড়ি রেশন সামগ্রী আনতে রাস্তা পার হচ্ছিলেন । তখনই দ্রুতগতিতে থাকা অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে ৷ এরপর ওই অবস্থায় প্রায় 400 মিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় । আরও দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ এরপর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই মহিলা ৷ খবর পেয়ে আসে ফরিদপুর থানার পুলিশ । এরপর পুলিশ বুনি বাউড়িকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

ঘাতক অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার পর পালিয়ে যায় ৷ পরে চালক সহ অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

দুর্গাপুর, 1 মে : লকডাউন চলছে । ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার । নাম বুনি বাউড়ি (40) ৷ দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার গৌরবাজারের ঘটনা । ৷

স্থানীয়দের অভিযোগ, পাণ্ডবেশ্বর- গৌরবাজার রাস্তায় আজ বেপরোয়া গতিতে অ্যাম্বুলেন্সটি আসছিল । সেই সময়ই রসিকডাঙা গ্রামের বাসিন্দা বুনি বাউড়ি রেশন সামগ্রী আনতে রাস্তা পার হচ্ছিলেন । তখনই দ্রুতগতিতে থাকা অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে ৷ এরপর ওই অবস্থায় প্রায় 400 মিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় । আরও দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ এরপর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই মহিলা ৷ খবর পেয়ে আসে ফরিদপুর থানার পুলিশ । এরপর পুলিশ বুনি বাউড়িকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

ঘাতক অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার পর পালিয়ে যায় ৷ পরে চালক সহ অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.