ETV Bharat / state

পানাগড় স্টেশনে সেনা জওয়ানদের নজরদারি - যাত্রীদের লাগেজে তল্লাশি

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পানাগড় রেল স্টেশনে সকাল থেকেই  চলছে বিশেষ নজরদারি ৷

panagarh
পানাগড় স্টেশন
author img

By

Published : Jan 26, 2020, 12:19 PM IST

পানাগড় ,26 জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পানাগড় রেল স্টেশনে সকাল থেকেই চলছে বিশেষ নজর দারি ৷ পানাগড় রেল স্টেশন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ স্টেশন চত্বরে নজর রাখছে রেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা ৷ সকাল থেকেই পানাগড় স্টেশন চত্বর ও এই স্টেশনে দাঁড়ানো ট্রেনগুলির দিকে নজরদারি চালাতে দেখা যায় সেনাবাহিনীকে ৷ চলছে টহলদারি ৷

অন্যদিকে গতকাল সন্ধ্যা থেকেই দুর্গাপুর স্টেশনে চলে রেলপুলিশের তল্লাশি ৷ যাত্রীদের লাগেজে তল্লাশি চালানোর সঙ্গে পুলিশ কুকুর নিয়ে স্টেশন চত্বর ও ট্রেনের কামরায় তল্লাশি চালানো হয় ৷
যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় যাতে এতটুকুও ফাঁক না থাকে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ৷

সাধারণতন্ত্র দিবসে নাশকতামূলক কাজ রুখতেই যে এই বিশেষ নজরদারি তা স্পষ্ট ৷

পানাগড় ,26 জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পানাগড় রেল স্টেশনে সকাল থেকেই চলছে বিশেষ নজর দারি ৷ পানাগড় রেল স্টেশন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ স্টেশন চত্বরে নজর রাখছে রেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা ৷ সকাল থেকেই পানাগড় স্টেশন চত্বর ও এই স্টেশনে দাঁড়ানো ট্রেনগুলির দিকে নজরদারি চালাতে দেখা যায় সেনাবাহিনীকে ৷ চলছে টহলদারি ৷

অন্যদিকে গতকাল সন্ধ্যা থেকেই দুর্গাপুর স্টেশনে চলে রেলপুলিশের তল্লাশি ৷ যাত্রীদের লাগেজে তল্লাশি চালানোর সঙ্গে পুলিশ কুকুর নিয়ে স্টেশন চত্বর ও ট্রেনের কামরায় তল্লাশি চালানো হয় ৷
যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় যাতে এতটুকুও ফাঁক না থাকে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ৷

সাধারণতন্ত্র দিবসে নাশকতামূলক কাজ রুখতেই যে এই বিশেষ নজরদারি তা স্পষ্ট ৷

Intro:26.1.20 প্রজাতন্ত্র দিবস তাই পানাগড় রেল স্টেশনে চলছে সকাল থেকেই বিশেষ নজর দারি । স্টেশন চত্ত্বরে নজর রাখছে রেল পুলিশের সাথে সেনা বাহিনীরাও জওয়ানরাও।সকাল থেকেই পানাগড় স্টেশন চত্বর ও এই স্টেশনে দাঁড়ানো ট্রেনগুলির দিকে নজরদারি চালাতে দেখা গেল সেনাবাহিনীকেও।অন্যদিকে গতকাল সন্ধ্যা থেকেই দুর্গাপুর স্টেশনে রেলপুলিশের তল্লাশি চলে।যাত্রীদের লাগেজে তল্লাশি চালানোর সাথে সাথে পুলিশ কুকুর নিয়েও চালানো হয় তল্লাশি।।প্রজাতন্ত্র দিবসে নাশকতা মুলক কাজকর্ম রুখতেই যে এই বিশেষ নজরদারি তা স্পষ্ট।Body:তConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.