ETV Bharat / state

Drinking Water Problem : দুর্গাপুরে জল সঙ্কটে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা - west-burdwan

রাস্তার ধারে লাগানো হয়েছিল পানীয় জলের কল ৷ এক দুটো নয় বেশ কয়েকটি কল লাগানো হয়েছিল জল সঙ্কট মেটাতে ৷ কিন্তু আজও সেই কল দিয়ে পড়ে না জল৷ কারণ নীল-সাদা বিল্ডিংয়ের পাম্পিং স্টেশনগুলিতে আজও শুরু হয়নি কাজ ৷ কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাথরডিহি,আদিবাসী অধ্যুষিত মাঝিপাড়া সহ আশপাশের এলাকার গ্রামগুলির অবস্থা এরকম ।

Durgapur
দুর্গাপুরে জল সঙ্কটে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা
author img

By

Published : Aug 19, 2021, 8:07 AM IST

দুর্গাপুর, 18 অগস্ট: দীর্ঘদিনের জলসঙ্কট মেটাতে 2017-18 আর্থিক বছরে প্রায় দু'লক্ষ টাকার কাছাকাছি খরচ করে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছিল কাঁকসার গোপালপুর,পাথরডিহি, সারেঙ্গা সহ বেশকিছু গ্রামে । পাইপ লাইন বসানোর পাশাপাশি জলের পাম্পিং মেশিন বসানোর জন্য তৈরি হয়েছিল নীল-সাদা রঙের বেশকিছু ঘরও । প্রতিশ্রুতি ছিল এই পাম্পিং স্টেশনগুলি থেকে পাইপ লাইন দিয়ে গ্রামগুলিতে পৌঁছে যাবে পানীয় জল, মিটবে জল সঙ্কট । কিন্তু গ্রামগুলিতে জলসঙ্কট মেটা তো দূরস্ত বরং এই ঘরগুলি 2017-18 সালে তৈরি হলেও কাজের কাজ কিছুই হয়নি ৷ আজও সেই পাম্পিং স্টেশনগুলি শুরু করা যায়নি ৷ কার্যত জলেই গিয়েছে সরকারি প্রকল্পের টাকা ।

রাস্তার ধারে লাগানো হয়েছিল পানীয় জলের কল ৷ এক দুটো নয় বেশ কয়েকটি কল লাগানো হয়েছিল জল সঙ্কট মেটাতে ৷ কিন্তু আজও সেই কল দিয়ে পড়ে না জল৷ কারণ নীল-সাদা বিল্ডিংয়ের পাম্পিং স্টেশনগুলিতে আজও শুরু হয়নি কাজ ৷ ফলে কলগুলি দিয়ে পড়ে না জলের ধারা । কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাথরডিহি,আদিবাসী অধ্যুষিত মাঝিপাড়া সহ আশপাশের এলাকার গ্রামগুলির অবস্থা একই রকম ৷ ফলে পানীয় জলের সমস্যা তীব্রতর হয়েছে গ্রামগুলিতে । এলাকার মানুষের ভরসা বলতে গুটিকয়েক টিউবয়েল৷ কিন্তু অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় সেগুলিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ে ৷ তখন হয় দূর থেকে জল এনে খেতে হয় নচেৎ জল কিনে খেতে হয় গ্রামের বাসিন্দাদের । তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, "এরকম কোনও জলের সমস্যা নেই এই পাম্পিং স্টেশনগুলিতে৷ এই পাম্পিং স্টেশনগুলি থেকে এলাকায় পানীয় জল সরবরাহ ঠিকই হয় । "

দুর্গাপুরে জল সঙ্কটে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা

আরও পড়ুন: ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে ইট-জুতো

এখন দেখার কতদিনে পশ্চিম বর্ধমানের কাঁকসা লাগোয়া গ্রামের বাসিন্দারা তীব্র জলসঙ্কট থেকে মুক্তি পায় ৷ যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় আশ্বাস দিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করতে হবে ৷

দুর্গাপুর, 18 অগস্ট: দীর্ঘদিনের জলসঙ্কট মেটাতে 2017-18 আর্থিক বছরে প্রায় দু'লক্ষ টাকার কাছাকাছি খরচ করে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছিল কাঁকসার গোপালপুর,পাথরডিহি, সারেঙ্গা সহ বেশকিছু গ্রামে । পাইপ লাইন বসানোর পাশাপাশি জলের পাম্পিং মেশিন বসানোর জন্য তৈরি হয়েছিল নীল-সাদা রঙের বেশকিছু ঘরও । প্রতিশ্রুতি ছিল এই পাম্পিং স্টেশনগুলি থেকে পাইপ লাইন দিয়ে গ্রামগুলিতে পৌঁছে যাবে পানীয় জল, মিটবে জল সঙ্কট । কিন্তু গ্রামগুলিতে জলসঙ্কট মেটা তো দূরস্ত বরং এই ঘরগুলি 2017-18 সালে তৈরি হলেও কাজের কাজ কিছুই হয়নি ৷ আজও সেই পাম্পিং স্টেশনগুলি শুরু করা যায়নি ৷ কার্যত জলেই গিয়েছে সরকারি প্রকল্পের টাকা ।

রাস্তার ধারে লাগানো হয়েছিল পানীয় জলের কল ৷ এক দুটো নয় বেশ কয়েকটি কল লাগানো হয়েছিল জল সঙ্কট মেটাতে ৷ কিন্তু আজও সেই কল দিয়ে পড়ে না জল৷ কারণ নীল-সাদা বিল্ডিংয়ের পাম্পিং স্টেশনগুলিতে আজও শুরু হয়নি কাজ ৷ ফলে কলগুলি দিয়ে পড়ে না জলের ধারা । কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাথরডিহি,আদিবাসী অধ্যুষিত মাঝিপাড়া সহ আশপাশের এলাকার গ্রামগুলির অবস্থা একই রকম ৷ ফলে পানীয় জলের সমস্যা তীব্রতর হয়েছে গ্রামগুলিতে । এলাকার মানুষের ভরসা বলতে গুটিকয়েক টিউবয়েল৷ কিন্তু অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় সেগুলিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ে ৷ তখন হয় দূর থেকে জল এনে খেতে হয় নচেৎ জল কিনে খেতে হয় গ্রামের বাসিন্দাদের । তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, "এরকম কোনও জলের সমস্যা নেই এই পাম্পিং স্টেশনগুলিতে৷ এই পাম্পিং স্টেশনগুলি থেকে এলাকায় পানীয় জল সরবরাহ ঠিকই হয় । "

দুর্গাপুরে জল সঙ্কটে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা

আরও পড়ুন: ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে ইট-জুতো

এখন দেখার কতদিনে পশ্চিম বর্ধমানের কাঁকসা লাগোয়া গ্রামের বাসিন্দারা তীব্র জলসঙ্কট থেকে মুক্তি পায় ৷ যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় আশ্বাস দিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.