ETV Bharat / state

তৈরি হয়নি নর্দমা অথচ আড়াই কোটি খরচের খতিয়ান, তদন্তের দাবি গ্রামবাসীদের - corruption of making sewer

রাস্তার পাশে প্রস্তর ফলকে উল্লেখ রয়েছে নর্দমা তৈরির সমস্ত খতিয়ান ৷ অথচ বর্তমানে অস্তিত্ব নেই নর্দমার ৷ নর্দমা তৈরির জন্য বরাদ্দ লাখ লাখ টাকা উধাও ৷ তদন্তের দাবিতে সরব অন্ডালের উখড়া গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা ৷

এই খতিয়ান ফলক ঘিরেই বিক্ষোভ
author img

By

Published : Aug 19, 2019, 9:33 PM IST

Updated : Aug 19, 2019, 10:52 PM IST

অন্ডাল, 19 অগাস্ট: নর্দমা তৈরির নামে দুর্নীতির অভিযোগ ৷ রাস্তার পাশে প্রস্তর ফলকে উল্লেখ রয়েছে নর্দমা তৈরির সমস্ত খতিয়ান ৷ অথচ বর্তমানে অস্তিত্ব নেই নর্দমার ৷ পঞ্চায়েত সদস্যা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান - বিষয়টি সম্পর্কে অজ্ঞাত সকলে ৷ নর্দমা তৈরির জন্য বরাদ্দ লাখ লাখ টাকা উধাও ৷ তদন্তের দাবিতে সরব অন্ডালের উখড়া গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা ৷

দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কোনও কাজ হয়নি এলাকায় ৷ রাস্তা কাঁচা, নেই পাকা নর্দমাও ৷ রাস্তায় নেই ল্যাম্পপোস্ট ৷ এলাকায় পাকা নর্দমা না থাকায় বর্ষায় রাস্তা যেন জলাশয় হয়ে ওঠে । বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও মিলেছে শুধুই আশ্বাস ৷ এরইমধ্যে গতকাল স্থানীয়রা দেখেন পাড়ার শেষপ্রান্তে নর্দমা তৈরির তথ্য সম্বলিত একটি সরকারি খতিয়ান-ফলক ৷ যা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে সংশয় ৷ খতিয়ানে স্পষ্ট উল্লেখ রয়েছে, স্থানীয় ফুটবল মাঠ থেকে ICDS কেন্দ্র পর্যন্ত নর্দমা তৈরির বিশদ তথ্য ৷ NREGS প্রকল্পে নির্মিত এই নর্দমা তৈরিতে খরচ হয়েছে 2 কোটি 23 লাখ 4 হাজার 300 টাকা । কাজ শুরু হয় চলতি বছরের 26 জুন ৷ কাজটির মোট শ্রমদিবস 1108 ৷ নর্দমা নেই, অথচ তার কাজের সমস্ত খতিয়ান সংক্রান্ত ফলক দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ গোটা ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ৷

আরও পড়ুন: ATM-এ কার্ড হাতিয়ে প্রতারণা, অভিযুক্তদের ধরাল CCTV ফুটেজ

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানের দাবি বিষয়টি নিয়ে তাঁরা কিছুই জানেন না ৷ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল বলেন, "নর্দমা তৈরির একটি প্রস্তাব কিছু দিন আগেই পঞ্চায়েতে জমা করা হয়েছে ৷ গ্রামসভার বৈঠকেও নর্দমা তৈরির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে ৷ তবে ওই এলাকায় নর্দমা তৈরি হয়েছে কিনা জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখব ৷" অন্যদিকে, উখড়া পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ বলেন,"ঘটনাটি আমার জানা নেই ৷ কারা বোর্ড লাগিয়েছে, কাজ হয়েছে কি না, তদন্ত করে দেখব । কোনও দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে ৷ "

অন্ডাল, 19 অগাস্ট: নর্দমা তৈরির নামে দুর্নীতির অভিযোগ ৷ রাস্তার পাশে প্রস্তর ফলকে উল্লেখ রয়েছে নর্দমা তৈরির সমস্ত খতিয়ান ৷ অথচ বর্তমানে অস্তিত্ব নেই নর্দমার ৷ পঞ্চায়েত সদস্যা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান - বিষয়টি সম্পর্কে অজ্ঞাত সকলে ৷ নর্দমা তৈরির জন্য বরাদ্দ লাখ লাখ টাকা উধাও ৷ তদন্তের দাবিতে সরব অন্ডালের উখড়া গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা ৷

দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কোনও কাজ হয়নি এলাকায় ৷ রাস্তা কাঁচা, নেই পাকা নর্দমাও ৷ রাস্তায় নেই ল্যাম্পপোস্ট ৷ এলাকায় পাকা নর্দমা না থাকায় বর্ষায় রাস্তা যেন জলাশয় হয়ে ওঠে । বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও মিলেছে শুধুই আশ্বাস ৷ এরইমধ্যে গতকাল স্থানীয়রা দেখেন পাড়ার শেষপ্রান্তে নর্দমা তৈরির তথ্য সম্বলিত একটি সরকারি খতিয়ান-ফলক ৷ যা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে সংশয় ৷ খতিয়ানে স্পষ্ট উল্লেখ রয়েছে, স্থানীয় ফুটবল মাঠ থেকে ICDS কেন্দ্র পর্যন্ত নর্দমা তৈরির বিশদ তথ্য ৷ NREGS প্রকল্পে নির্মিত এই নর্দমা তৈরিতে খরচ হয়েছে 2 কোটি 23 লাখ 4 হাজার 300 টাকা । কাজ শুরু হয় চলতি বছরের 26 জুন ৷ কাজটির মোট শ্রমদিবস 1108 ৷ নর্দমা নেই, অথচ তার কাজের সমস্ত খতিয়ান সংক্রান্ত ফলক দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ গোটা ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ৷

আরও পড়ুন: ATM-এ কার্ড হাতিয়ে প্রতারণা, অভিযুক্তদের ধরাল CCTV ফুটেজ

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানের দাবি বিষয়টি নিয়ে তাঁরা কিছুই জানেন না ৷ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল বলেন, "নর্দমা তৈরির একটি প্রস্তাব কিছু দিন আগেই পঞ্চায়েতে জমা করা হয়েছে ৷ গ্রামসভার বৈঠকেও নর্দমা তৈরির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে ৷ তবে ওই এলাকায় নর্দমা তৈরি হয়েছে কিনা জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখব ৷" অন্যদিকে, উখড়া পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ বলেন,"ঘটনাটি আমার জানা নেই ৷ কারা বোর্ড লাগিয়েছে, কাজ হয়েছে কি না, তদন্ত করে দেখব । কোনও দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে ৷ "

Intro:ড্রেন নির্মাণের নামে দুর্নীতির অভিযোগ ॥
অন্ডাল-
রাস্তার পাশে লাগানো হয়েছে নর্দমা নির্মাণের সরকারি সাইনবোর্ড। তাতে লেখা রয়েছে নর্দমা নির্মাণের সম্পুর্ণ তথ্য । মোট খরচ , শ্রমদিবস নির্মাণ কাজ শুরু হওয়ার তারিখ । অর্থাৎ খাতায় কলমে নর্দমা নির্মান হয়েছে কয়েক লক্ষ টাকা ব্যায়ে কিন্তু বাস্তবে নর্দমার চিহ্নমাত্র নেই।স্থানীয় পঞ্চায়েত সদস্যা থেকে পঞ্চায়েত প্রধান কেও জানেন না নর্দমা হয়েছে কিনা।তাহলে এতগুলো টাকা গেল কোথায়? এর তদন্তের দাবিতে সরব হয়েছেন অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতের জামাই পাড়ার বাসিন্দারা ।

উখরা জামাইপাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে এই পাড়ায় উন্নয়নমূলক কোনও কাজই হয়নি। রাস্তা কাঁচা , পাকা নর্দমা নেই । এই বর্ষায় কাঁচা রাস্তা আগাছায় ভরে যায় ।সাপ,বিষাক্ত কীটপতঙ্গ এর উপদ্রব বাড়ছে ।সন্ধ্যার পরে পথবাতিহীন এই আগাছাপুর্ন রাস্তায় প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। পাকা নর্দমা না থাকায় সারা রাস্তা জলাশয় হয়ে ওঠে । যার ফলে রয়েছে মাছি,মশার উপদ্রবও । পঞ্চায়েতে বার বার জানিয়েও মিলেছে শুধুই আশ্বাস কিন্তু বাস্তবে এলাকায় উন্নয়নের কাজ কিছুই হয়নি । এর মাঝে আবার রবিবার স্থানীয়রা দেখেন পাড়ার শেষ প্রান্তে নর্দমা নির্মাণের তথ্য সম্বলিত একটি সরকারি বোর্ড বসানো হয়েছে।আর সেই বোর্ডকে ঘিরে পাড়ার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে সংশয় । এখানে স্পষ্ট করে লেখা রয়েছে স্থানীয় ফুটবল মাঠ থেকে আই সি ডি এস স্কুল পর্যন্ত নর্দমা নির্মানের বিশদ তথ্য । NREGS প্রকল্পে নির্মিত এই নর্দমার নির্মাণের খরচ ২,২৩,৪৩,০০টাকা । কাজ শুরুর তারিখ ২৬/৬/১৯ এবং কাজটিতে শ্রমদিবস ১১০৮, মঙ্গলবার সকালে পাড়ার বাসিন্দারা ডিসপ্লে বোর্ড দেখে হতবাক । স্থানীয় বাসিন্দা কাজলি ঘোষ, জিতেন দে রা জানান এই পাড়াতে কোন পাকা নর্দমাই তৈরি হয়নি । অথচ সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হল?নর্দমা নির্মাণ না করে কেন এবং কারা এই বোর্ড লাগালো? এই প্রশ্ন যেমন তারা তুলেছেন, তেমনই গোটা ঘটনাটি তদন্তের দাবিতেও সরব হয়েছেন এলাকা বাসী । পঞ্চায়েত প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথাতেও ধোঁয়াশা। উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা ঘোষ বলেন," ঘটনাটি আমার জানা নেই । কারা বোর্ড লাগিয়েছে ,কাজ হয়েছে কি হয়নি , তদন্ত করে দেখব । কোনও দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে"" বলে আশ্বাস দেন তিনি । স্থানীয় টিএমসি র পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল জানান, "নর্দমা নির্মাণের একটি প্রস্তাব আমি পঞ্চায়েতে জমা করেছি কিছু দিন আগে । কিন্তু সেখানে নর্দমা নির্মাণ হয়েছে কি না জানা নেই। খোঁজ নিয়ে দেখব । ""নর্দমানির্মানের তথ্য সম্বলিত বোর্ড তাহলে লাগালেন কারা?স্থানীয় পঞ্চায়েত সদস্যা জানেন না, পঞ্চায়েত প্রধানের অজানা।তাহলে এই "" ভুতুড়ে নর্দমা""যা না হয়েও তার হিসাব প্রকাশ্যে এলো তার টাকা গেল কোথায়??উত্তর খুঁজছেন জামাই পাড়ার বাসিন্দারা।Body:হConclusion:হ
Last Updated : Aug 19, 2019, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.