অন্ডাল, 19 অগাস্ট: নর্দমা তৈরির নামে দুর্নীতির অভিযোগ ৷ রাস্তার পাশে প্রস্তর ফলকে উল্লেখ রয়েছে নর্দমা তৈরির সমস্ত খতিয়ান ৷ অথচ বর্তমানে অস্তিত্ব নেই নর্দমার ৷ পঞ্চায়েত সদস্যা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান - বিষয়টি সম্পর্কে অজ্ঞাত সকলে ৷ নর্দমা তৈরির জন্য বরাদ্দ লাখ লাখ টাকা উধাও ৷ তদন্তের দাবিতে সরব অন্ডালের উখড়া গ্রামের জামাইপাড়ার বাসিন্দারা ৷
দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কোনও কাজ হয়নি এলাকায় ৷ রাস্তা কাঁচা, নেই পাকা নর্দমাও ৷ রাস্তায় নেই ল্যাম্পপোস্ট ৷ এলাকায় পাকা নর্দমা না থাকায় বর্ষায় রাস্তা যেন জলাশয় হয়ে ওঠে । বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও মিলেছে শুধুই আশ্বাস ৷ এরইমধ্যে গতকাল স্থানীয়রা দেখেন পাড়ার শেষপ্রান্তে নর্দমা তৈরির তথ্য সম্বলিত একটি সরকারি খতিয়ান-ফলক ৷ যা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে সংশয় ৷ খতিয়ানে স্পষ্ট উল্লেখ রয়েছে, স্থানীয় ফুটবল মাঠ থেকে ICDS কেন্দ্র পর্যন্ত নর্দমা তৈরির বিশদ তথ্য ৷ NREGS প্রকল্পে নির্মিত এই নর্দমা তৈরিতে খরচ হয়েছে 2 কোটি 23 লাখ 4 হাজার 300 টাকা । কাজ শুরু হয় চলতি বছরের 26 জুন ৷ কাজটির মোট শ্রমদিবস 1108 ৷ নর্দমা নেই, অথচ তার কাজের সমস্ত খতিয়ান সংক্রান্ত ফলক দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ গোটা ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী ৷
আরও পড়ুন: ATM-এ কার্ড হাতিয়ে প্রতারণা, অভিযুক্তদের ধরাল CCTV ফুটেজ
যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানের দাবি বিষয়টি নিয়ে তাঁরা কিছুই জানেন না ৷ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল বলেন, "নর্দমা তৈরির একটি প্রস্তাব কিছু দিন আগেই পঞ্চায়েতে জমা করা হয়েছে ৷ গ্রামসভার বৈঠকেও নর্দমা তৈরির বিষয়টি নথিভুক্ত করা হয়েছে ৷ তবে ওই এলাকায় নর্দমা তৈরি হয়েছে কিনা জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখব ৷" অন্যদিকে, উখড়া পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ বলেন,"ঘটনাটি আমার জানা নেই ৷ কারা বোর্ড লাগিয়েছে, কাজ হয়েছে কি না, তদন্ত করে দেখব । কোনও দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে ৷ "