ETV Bharat / state

দুর্গাপুরে পুলিশকর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক ব্যক্তি - hanging body

এক পুলিশকর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

suicide
author img

By

Published : Feb 23, 2019, 7:27 AM IST

দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারি : এক পুলিশকর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। মৃতের নাম তন্দ্রা ঘোষ (৩৯)।


দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী। তাঁদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কাজ করেন। গতকাল সকালে যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক প্রতিবেশী। A জ়োন ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পুলিশ আসে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

গতকাল মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভায় সুব্রত ঘোষ কর্তব্যরত ছিলেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জি নামে এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় মুখার্জি উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে, তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কী সম্পর্ক ছিল? DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন,” সঞ্জয় মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে। মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।" বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষের সাথে কম মেলামেশা করতেন। তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবাক বাসিন্দারা।।

undefined

দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারি : এক পুলিশকর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। মৃতের নাম তন্দ্রা ঘোষ (৩৯)।


দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী। তাঁদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কাজ করেন। গতকাল সকালে যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক প্রতিবেশী। A জ়োন ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পুলিশ আসে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

গতকাল মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভায় সুব্রত ঘোষ কর্তব্যরত ছিলেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জি নামে এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় মুখার্জি উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে, তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কী সম্পর্ক ছিল? DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন,” সঞ্জয় মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে। মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।" বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষের সাথে কম মেলামেশা করতেন। তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবাক বাসিন্দারা।।

undefined
Intro:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 Body:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 Conclusion:এক পুলিশকর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। মৃতার নাম তন্দ্রা ঘোষ(৩৯ বছর)। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্গাপুর থানার বেনাচিতি মহিষ্কাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ ও তাঁর স্ত্রী তন্দ্রাদেবী।তাদের এক সন্তান আছে। সুব্রত ঘোষ আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়ান্দা বিভাগে দুর্গাপুরেই কর্মরত আছেন। শুক্রবার সকালে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই ঘরে তন্দ্রাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কেও। এজোন ফাঁড়ির পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে ঘটনাস্থলে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি আসেন ওই বাড়িতে। এরপর পুলিশ তন্দ্রা ঘোষের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।আজ মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে সরকারি সভা থাকার কারনে সুব্রত ঘোষ সেখানে কর্তব্যরত ছিলেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অন্ডাল থানার উখরা থেকে সঞ্জয় মুখার্জী নামে এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে সঞ্জয় মুখার্জী উখরায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রশ্ন উঠছে তন্দ্রা ঘোষের সাথে এই সঞ্জয়বাবুর কি সম্পর্ক ছিল? ডিসিপ(পূর্ব) অভিষেক মোদি জানান যে,” সঞ্জয় মুখার্জীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কি কারনে আত্মঘাতী তা তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।""বেনাচিতি এলাকায় দীর্ঘদিন বসবাসরত তন্দ্রা মুখার্জি এলাকার মানুষদের সাথে কম মেলামেশা করলেও তিনি কি কারনে এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে হতবার ওই এলাকার বাসিন্দারা।।
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.