ETV Bharat / bharat

বর্ষবরণের উপহার ! সাদা চাদরে ঢাকবে ভূস্বর্গ - KASHMIR SHOW FALL

কাশ্মীরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে ৷ জানিয়ে দিল আবহাওয়া দফতর ৷

Kashmir Braces For More Snowfall From January 1
বুধবার, 31 জানুয়ারি, 2024, উত্তর কাশ্মীরের তাংমার্গ এলাকায়, তাজা তুষারপাতের মধ্যে লোকেরা একটি সেতুর উপর দিয়ে হাঁটছে ((পিটিআই))
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 5:11 PM IST

শ্রীনগর, 29 ডিসেম্বর: বছরের শেষে তুষারপাতে ঢাকল কাশ্মীর ৷ স্থানীয় আবহাওয়া বিভাগের রবিবারের পূর্বাভাস বলছে, নতুন বছরে আরও বৃষ্টিপাতের পাশাপাশি দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ধারাবাহিকভাবে উপত্যকায় আঘাত হানবে ৷ আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই বছরের শেষ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে । 1-2 জানুয়ারিতে একটি পশ্চিমী ঝড় জম্মু ও কাশ্মীরে আঘাত হানবে বলে পূর্বাভাস ৷ যার প্রভাবে উপত্যকায় 1 জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত তুষারপাত হবে ।

3-6 জানুয়ারি আরেকটি মাঝারি পশ্চিমী ঝড় উপত্যকায় আছড়ে পড়বে ৷ যার প্রভাবে কাশ্মীরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে ৷

পর্যটকদের জন্য পরামর্শ

আবহাওয়া বিভাগ 30 এবং 31 ডিসেম্বরের মধ্যে বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের জন্য কিছু পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে যে তুষারপাত এবং হিমাঙ্কের তাপমাত্রার পরিপ্রেক্ষিতে, সমতল এবং উচ্চতর অঞ্চলে রাস্তাগুলিতে বরফ পড়ে পিছল হয়ে যাবে । ফলে পর্যটকদের যাত্রা শুরু করার আগে ট্রাফিক নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে ।

শুক্রবার কাশ্মীর উপত্যকায় মরশুমের প্রথম বড় তুষারপাত হয়েছে ৷ তারমধ্যেই বৃষ্টিপাত যানবাহন চলাচলকে প্রভাবিত করেছে ৷ বন্ধ ছিল বিদ্যুৎ সঞ্চালন এবং পানীয় জল সরবরাহও ।

Snowfall
বর্ষবরণের উপহার (ANI)

দিনভর বন্ধ থাকার পর খুলেছে জম্মু-শ্রীনগর হাইওয়ে

270 কিলোমিটার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক রবিবার তুষারপাতের কারণে বন্ধ ছিল ৷ 24 ঘণ্টা পর যানবাহন চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়েছে ৷ মুঘল রোড, সিন্থান পাস, সোনামার্গ-কারগিল আন্তঃ-কেন্দ্রশাসিত অঞ্চল রোড এবং ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও বন্ধ ছিল ।

Snowfall
সাদা চাদরে ঢাকবে ভূস্বর্গ (ANI)

শ্রীনগর বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা পুনরায় চালু হয়েছে

ভারী তুষারপাতের কারণে একদিনের জন্য স্থগিত থাকার পরে রবিবার শ্রীনগর বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে । শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, রানওয়েগুলি তুষারমুক্ত হওয়ার পরে ফের বিমান চলাচল শুরু হয় ৷

আরও পড়ুন

শ্রীনগর, 29 ডিসেম্বর: বছরের শেষে তুষারপাতে ঢাকল কাশ্মীর ৷ স্থানীয় আবহাওয়া বিভাগের রবিবারের পূর্বাভাস বলছে, নতুন বছরে আরও বৃষ্টিপাতের পাশাপাশি দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ধারাবাহিকভাবে উপত্যকায় আঘাত হানবে ৷ আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই বছরের শেষ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে । 1-2 জানুয়ারিতে একটি পশ্চিমী ঝড় জম্মু ও কাশ্মীরে আঘাত হানবে বলে পূর্বাভাস ৷ যার প্রভাবে উপত্যকায় 1 জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত তুষারপাত হবে ।

3-6 জানুয়ারি আরেকটি মাঝারি পশ্চিমী ঝড় উপত্যকায় আছড়ে পড়বে ৷ যার প্রভাবে কাশ্মীরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে ৷

পর্যটকদের জন্য পরামর্শ

আবহাওয়া বিভাগ 30 এবং 31 ডিসেম্বরের মধ্যে বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের জন্য কিছু পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে যে তুষারপাত এবং হিমাঙ্কের তাপমাত্রার পরিপ্রেক্ষিতে, সমতল এবং উচ্চতর অঞ্চলে রাস্তাগুলিতে বরফ পড়ে পিছল হয়ে যাবে । ফলে পর্যটকদের যাত্রা শুরু করার আগে ট্রাফিক নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে ।

শুক্রবার কাশ্মীর উপত্যকায় মরশুমের প্রথম বড় তুষারপাত হয়েছে ৷ তারমধ্যেই বৃষ্টিপাত যানবাহন চলাচলকে প্রভাবিত করেছে ৷ বন্ধ ছিল বিদ্যুৎ সঞ্চালন এবং পানীয় জল সরবরাহও ।

Snowfall
বর্ষবরণের উপহার (ANI)

দিনভর বন্ধ থাকার পর খুলেছে জম্মু-শ্রীনগর হাইওয়ে

270 কিলোমিটার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক রবিবার তুষারপাতের কারণে বন্ধ ছিল ৷ 24 ঘণ্টা পর যানবাহন চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়েছে ৷ মুঘল রোড, সিন্থান পাস, সোনামার্গ-কারগিল আন্তঃ-কেন্দ্রশাসিত অঞ্চল রোড এবং ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও বন্ধ ছিল ।

Snowfall
সাদা চাদরে ঢাকবে ভূস্বর্গ (ANI)

শ্রীনগর বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা পুনরায় চালু হয়েছে

ভারী তুষারপাতের কারণে একদিনের জন্য স্থগিত থাকার পরে রবিবার শ্রীনগর বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে । শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, রানওয়েগুলি তুষারমুক্ত হওয়ার পরে ফের বিমান চলাচল শুরু হয় ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.