ETV Bharat / state

Prophet Remarks Row : অভিনব প্রতিবাদ কাঁকসায়, পুষ্পবৃষ্টি করে পুলিশকে ধন্যবাদ - পুষ্পবৃষ্টি করে পুলিশকে ধন্যবাদ

বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একযোগে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ করে শান্তিপূর্ণ মিছিল করল কাঁকসায় (Prophet Remarks Row)৷ পুষ্পবৃষ্টি করা হল পুলিশে ওপর এবং তাদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া (unique protest in Kanksa)।

unique protest in Kanksa on Prophet Remarks Row
Prophet Remarks Row
author img

By

Published : Jun 13, 2022, 2:45 PM IST

দুর্গাপুর, 13 জুন : নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । পথে নেমে, রাস্তা আটকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় । কিন্তু এবার এক অভিনব প্রতিবাদ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকায় (unique protest in Kanksa)।

বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একযোগে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ করে শান্তিপূর্ণ মিছিল করল কাঁকসায় ৷ দেওয়া হল শান্তির বার্তা । এরপর পুষ্পবৃষ্টি করা হল পুলিশের ওপর এবং তাদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া ।

কাঁকসায় পুলিশের ওপর করা হল পুষ্পবৃষ্টি

প্রশাসনের কাছে আবেদন করা হয়, যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের শাস্তি দিতে হবে ৷ আর দেখতে হবে, যাতে রাজ্য ও কাঁকসার সব মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন ৷ ‌আগামিদিনে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ না তৈরি হয়, সেদিকেও যেন প্রশাসন নজর দেয় এবং সকলের কাছে এই আবেদন রাখে এলাকার মানুষ (Prophet Remarks Row)।

আরও পড়ুন : Prophet Remarks Row : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা

এদিন মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় । পিলু খান ও পল্লব বন্দ্যোপাধ্যায় মতো মানুষরা কাঁকসার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে, সেই আবেদন কাঁকসা প্রশাসনের কাছে রাখেন ।

দুর্গাপুর, 13 জুন : নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । পথে নেমে, রাস্তা আটকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় । কিন্তু এবার এক অভিনব প্রতিবাদ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকায় (unique protest in Kanksa)।

বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একযোগে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ করে শান্তিপূর্ণ মিছিল করল কাঁকসায় ৷ দেওয়া হল শান্তির বার্তা । এরপর পুষ্পবৃষ্টি করা হল পুলিশের ওপর এবং তাদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া ।

কাঁকসায় পুলিশের ওপর করা হল পুষ্পবৃষ্টি

প্রশাসনের কাছে আবেদন করা হয়, যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের শাস্তি দিতে হবে ৷ আর দেখতে হবে, যাতে রাজ্য ও কাঁকসার সব মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন ৷ ‌আগামিদিনে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ না তৈরি হয়, সেদিকেও যেন প্রশাসন নজর দেয় এবং সকলের কাছে এই আবেদন রাখে এলাকার মানুষ (Prophet Remarks Row)।

আরও পড়ুন : Prophet Remarks Row : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা

এদিন মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় । পিলু খান ও পল্লব বন্দ্যোপাধ্যায় মতো মানুষরা কাঁকসার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে, সেই আবেদন কাঁকসা প্রশাসনের কাছে রাখেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.