ETV Bharat / state

"কাটমানি নিয়েছেন আসানসোলের সাংসদ", ফেসবুকে ট্রোলড বাবুল সুপ্রিয় - Union Minister trolled

আসানসোলে যাত্রীদের জন্য একটি শেড তৈরি করা হয়েছে বাবুল সুপ্রিয়ের সাংসদ কোটার টাকায় । খরচ হয়েছে 7 লাখ 71 হাজার টাকার কিছু বেশি । বাসস্ট্যান্ডের ওই শেডের ফলকের ছবি ফেসবুকে শেয়ার করে ট্রোলড করা হয়েছে ।

বাসস্ট্যান্ডের শেড
author img

By

Published : Jul 9, 2019, 2:01 PM IST

আসানসোল, 9 জুলাই : তহবিলের টাকায় নির্মিত বাসস্ট্যান্ডের শেড তৈরির জন্য কাটমানি নিয়েছেন আসানসোলের সাংসদ। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ উঠল এমনটাই । এরপরই সোশাল মিডিয়া তোলপাড় হয়ে ওঠে তৃণমূলকর্মীদের পোস্টে । বাবুল সুপ্রিয় দ্বিতীয়বার ভোটে জেতার পর যাত্রীদের অপেক্ষার জন্য এই শেডটি নির্মাণ করা হয় । ফলকে লেখা রয়েছে 7 লাখ 71 হাজার 419 টাকা ব্যয়ে শেডটি তৈরি হয়েছে ।

ওই ফলকটি নিয়েই সাংসদকে ট্রোল করছেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, এত টাকা খরচ করে এত ছোট একটা যাত্রী আচ্ছাদন বানানো হয়েছে। নিশ্চয়ই কাটমানি নিয়েছেন সাংসদ। অবশ্য তৃণমূল কর্মীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর প্রতিক্রিয়া, "সাংসদ তহবিলের টাকার কাজ সাংসদ নিজে করে না, করে রাজ্যেরই কোন প্রশাসনিক সংস্থা"।

গত দু'দিন ফেসবুকে দুটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি যাত্রীদের জন্য একটি শেড তৈরি করা হয়েছে বাবুল সুপ্রিয়ের সাংসদ তহবিল টাকায় । খরচ হয়েছে 7 লাখ 71 হাজার টাকার কিছু বেশী । বাসস্ট্যান্ডের ওই শেডের ফলকের ছবি ফেসবুকে শেয়ার করে বলা হয়েছে "এত বেশি টাকায় এত ছোট শেড তৈরি হয়েছে , সাংসদ নিশ্চয়ই কাটমানি নিয়েছেন । "

নিয়মমাফিক তহবিলের টাকায় সাংসদ নিজে সরাসরি কাজ করতে পারেন না। এলাকাটি যে পুরনিগম বা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হবে সেই সংশ্লিষ্ট সংস্থাই মূলত কাজ করে । না হলে ADDA এর মত কোন রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা বা রাজ্য প্রশাসন কাজ করে । বাবুল সুপ্রিয় টাকা মঞ্জুর করলেও অনেক কাজ রাজ্য প্রশাসনের গড়িমসিতে আটকে রয়েছে এমন অভিযোগও দীর্ঘদিনের।


সোশাল মিডিয়ায় ট্রোল নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, "সাংসদের তহবিলের টাকায় কাজ তো সাংসদ নিজে করেন না । রাজ্যের কোনও সংস্থা এটা করে- এটাই তো জবাব। আর মানুষ তো টিএমছি (TMchhi)-র অপপ্রচারের জবাব দিয়েই দিয়েছে। আমি আর কিছু নাই বা বললাম। সেটা হজম করতে না পেরে তৃণমূল যে উলটো-পালটা বকছে সেটা বোঝাই যাচ্ছে।"

আসানসোল, 9 জুলাই : তহবিলের টাকায় নির্মিত বাসস্ট্যান্ডের শেড তৈরির জন্য কাটমানি নিয়েছেন আসানসোলের সাংসদ। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ উঠল এমনটাই । এরপরই সোশাল মিডিয়া তোলপাড় হয়ে ওঠে তৃণমূলকর্মীদের পোস্টে । বাবুল সুপ্রিয় দ্বিতীয়বার ভোটে জেতার পর যাত্রীদের অপেক্ষার জন্য এই শেডটি নির্মাণ করা হয় । ফলকে লেখা রয়েছে 7 লাখ 71 হাজার 419 টাকা ব্যয়ে শেডটি তৈরি হয়েছে ।

ওই ফলকটি নিয়েই সাংসদকে ট্রোল করছেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, এত টাকা খরচ করে এত ছোট একটা যাত্রী আচ্ছাদন বানানো হয়েছে। নিশ্চয়ই কাটমানি নিয়েছেন সাংসদ। অবশ্য তৃণমূল কর্মীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর প্রতিক্রিয়া, "সাংসদ তহবিলের টাকার কাজ সাংসদ নিজে করে না, করে রাজ্যেরই কোন প্রশাসনিক সংস্থা"।

গত দু'দিন ফেসবুকে দুটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি যাত্রীদের জন্য একটি শেড তৈরি করা হয়েছে বাবুল সুপ্রিয়ের সাংসদ তহবিল টাকায় । খরচ হয়েছে 7 লাখ 71 হাজার টাকার কিছু বেশী । বাসস্ট্যান্ডের ওই শেডের ফলকের ছবি ফেসবুকে শেয়ার করে বলা হয়েছে "এত বেশি টাকায় এত ছোট শেড তৈরি হয়েছে , সাংসদ নিশ্চয়ই কাটমানি নিয়েছেন । "

নিয়মমাফিক তহবিলের টাকায় সাংসদ নিজে সরাসরি কাজ করতে পারেন না। এলাকাটি যে পুরনিগম বা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হবে সেই সংশ্লিষ্ট সংস্থাই মূলত কাজ করে । না হলে ADDA এর মত কোন রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা বা রাজ্য প্রশাসন কাজ করে । বাবুল সুপ্রিয় টাকা মঞ্জুর করলেও অনেক কাজ রাজ্য প্রশাসনের গড়িমসিতে আটকে রয়েছে এমন অভিযোগও দীর্ঘদিনের।


সোশাল মিডিয়ায় ট্রোল নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, "সাংসদের তহবিলের টাকায় কাজ তো সাংসদ নিজে করেন না । রাজ্যের কোনও সংস্থা এটা করে- এটাই তো জবাব। আর মানুষ তো টিএমছি (TMchhi)-র অপপ্রচারের জবাব দিয়েই দিয়েছে। আমি আর কিছু নাই বা বললাম। সেটা হজম করতে না পেরে তৃণমূল যে উলটো-পালটা বকছে সেটা বোঝাই যাচ্ছে।"

Intro:বাবুলের যাত্রীশেডে কাটমানি প্রসঙ্গে ফেসবুক পোষ্ট ও বাবুলের হোয়াটস অ্যাপ কোটটা দিলাম। এগুলো কপির রেফারেন্সের জন্যই দেওয়া। এই স্ক্রিনশটগুলো পাবলিশ করবেন না।Body:বাবুলের যাত্রীশেডে কাটমানি প্রসঙ্গে ফেসবুক পোষ্ট ও বাবুলের হোয়াটস অ্যাপ কোটটা দিলাম। এগুলো কপির রেফারেন্সের জন্যই দেওয়া। এই স্ক্রিনশটগুলো পাবলিশ করবেন না।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.