আসানসোল, 17 সেপ্টেম্বর : বাড়ির সামনে 2 কিশোরকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ 2 কিশোরের নাম মুকেশ হাঁড়ি (15) ও পারভেজ আনসারি (15) ৷ তাদের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া 3 নম্বর কোলিয়ারি এলাকায় ৷
2 কিশোরের প্রতিবেশীরা বলেন, গতকাল সন্ধেয় ওই দুই কিশোর বাড়ির বাইরে বেরিয়েছিল ৷ দুষ্কৃতীরা এসে দু'জনকে লক্ষ্য করে গুলি চালায় । একজনের তলপেটে ও একজনের কোমরে গুলি লাগে । গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থানে আসে ৷
গুলিবিদ্ধ দুই কিশোরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তবে অবস্থা গুরুতর হওয়ায় তাদের তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । তবে ওই দুই কিশোরকে দুষ্কৃতীরা কেন খুনের চেষ্টা করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷