ETV Bharat / state

নিতুড়িয়ায় গুলিবিদ্ধ 2 কিশোর - গুলিবিদ্ধ কিশোর

পুরুলিয়ার নিতুড়িয়ায় 2 কিশোরকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ 2 কিশোরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখান থেকে তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

গুলিবিদ্ধ 2 কিশোর
author img

By

Published : Sep 17, 2019, 2:23 AM IST

আসানসোল, 17 সেপ্টেম্বর : বাড়ির সামনে 2 কিশোরকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ 2 কিশোরের নাম মুকেশ হাঁড়ি (15) ও পারভেজ আনসারি (15) ৷ তাদের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া 3 নম্বর কোলিয়ারি এলাকায় ৷

2 কিশোরের প্রতিবেশীরা বলেন, গতকাল সন্ধেয় ওই দুই কিশোর বাড়ির বাইরে বেরিয়েছিল ৷ দুষ্কৃতীরা এসে দু'জনকে লক্ষ্য করে গুলি চালায় । একজনের তলপেটে ও একজনের কোমরে গুলি লাগে । গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থানে আসে ৷

গুলিবিদ্ধ দুই কিশোরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তবে অবস্থা গুরুতর হওয়ায় তাদের তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । তবে ওই দুই কিশোরকে দুষ্কৃতীরা কেন খুনের চেষ্টা করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আসানসোল, 17 সেপ্টেম্বর : বাড়ির সামনে 2 কিশোরকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ 2 কিশোরের নাম মুকেশ হাঁড়ি (15) ও পারভেজ আনসারি (15) ৷ তাদের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া 3 নম্বর কোলিয়ারি এলাকায় ৷

2 কিশোরের প্রতিবেশীরা বলেন, গতকাল সন্ধেয় ওই দুই কিশোর বাড়ির বাইরে বেরিয়েছিল ৷ দুষ্কৃতীরা এসে দু'জনকে লক্ষ্য করে গুলি চালায় । একজনের তলপেটে ও একজনের কোমরে গুলি লাগে । গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থানে আসে ৷

গুলিবিদ্ধ দুই কিশোরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তবে অবস্থা গুরুতর হওয়ায় তাদের তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । তবে ওই দুই কিশোরকে দুষ্কৃতীরা কেন খুনের চেষ্টা করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:পারবেলিয়ায় দুই কিশোর গুলিবিদ্ধ

আসানসোল জেলা হাসপাতালে গুলিবিদ্ধ দুই কিশোরকে নিয়ে আসা হয় আজ রাতে। জানা গেছে তাদের নাম মুকেশ হাঁড়ি(১৫) এবং পারভেজ আনসারি(১৫)। তাদের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া ৩ নম্বর কোলিয়ারী এলাকায়। হাসপাতালে আসা তাদের প্রতিবেশীরা জানিয়েছেন, দুই কিশোর বাড়ি থেকে সন্ধ্যে বেলায় বাড়ির সামনে বেরিয়েছিল। পারবেলিয়া ৩ নম্বর কোলিয়ারি এলাকায় বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুজনকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। একজনের তলপেটে ও একজনের কোমরে গুলি লাগে। তাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তড়িঘড়ি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠান হয়। কি কারনে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.