জামুড়িয়া, 3 জুন : জামুড়িয়ার উপর দিয়ে যাওয়া 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা । কুনুস্তোরিয়া মোড়ের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত ট্রাকের চালক ও খালাসি ।
দুর্ঘটনাটি আজ ভোরের । স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় । ঘটনাস্থানে আসে জামুড়িয়া থানার পুলিশ । ট্রাকটিকে উদ্ধার জামুড়িয়া থানায় নিয়ে যায় । দুর্ঘটনার জেরে সকালে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ওই এলাকায় । পরে পুলিশ এসে জাতীয় সড়ককে যানজট মুক্ত করে ।
স্থানীয় বাসিন্দা মৃন্ময় চট্টোপাধ্যায় বলেন, "আজ ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 60 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে ট্রাকচালক ও খালাসি গুরুতর আহত হয় । তাদের রানিগঞ্জের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ।"