ETV Bharat / state

Trinamool Congress: আসানসোলের ঘটনায় শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়া বিচারপতিকেও দুষছে তৃণমূল - কুণাল ঘোষ

তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ, আদালতের রক্ষাকবচ পেয়ে বেপরোয়া আচরণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাই এর দায় যিনি তাঁকে রক্ষাকবচ দিয়েছেন, তিনিও উপেক্ষা করতে পারেন না । বৃহস্পতিবার এমনই দাবি করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

trinamool-congress-blames-judge-who-gave-respite-to-suvendu-adhikari-in-asansol-incident
Trinamool Congress: আসানসোলের ঘটনায় শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়া বিচারপতিকেও দুষছে তৃণমূল
author img

By

Published : Dec 15, 2022, 4:57 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আসানসোলের দুর্ঘটনায় (Asansol Accident) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকেও দুষছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তাও আবার সেই বিচারপতিকে যিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রক্ষাকবচ দিয়েছেন । বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, আদালতের রক্ষাকবচ পেয়েই বেপরোয়া আচরণ করছেন বিরোধী দলনেতা । কাজেই এর দায় যিনি তাঁকে রক্ষাকবচ দিয়েছেন তিনিও উপেক্ষা করতে পারেন না । কুণালের দাবি, এতে বেপরোয়া হয়ে উঠছেন বিরোধী দলনেতা । আইন মানছেন না ।

এদিন ওই নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক । তাঁর কথায়, ‘‘বিচার ব্যবস্থা ও বিচারপতিকে আমরা সম্মান করি । সাধারণ মানুষ বলেন হাইকোর্টে যাব । আমিও আমার আইনজীবীকে বলি, হাইকোর্টে পিটিশন দাও বা চলো সুপ্রিম কোর্টে (Supreme Court) যাই । একমাত্র শুভেন্দুর মুখে শোনা যায়, আমি নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে যাব । কেন, কীসের জন্য ? কোন কারণে বিচারপতির নাম গুরুত্ব পায় ?’’

তাঁর দাবি, ‘‘শুভেন্দুকে এমন আইন ভাঙার, আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার অধিকারটা কে দিচ্ছে ? ওর বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কে বলছে ? একজন বিচারপতি ওকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছেন । সে তো নিজে ভাবছে যা ইচ্ছে করব । তাই পুলিশকে না জানিয়ে এত বড় সভার আয়োজন করছে । মৃত্যুর জন্য দায়ী কে ? শুভেন্দু, বিজেপি (BJP), নাকি রক্ষাকবচ দিয়ে যিনি শুভেন্দুর মধ্যে এই বেপরোয়া মনোভাব তৈরি করেছেন তিনি ? তাঁকেই বা কেন দায়ী করা হবে না, সেটা ভেবে দেখা দরকার ।’’

ডিসেম্বর ধামাকা প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘ও বলেছিল 12 ডিসেম্বর । সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু হয়েছে । 14 ডিসেম্বর আবার আসানসোলে এই ঘটনা ঘটল । এটাই কি বলতে চেয়েছিল বিরোধী দলনেতা ?’’

আসানসোলের দুর্ঘটনাকে কেন্দ্র করে এদিন কুণাল ঘোষ দাবি করেছেন, ‘‘অবিলম্বে শুভেন্দু অধিকারী-সহ যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে হবে । অবিলম্বে এই ঘটনারও আমরা তদন্ত চাইছি । মানুষকে বিপদে ফেলে তাঁরা পালিয়ে গিয়েছেন । লোক হবে না জেনে কম্বল দেয় । মুখ দেখাতে পারবেন না, বলে পালিয়ে গিয়েছেন । একটা অ্যাম্বুল্যান্স কেন ছিল না । সারদা-নারদার টাকা নিয়েছো । তার জন্য কম্বল দিয়ে লোক টানছে । গাড়ি ঘুরিয়ে গেলেন না কেন ?’’

এদিন, দিলীপ ঘোষের মর্নিংওয়াক ও বক্তব্যকেও সমর্থন করেছেন এই তৃণমূল নেতা । তাঁর কথায়, ‘‘দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে আমাদের মতাদর্শগতভাবে পার্থক্য থাকতে পারে তবে একটা কথা বলতেই হবে মর্নিংওয়াক অত্যন্ত ভালো জিনিস । ওঁর জন্যই আমাদের আগেভাগে উঠতে হয় ।’’

আরও পড়ুন: আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় পুলিশি তদন্ত শুরু

কলকাতা, 15 ডিসেম্বর: আসানসোলের দুর্ঘটনায় (Asansol Accident) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকেও দুষছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তাও আবার সেই বিচারপতিকে যিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রক্ষাকবচ দিয়েছেন । বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, আদালতের রক্ষাকবচ পেয়েই বেপরোয়া আচরণ করছেন বিরোধী দলনেতা । কাজেই এর দায় যিনি তাঁকে রক্ষাকবচ দিয়েছেন তিনিও উপেক্ষা করতে পারেন না । কুণালের দাবি, এতে বেপরোয়া হয়ে উঠছেন বিরোধী দলনেতা । আইন মানছেন না ।

এদিন ওই নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক । তাঁর কথায়, ‘‘বিচার ব্যবস্থা ও বিচারপতিকে আমরা সম্মান করি । সাধারণ মানুষ বলেন হাইকোর্টে যাব । আমিও আমার আইনজীবীকে বলি, হাইকোর্টে পিটিশন দাও বা চলো সুপ্রিম কোর্টে (Supreme Court) যাই । একমাত্র শুভেন্দুর মুখে শোনা যায়, আমি নির্দিষ্ট বিচারপতির বেঞ্চে যাব । কেন, কীসের জন্য ? কোন কারণে বিচারপতির নাম গুরুত্ব পায় ?’’

তাঁর দাবি, ‘‘শুভেন্দুকে এমন আইন ভাঙার, আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার অধিকারটা কে দিচ্ছে ? ওর বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কে বলছে ? একজন বিচারপতি ওকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছেন । সে তো নিজে ভাবছে যা ইচ্ছে করব । তাই পুলিশকে না জানিয়ে এত বড় সভার আয়োজন করছে । মৃত্যুর জন্য দায়ী কে ? শুভেন্দু, বিজেপি (BJP), নাকি রক্ষাকবচ দিয়ে যিনি শুভেন্দুর মধ্যে এই বেপরোয়া মনোভাব তৈরি করেছেন তিনি ? তাঁকেই বা কেন দায়ী করা হবে না, সেটা ভেবে দেখা দরকার ।’’

ডিসেম্বর ধামাকা প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘ও বলেছিল 12 ডিসেম্বর । সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু হয়েছে । 14 ডিসেম্বর আবার আসানসোলে এই ঘটনা ঘটল । এটাই কি বলতে চেয়েছিল বিরোধী দলনেতা ?’’

আসানসোলের দুর্ঘটনাকে কেন্দ্র করে এদিন কুণাল ঘোষ দাবি করেছেন, ‘‘অবিলম্বে শুভেন্দু অধিকারী-সহ যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে হবে । অবিলম্বে এই ঘটনারও আমরা তদন্ত চাইছি । মানুষকে বিপদে ফেলে তাঁরা পালিয়ে গিয়েছেন । লোক হবে না জেনে কম্বল দেয় । মুখ দেখাতে পারবেন না, বলে পালিয়ে গিয়েছেন । একটা অ্যাম্বুল্যান্স কেন ছিল না । সারদা-নারদার টাকা নিয়েছো । তার জন্য কম্বল দিয়ে লোক টানছে । গাড়ি ঘুরিয়ে গেলেন না কেন ?’’

এদিন, দিলীপ ঘোষের মর্নিংওয়াক ও বক্তব্যকেও সমর্থন করেছেন এই তৃণমূল নেতা । তাঁর কথায়, ‘‘দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে আমাদের মতাদর্শগতভাবে পার্থক্য থাকতে পারে তবে একটা কথা বলতেই হবে মর্নিংওয়াক অত্যন্ত ভালো জিনিস । ওঁর জন্যই আমাদের আগেভাগে উঠতে হয় ।’’

আরও পড়ুন: আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় পুলিশি তদন্ত শুরু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.