রানীগঞ্জ, 24 অগস্ট : জমি রক্ষায় আন্দোলনে নামলেন রানীগঞ্জ রানিসায়ের কদমডাঙ্গা আদিবাসীরা। গতকাল ঝাঁটা,কাটারি, কুড়ুল, লাঠিসোটা নিয়ে আদিবাসী মহিলা ও পুরুষরা আন্দোলন করেন ৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের অভিযোগ জোর করে ফ্লাই অ্যাশ দিয়ে ভরাট করে জমি দখল করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন, অভিযুক্ত জমি ব্যবসায়ীরা ৷ তাঁদের বক্তব্য, তাঁরা নিজস্ব জায়গায় দোকানদারি করছেন। প্রসঙ্গত রবিবার দু'নম্বর জাতীয় সড়কের পাশে আদিবাসীদের জায়গা দখল করেছিলেন জমি-ব্যবসায়ীরা বলে অভিযোগ । যার জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটে ৷
যাঁরা জমি দখলকারীরা ঘটনাস্থলে পৌঁছালে আদিবাসী মহিলারা লাঠিসোটা, বাঁশ, তীর-ধনুক নিয়ে চড়াও হন। জমি মাফিয়াদের অস্থায়ী ঘর ভাঙচুর করেন আদিবাসীরা। বেধড়ক মারধর করা হয় জমি মাফিয়াদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাল্লা থানার পুলিশ বাহিনী।
আরও পড়ুন : Saayoni Ghosh : স্বার্থপরদের দলে জায়গা হবে না, একই সুর সায়নী-বিধানের
আদিবাসী মহিলারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে তাঁদের গ্রামের পাশে জলাশয় ভরাট করছিল জমি মাফিয়ারা। প্রতিবাদ করতে গেলে জমি মাফিয়ারা কোনও কথাই শোনেনি। পুলিশ প্রশাসনকে এর আগেও বিষয়টি নিয়ে জানানো হয়েছে ৷ জানানো হয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও। অন্যদিকে জমি দখলকারীদের বক্তব্য তাঁদের জমি নিজস্ব। তাঁরা আদিবাসীদের জায়গা দখল করেননি ৷