ETV Bharat / state

গ্যাস উত্তোলনে বিষাক্ত জল মিশছে নদীতে, চাষে ব্যাপক ক্ষতির অভিযোগ চাষিদের - farmers complained of extensive damage to crops in kanksa

কাঁকসার মলাদিঘির বিস্তীর্ণ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে আমন এবং বোরো ধান ও সর্ষে চাষ হয় । পাশাপাশি, বিভিন্ন সবজিরও চাষ হয়ে থাকে । ওই অঞ্চলে কুনুর নদীর উপর ভরসা করেই চাষবাস হয়ে থাকে এই জমিগুলিতে । কিন্তু বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার নোংরা জলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জল । অন্যদিকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজের জমি ৷

চাষে ব্যাপক ক্ষতির অভিযোগ চাষিদের
চাষে ব্যাপক ক্ষতির অভিযোগ চাষিদের
author img

By

Published : May 7, 2021, 4:18 PM IST

দুর্গাপুর,7 মে : বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা কাঁকসার মলানদীঘি এবং বিদবিহারের বিস্তীর্ণ অংশ থেকে সিবিএম গ্যাস উত্তোলনের কাজ করছে । গ্যাস উত্তোলনের সঙ্গে সঙ্গে বিষাক্ত মিথেন গ্যাস মিশ্রিত ভূ-গর্ভস্থ জল নির্গত হয়ে কুনুর নদীর জলে সঙ্গে মিশছে । ফলে বিষাক্ত হচ্ছে নদীর জল ৷ আর এই বিষাক্ত নদীর জলেই মলানদীঘি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে চাষ হচ্ছে ৷ এর জেরে ক্ষতি হচ্ছে চাষের ৷ এমনটাই অভিযোগ জানিয়েছেন চাষিরা ৷

কাঁকসার মলাদীঘির বিস্তীর্ণ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে আমন এবং বোরো ধান ও সর্ষে চাষ হয় । পাশাপাশি, বিভিন্ন সবজিরও চাষ হয়ে থাকে । ওই অঞ্চলে কুনুর নদীর উপর ভরসা করেই চাষবাস হয়ে থাকে এই জমিগুলিতে । কিন্তু বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার নোংরা জলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জল । অন্যদিকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজের জমি ৷ এমনটাই অভিযোগ চাষিদের ৷ নির্ধারিত সময়ের আগেই ধান পাকার মতো রং হয়ে যাচ্ছে এবং ফলন হচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছে তাঁরা ৷

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

চাষিদের অভিযোগ, একাধিকবার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থাকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ৷ শেষমেশ তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে । কাঁকসা থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান কৃষকরা । এই বিষয়ে কাঁকসার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রবোধ মুখোপাধ্যায় জানান, তাঁদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে । ওই গ্যাস উত্তোলন সংস্থা কেন ব্যবস্থা নিচ্ছে না, তা দেখা হচ্ছে ৷

দুর্গাপুর,7 মে : বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা কাঁকসার মলানদীঘি এবং বিদবিহারের বিস্তীর্ণ অংশ থেকে সিবিএম গ্যাস উত্তোলনের কাজ করছে । গ্যাস উত্তোলনের সঙ্গে সঙ্গে বিষাক্ত মিথেন গ্যাস মিশ্রিত ভূ-গর্ভস্থ জল নির্গত হয়ে কুনুর নদীর জলে সঙ্গে মিশছে । ফলে বিষাক্ত হচ্ছে নদীর জল ৷ আর এই বিষাক্ত নদীর জলেই মলানদীঘি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে চাষ হচ্ছে ৷ এর জেরে ক্ষতি হচ্ছে চাষের ৷ এমনটাই অভিযোগ জানিয়েছেন চাষিরা ৷

কাঁকসার মলাদীঘির বিস্তীর্ণ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বিঘা জমিতে আমন এবং বোরো ধান ও সর্ষে চাষ হয় । পাশাপাশি, বিভিন্ন সবজিরও চাষ হয়ে থাকে । ওই অঞ্চলে কুনুর নদীর উপর ভরসা করেই চাষবাস হয়ে থাকে এই জমিগুলিতে । কিন্তু বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার নোংরা জলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জল । অন্যদিকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজের জমি ৷ এমনটাই অভিযোগ চাষিদের ৷ নির্ধারিত সময়ের আগেই ধান পাকার মতো রং হয়ে যাচ্ছে এবং ফলন হচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছে তাঁরা ৷

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

চাষিদের অভিযোগ, একাধিকবার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থাকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ৷ শেষমেশ তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে । কাঁকসা থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান কৃষকরা । এই বিষয়ে কাঁকসার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রবোধ মুখোপাধ্যায় জানান, তাঁদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে । ওই গ্যাস উত্তোলন সংস্থা কেন ব্যবস্থা নিচ্ছে না, তা দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.