ETV Bharat / state

4 দিন পানীয় জল নেই, কুলটি বোরো অফিস ঘেরাও তৃণমূলের - TMC agitation

পানীয় জলের জন্য বিক্ষোভ । তৃণমূল কাউন্সিলরের প্রতিনিধিরা এসে ঘেরাও করেন কুলটি বোরো অফিস ।

TMC
কুলটি বোরো অফিস ঘেরাও তৃণমূলের
author img

By

Published : Oct 1, 2020, 7:32 PM IST

আসানসোল, 1 অক্টোবর : আসানসোল পৌরনিগমের শেষ বোর্ড মিটিংয়ে পৌরবোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধী কাউন্সিলররা । 24 ঘণ্টা পার না হতেই পানীয় জলের জন্য বিক্ষোভ কুলটি বোরো অফিসে । তৃণমূল কাউন্সিলরের প্রতিনিধিরা এসে ঘেরাও করেন কুলটি বোরো অফিস । পৌরনিগমের ইঞ্জিনিয়ারদেরও হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ।

তৃণমূল পরিচালিত পৌরবোর্ড । যে পৌরবোর্ডের আমলে সবচেয়ে বড় সাফল্য কুলটির 250 কোটি টাকার জল প্রকল্প । এইদিকে পৌরনিগমের 72 নম্বর ওয়ার্ডে চারদিন ধরে পানীয় জল আসছে না । এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিয়া চক্রবর্তীর স্বামী দুলাল চক্রবর্তী । তাঁর নেতৃত্বে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা ।

তাঁরা বোরো অফিসের গেট লাগিয়ে দেন বলে অভিযোগ । কাউকে ঢুকতে দেওয়া হয় না । দুই ইঞ্জিনিয়ারকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । যদিও হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা ।

কুলটি বোরো অফিস ঘেরাও তৃণমূলের

দুলাল চক্রবর্তী জানান, ইঞ্জিনিয়ারদের কারণেই চারদিন ধরে 72 নম্বর এলাকায় পানীয় জল নেই । অবিলম্বে কী সমস্যা আছে তা খুঁজে বের করে জল এনে দিতে হবে । আসানসোল পৌরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ পুর্ণশশী রায় জানান, গতকাল বোর্ড মিটিং ছিল । সেখানেও বিষয়টি কাউন্সিলর জানাননি । আমি আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ারদের খোঁজ নিতে বলেছি ।

আসানসোল, 1 অক্টোবর : আসানসোল পৌরনিগমের শেষ বোর্ড মিটিংয়ে পৌরবোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধী কাউন্সিলররা । 24 ঘণ্টা পার না হতেই পানীয় জলের জন্য বিক্ষোভ কুলটি বোরো অফিসে । তৃণমূল কাউন্সিলরের প্রতিনিধিরা এসে ঘেরাও করেন কুলটি বোরো অফিস । পৌরনিগমের ইঞ্জিনিয়ারদেরও হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ।

তৃণমূল পরিচালিত পৌরবোর্ড । যে পৌরবোর্ডের আমলে সবচেয়ে বড় সাফল্য কুলটির 250 কোটি টাকার জল প্রকল্প । এইদিকে পৌরনিগমের 72 নম্বর ওয়ার্ডে চারদিন ধরে পানীয় জল আসছে না । এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিয়া চক্রবর্তীর স্বামী দুলাল চক্রবর্তী । তাঁর নেতৃত্বে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা ।

তাঁরা বোরো অফিসের গেট লাগিয়ে দেন বলে অভিযোগ । কাউকে ঢুকতে দেওয়া হয় না । দুই ইঞ্জিনিয়ারকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । যদিও হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা ।

কুলটি বোরো অফিস ঘেরাও তৃণমূলের

দুলাল চক্রবর্তী জানান, ইঞ্জিনিয়ারদের কারণেই চারদিন ধরে 72 নম্বর এলাকায় পানীয় জল নেই । অবিলম্বে কী সমস্যা আছে তা খুঁজে বের করে জল এনে দিতে হবে । আসানসোল পৌরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ পুর্ণশশী রায় জানান, গতকাল বোর্ড মিটিং ছিল । সেখানেও বিষয়টি কাউন্সিলর জানাননি । আমি আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ারদের খোঁজ নিতে বলেছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.