ETV Bharat / state

Panchayat Elections 2023: ওড়িশাবাসীর মন পেতে এবার তৃণমূলের অভিনব উদ্যোগ, নজর কাড়ল দেওয়াল লিখন

পঞ্চায়েত নির্বাচনে ওড়িয়া ভাষাভাষী মানুষদের জন্য এবার ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন ৷ জামুরিয়া বিধানসভার খাস কেন্দা ভসকা ধাওরাতে শাসক শিবির তৃণমূলের অভিনব প্রচার ৷

Panchayat Elections 2023
Etv Bharat
author img

By

Published : Jul 4, 2023, 10:56 PM IST

দেওয়াল লিখনে অভিনব উদ্যোগ তৃণমূলের

জামুড়িয়া, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে এবার দেওয়াল লিখনেও তার ছাপ ধরা পড়েছে ৷ জামুরিয়া বিধানসভার খাস কেন্দা ভসকা ধাওরাতে 217 নম্বর বুথ এলাকায় ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন তৃণমূলের। কারণ একটাই, এলাকায় রয়েছেন 300 ভোটার, যারা ওড়িয়া ভাষাভাষী মানুষ। তৃণমূলের এমন উদ্যোগে খুশি স্থানীয় ওড়িয়া বাসিন্দারা।

জামুরিয়ার বুকে একখণ্ড ওড়িশা । বহু বছর আগে বেঙ্গল কোল কোম্পানির সময় অনেকগুলো ওড়িয়া পরিবার চাকরি সূত্রে জামুরিয়ার খাস কেন্দা এলাকায় এসেছিলেন। পরবর্তীকালে কয়লা শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হলে তারাও কোল ইন্ডিয়ার অন্তর্গত হয়ে থেকে যান। বর্তমানে প্রায় 300 ওড়িয়া বাসিন্দা রয়েছে ওই এলাকায়। আগে ওড়িয়া ভাষাভাষীদের জন্য একটি স্কুলও ছিল। কিন্তু সেখানে শিক্ষক না পাওয়া যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দারাও তাদের ছাত্র-ছাত্রীদের ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাচ্ছেন।

দীর্ঘদিন ধরে বাংলায় থাকার কারণে বাংলা ভাষা বলতে পারেন, কিন্তু বাংলা হরফে লেখা পড়তে পারেন না অনেকেই। আর তাই এবার ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে অন্যরকম উদ্যোগ শাসক শিবির তৃণমূলের। জামুড়িয়ার খাস কেন্দার ভসকা ধাওড়াতে 217 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুতুল বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে এলাকায় এবার পড়েছে ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন।

পুতুল বন্দোপাধ্যায় বলেন, "ওই এলাকায় বহু মানুষজন রয়েছেন যারা ওড়িয়া ভাষাভাষী। মানুষ বাংলা পড়তে পারেন না। তাই তাঁদের কাছে পরিষ্কার ভোটের বার্তা নিয়ে যাওয়ার জন্য ওড়িয়া ভাষায় লেখা।" অন্যদিকে ওই এলাকার তৃণমূল নেতা বিজয় বাউরি জানিয়েছেন, বেঙ্গল কোল কোম্পানির সময়কাল থেকে বহু ওড়িয়া ভাষাভাষী মানুষ এখানে রয়েছেন। যাঁরা বাংলা পড়তে পারেন না। তাঁদের জন্য এই অভিনব ভাবনা। নিজের মাতৃভাষায় প্রার্থীর নাম দেখে খুব খুশি এলাকাবাসীরাও।

আরও পড়ুন: নির্বাচন এখানে উৎসব! হানাহানির রাজনীতির মাঝে অন্য ছবি সালানপুরে

এলাকার বাসিন্দা কৃষ্ণ মহান্তি বলেন, "আমাদের অনেক পূর্বজ'রা রয়েছেন এখানে। তাঁরা বাংলা ভাষা পড়তে পারেন না। ওড়িয়া ভাষায় দেওয়াল লিখনের কারণে প্রার্থীর নাম পড়তে পারছেন তাঁরা। অনেক সুবিধা হয়েছে।"

দেওয়াল লিখনে অভিনব উদ্যোগ তৃণমূলের

জামুড়িয়া, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে এবার দেওয়াল লিখনেও তার ছাপ ধরা পড়েছে ৷ জামুরিয়া বিধানসভার খাস কেন্দা ভসকা ধাওরাতে 217 নম্বর বুথ এলাকায় ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন তৃণমূলের। কারণ একটাই, এলাকায় রয়েছেন 300 ভোটার, যারা ওড়িয়া ভাষাভাষী মানুষ। তৃণমূলের এমন উদ্যোগে খুশি স্থানীয় ওড়িয়া বাসিন্দারা।

জামুরিয়ার বুকে একখণ্ড ওড়িশা । বহু বছর আগে বেঙ্গল কোল কোম্পানির সময় অনেকগুলো ওড়িয়া পরিবার চাকরি সূত্রে জামুরিয়ার খাস কেন্দা এলাকায় এসেছিলেন। পরবর্তীকালে কয়লা শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হলে তারাও কোল ইন্ডিয়ার অন্তর্গত হয়ে থেকে যান। বর্তমানে প্রায় 300 ওড়িয়া বাসিন্দা রয়েছে ওই এলাকায়। আগে ওড়িয়া ভাষাভাষীদের জন্য একটি স্কুলও ছিল। কিন্তু সেখানে শিক্ষক না পাওয়া যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দারাও তাদের ছাত্র-ছাত্রীদের ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাচ্ছেন।

দীর্ঘদিন ধরে বাংলায় থাকার কারণে বাংলা ভাষা বলতে পারেন, কিন্তু বাংলা হরফে লেখা পড়তে পারেন না অনেকেই। আর তাই এবার ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে অন্যরকম উদ্যোগ শাসক শিবির তৃণমূলের। জামুড়িয়ার খাস কেন্দার ভসকা ধাওড়াতে 217 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুতুল বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে এলাকায় এবার পড়েছে ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন।

পুতুল বন্দোপাধ্যায় বলেন, "ওই এলাকায় বহু মানুষজন রয়েছেন যারা ওড়িয়া ভাষাভাষী। মানুষ বাংলা পড়তে পারেন না। তাই তাঁদের কাছে পরিষ্কার ভোটের বার্তা নিয়ে যাওয়ার জন্য ওড়িয়া ভাষায় লেখা।" অন্যদিকে ওই এলাকার তৃণমূল নেতা বিজয় বাউরি জানিয়েছেন, বেঙ্গল কোল কোম্পানির সময়কাল থেকে বহু ওড়িয়া ভাষাভাষী মানুষ এখানে রয়েছেন। যাঁরা বাংলা পড়তে পারেন না। তাঁদের জন্য এই অভিনব ভাবনা। নিজের মাতৃভাষায় প্রার্থীর নাম দেখে খুব খুশি এলাকাবাসীরাও।

আরও পড়ুন: নির্বাচন এখানে উৎসব! হানাহানির রাজনীতির মাঝে অন্য ছবি সালানপুরে

এলাকার বাসিন্দা কৃষ্ণ মহান্তি বলেন, "আমাদের অনেক পূর্বজ'রা রয়েছেন এখানে। তাঁরা বাংলা ভাষা পড়তে পারেন না। ওড়িয়া ভাষায় দেওয়াল লিখনের কারণে প্রার্থীর নাম পড়তে পারছেন তাঁরা। অনেক সুবিধা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.