দুর্গাপুর, 4 অগাস্ট : "দিদিকে বলো"-তে অভিযোগ জানালে বাড়িতে হামলা হবে ৷ সত্যি হল দুর্গাপুরের তৃণমূল কর্মী টোটন দাসের আশঙ্কা ৷ দলেরই দুই নেতার বিরুদ্ধে "দিদিকে বলো"-তে অভিযোগ জানানোর পরই আক্রান্ত হলেন তিনি ৷ চড়াও হয়ে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয় ৷
চুরি, অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে জড়িত INTTUC-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল ও তাঁর ঘনিষ্ঠ 4 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি ৷ এই অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখান টোটন ৷ সঙ্গে ছিলেন নুরুল হোতা নামে আরও এক তৃণমূল কর্মী ৷ তখন তাঁদের প্রশ্ন করা হয়, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য "দিদিকে বলো" কর্মসূচি চালু করেছে দল ৷ কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা টোল ফ্রি নম্বরে জানানোর কথা বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাহলে কেন সেখানে অভিযোগ জানাচ্ছেন না? জবাবে টোটন বলেন, "দিদিকে কী বলব ? আজ দিদিকে ফোন করে বলব ৷ কাল আমার বাড়িতে হামলা হবে ৷ তখন দিদি সামলাতে পারবেন ? আজ ঘরে গিয়ে মা-বোনকে যদি মেরে দেয় তখন দিদি সামলাতে পারবেন ? দিদি তাহলে ফোন নম্বরের সঙ্গে নিরাপত্তাও সুনিশ্চিত করুক ৷"
এই সংক্রান্ত আরও খরর : "দিদিকে বলো"-তে ফোনের পর হামলা হলে মুখ্যমন্ত্রী সামলাবে ? প্রশ্ন তৃণমূল কর্মীর
পরে অবশ্য "দিদিকে বলো"-তে অভিযোগ জানান টোটোন ৷ সেই মেসেজ নিয়ে কোকওভেন থানায় গেলে রাতের মধ্যে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেয় পুলিশ ৷ তার আগেই, গতকাল সন্ধ্যায় বিশ্বনাথ ও চন্দ্রশেখরের লোকজন টোটনের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয় ৷ টোটন বলেন, "(প্রতিবাদ করে) যদি চাকরি চলে যায়, মার খেতে হয়, তাহলে দিদির উপর ভরসা থাকবে আমাদের মতো সাধারণ মানুষের?" টোটনের মায়ের বক্তব্য, "যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব, আজ সেই গর্ব দুর্গাপুরের মাটিতে শেষ করে দিলেন দু'জন (বিশ্বনাথ ও চন্দ্রশেখর) ৷" তাঁর উপরও হামলা চালানো হতে পারে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি ৷ বলেন, "আজ ছেলের উপর অত্যাচার হয়েছে ৷ আমি (চন্দ্রশেখরের বাড়িতে) কাজে যাই, আমিও হয়তো কাল হারিয়ে যাব ৷"
এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর