ETV Bharat / state

লকডাউনের জেরে সমস্যায়, CPI(M) কর্মী-সমর্থকদের পাশে তৃণমূল

author img

By

Published : Apr 1, 2020, 12:10 PM IST

Updated : Apr 1, 2020, 1:57 PM IST

কোরোনা মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে CPI(M) কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । দুর্গাপুরে ধরা পড়ল সেই ছবি ।

Durgapur
দুর্গাপুর

দুর্গাপুর, 31 মার্চ : কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের । এর জেরে পিছনের সারিতে চলে গিয়েছে CAA, NRC সহ একাধিক ইশু । রাজনৈতিক মতপার্থক্য ভুলে একযোগে কোরোনা মোকাবিলায় কাজ করে চলেছেন সবাই । এমনই এক ছবি দেখা গেল দুর্গাপুরে । সমস্যায় পড়া এলাকার CPI(M) নেতা-কর্মীদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের । সঙ্গে ছিলেন অন্য CPI(M) কর্মীরাও ।

ডিসেম্বরের শেষে দিকে খবর আসতে থাকে যে, চিনের একটি ফল ও সবজির মার্কেট থেকে একটি ভাইরাস ছড়িয়েছে যাতে মৃত্যু হয়েছে একজনের । পরে ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে থাকে । জানুয়ারির শেষের দিকে জানা যায়, চিনের শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে এই ভাইরাসে । নাম কোরোনা বা COVID ১৯ । তখনও এর আঁচ তেমন একটা পড়েনি মধ্য প্রাচ্যের বাকি দেশগুলোতে । অ্যামেরিকায় তখন আক্রান্তের সংখ্যাটা মাত্র 1 । রাজ্যেও পৌরভোটের প্রস্তুতি নিচ্ছিল রাজনৈতিক দলগুলি । মার্চের 13 থেকে 15 তারিখ নাগাদ ঘোষণা হওয়ার কথা ছিল পৌরসভা ভোটের নির্ঘণ্ট । কিন্তু মার্চের শুরু থেকেই ভারতে এক এক করে কোরোনায় আক্রান্ত হওয়ায় অনিশ্চিত হতে শুরু করে পৌরভোটের ভবিষ্যৎ । একদিকে BJP- অভিযোগ, অন্যদিকে পালটা তৃণমূলের আক্রমণ । বাম-কংগ্রেসের আসন ভাগাভাগি । রাজনৈতিক কৌশল ও ভোটের আগে প্রচারের বিভিন্ন ইশু নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল রাজ্যের মূল চারটি রাজনৈতিক দল । কিন্তু কোরোনা-আতঙ্কে সব বন্ধ হয়ে যায় । ভেদাভেদ ভুলে কোরোনা মোকাবিলায় নামতে দেখা যায় তাদের ।

দুর্গাপুরেও ধরা পড়ল সেই ছবি । 20 নম্বর ওয়ার্ডের কয়েকজন CPI(M) কর্মী-সমর্থকরা লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন শুনেই সাহায্যের হাত বাড়ালেন 2 নম্বর বোরোর চেয়ারম্যান, তৃণমূলের রমাপ্রসাদ হালদার । CPI(M) কর্মী- সমর্থকদের চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করেন তিনি । সঙ্গে যোগ দেন এই ওয়ার্ডের বাকি CPI(M) নেতারাও । রমাপ্রসাদবাবু ও কয়েকজন CPI(M) নেতার যৌথ উদ্যোগে এই খাদ্য সামগ্রীর পাশাপাশি অত্যাবশকীয় কিছু পণ্যও গরিব CPI(M) কর্মী-সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় ।

এবিষয়ে স্থানীয় CPI(M) নেতা মানিক দাস ও তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, কোরোনা যুদ্ধ আজ সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে । রাজনৈতিক বিভেদ সরিয়ে রেখে এখন মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে । আর কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হবে ।

দুর্গাপুর, 31 মার্চ : কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের । এর জেরে পিছনের সারিতে চলে গিয়েছে CAA, NRC সহ একাধিক ইশু । রাজনৈতিক মতপার্থক্য ভুলে একযোগে কোরোনা মোকাবিলায় কাজ করে চলেছেন সবাই । এমনই এক ছবি দেখা গেল দুর্গাপুরে । সমস্যায় পড়া এলাকার CPI(M) নেতা-কর্মীদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের । সঙ্গে ছিলেন অন্য CPI(M) কর্মীরাও ।

ডিসেম্বরের শেষে দিকে খবর আসতে থাকে যে, চিনের একটি ফল ও সবজির মার্কেট থেকে একটি ভাইরাস ছড়িয়েছে যাতে মৃত্যু হয়েছে একজনের । পরে ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে থাকে । জানুয়ারির শেষের দিকে জানা যায়, চিনের শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে এই ভাইরাসে । নাম কোরোনা বা COVID ১৯ । তখনও এর আঁচ তেমন একটা পড়েনি মধ্য প্রাচ্যের বাকি দেশগুলোতে । অ্যামেরিকায় তখন আক্রান্তের সংখ্যাটা মাত্র 1 । রাজ্যেও পৌরভোটের প্রস্তুতি নিচ্ছিল রাজনৈতিক দলগুলি । মার্চের 13 থেকে 15 তারিখ নাগাদ ঘোষণা হওয়ার কথা ছিল পৌরসভা ভোটের নির্ঘণ্ট । কিন্তু মার্চের শুরু থেকেই ভারতে এক এক করে কোরোনায় আক্রান্ত হওয়ায় অনিশ্চিত হতে শুরু করে পৌরভোটের ভবিষ্যৎ । একদিকে BJP- অভিযোগ, অন্যদিকে পালটা তৃণমূলের আক্রমণ । বাম-কংগ্রেসের আসন ভাগাভাগি । রাজনৈতিক কৌশল ও ভোটের আগে প্রচারের বিভিন্ন ইশু নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল রাজ্যের মূল চারটি রাজনৈতিক দল । কিন্তু কোরোনা-আতঙ্কে সব বন্ধ হয়ে যায় । ভেদাভেদ ভুলে কোরোনা মোকাবিলায় নামতে দেখা যায় তাদের ।

দুর্গাপুরেও ধরা পড়ল সেই ছবি । 20 নম্বর ওয়ার্ডের কয়েকজন CPI(M) কর্মী-সমর্থকরা লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন শুনেই সাহায্যের হাত বাড়ালেন 2 নম্বর বোরোর চেয়ারম্যান, তৃণমূলের রমাপ্রসাদ হালদার । CPI(M) কর্মী- সমর্থকদের চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করেন তিনি । সঙ্গে যোগ দেন এই ওয়ার্ডের বাকি CPI(M) নেতারাও । রমাপ্রসাদবাবু ও কয়েকজন CPI(M) নেতার যৌথ উদ্যোগে এই খাদ্য সামগ্রীর পাশাপাশি অত্যাবশকীয় কিছু পণ্যও গরিব CPI(M) কর্মী-সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় ।

এবিষয়ে স্থানীয় CPI(M) নেতা মানিক দাস ও তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, কোরোনা যুদ্ধ আজ সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে । রাজনৈতিক বিভেদ সরিয়ে রেখে এখন মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে । আর কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হবে ।

Last Updated : Apr 1, 2020, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.