দুর্গাপুর, 29 এপ্রিল : BJP-র বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ তুললেন দুর্গাপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁই ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি ৷ ঘটনার খবর পেয়ে বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷
আজ সকাল থেকে দুর্গাপুর পৌরসভার নেতাজি নগর কলোনির 21 নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলছিল ৷ সেইসময় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁইয়ের কাছে ভোটগ্রহণ পর্ব ধীরগতিতে চলার খবর আসে ৷ তিনি খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান ৷ অভিযোগ, তিনি গিয়ে দেখেন BJP-র কিছু বহিরাগত ছেলে বুথ জ্যাম করে রেখেছে ৷ সেখান থেকে তাদের বের করে দিতে চাইলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় ওই কাউন্সিলরের ৷ বচসার সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি ৷