ETV Bharat / state

বহিরাগতদের দিয়ে বুথ জ্যাম হয়েছে , অভিযোগ তৃণমূলের - polling booth

জ্যাম করা হয়েছে বুথ ৷ অভিযোগ দুর্গাপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের

জ্যাম করা হয়েছে 21 নম্বর ওয়ার্ডের বুথ
author img

By

Published : Apr 29, 2019, 6:06 PM IST

Updated : Apr 29, 2019, 7:47 PM IST

দুর্গাপুর, 29 এপ্রিল : BJP-র বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ তুললেন দুর্গাপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁই ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি ৷ ঘটনার খবর পেয়ে বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

শুনুন তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁই

আজ সকাল থেকে দুর্গাপুর পৌরসভার নেতাজি নগর কলোনির 21 নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলছিল ৷ সেইসময় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁইয়ের কাছে ভোটগ্রহণ পর্ব ধীরগতিতে চলার খবর আসে ৷ তিনি খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান ৷ অভিযোগ, তিনি গিয়ে দেখেন BJP-র কিছু বহিরাগত ছেলে বুথ জ্যাম করে রেখেছে ৷ সেখান থেকে তাদের বের করে দিতে চাইলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় ওই কাউন্সিলরের ৷ বচসার সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি ৷

দুর্গাপুর, 29 এপ্রিল : BJP-র বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ তুললেন দুর্গাপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁই ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি ৷ ঘটনার খবর পেয়ে বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

শুনুন তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁই

আজ সকাল থেকে দুর্গাপুর পৌরসভার নেতাজি নগর কলোনির 21 নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলছিল ৷ সেইসময় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভুঁইয়ের কাছে ভোটগ্রহণ পর্ব ধীরগতিতে চলার খবর আসে ৷ তিনি খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান ৷ অভিযোগ, তিনি গিয়ে দেখেন BJP-র কিছু বহিরাগত ছেলে বুথ জ্যাম করে রেখেছে ৷ সেখান থেকে তাদের বের করে দিতে চাইলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় ওই কাউন্সিলরের ৷ বচসার সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি ৷

Intro:সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় এই রাজ্যের আরো অনেকগুলো জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে রাত পোহালেই।

এবার নির্বাচনের আগে থেকেই ভোট কর্মীরা আওয়াজ তোলেন বুথে বুথে চাই কেন্দ্রীয় বাহিনী। তবেই তারা ভোট করতে যাবেন। জেলায় জেলায় ভোট কর্মীদের এমন আওয়াজ শোনা যায়। কমিশনের পক্ষ থেকেও বারবার বলা হয় এবার সিংহভাগ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর মহকুমার বুথে বুথে ভোট কর্মীরা এসে পৌঁছতে শুরু করেছেন। রাত পোহালেই নির্বাচন। সিটি সেন্টারের বিদ্যাসাগর স্কুলের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় । উল্লেখযোগ্য বিষয় হল ভোট কর্মীরা এসে পৌঁছনোর আগেই এখানে মজুদ রয়েছে কেন্দ্রীয় বাহিনী । বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের জওয়ানরা রয়েছেন এখানে আটটি বুথের দায়িত্বে ।দুর্গাপুর ( পুর্ব ), দুর্গাপুর ( পশ্চিম ) , পান্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভার কিছুটা এবং গলসী বিধানসভার বেশ কিছু এলাকা দুর্গাপুর মহকুমার অন্তর্ভুক্ত। আবার দুর্গাপুর মহকুমার একটি ছোট অংশ পড়ে বীরভুম জেলার বোলপুর লোকসভা আসনের মধ্যেও। দুর্গাপুর মহকুমায় মোট ভোটার প্রায় সাড়ে এগারো লক্ষ । মোট বুথের সংখ্যা ১২০০ । মহকুমা শাসক অনির্বান কোলে জানালেন যে প্রায় ৯৫ % বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট কর্মী থাকবেন বুথের দায়িত্বে । রিজার্ভে থাকবেন আরও এক হাজার কর্মী।তবে কেন্দ্রীয় বাহিনী প্রায় সব ভোটগ্রহন কেন্দ্রগুলিতে পৌছেছেন।স্বাভাবিকভাবেই খুশি ভোটকর্মীরা।তারা এমনটাই দাবী জানিয়ে আসছিলেন বারংবার।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 29, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.