পাণ্ডবেশ্বর, 1 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পাণ্ডবেশ্বর ECL-র ডাঙাল কলোনির আবাসন এলাকা ৷ BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাধিক বাড়ি, মোটরসাইকেল, টিভি সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ৷ এছাডা়ও বেশ কয়েকজন এই ঘটনার জেরে আক্রান্তও হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷
সোমবার ভোটে পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটে ৷ BJP প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা ৷ তারপরই গতকাল সকাল থেকে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা ৷
ECL-র আবাসন এলাকার পবন কুমার মাহাত বলেন, "হঠাৎ দশ জন ছেলে মোটরসাইকেলে করে এসে বলে, BJP-কে ভোট দিবি ৷ BJP করবি ৷ তারপরই তারা ভাঙচুর চালাতে শুরু করে ৷ এলাকার কয়েকজন যুবককে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে । একাধিক বাড়িতে ভাঙচুর চালায় ৷ বাড়িতে থাকা টিভি, আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ৷ বেশ কয়েকজনের মোটরসাইকেলও ভাঙচুর করে ৷ এরপরই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷"
পুলিশ জানায়, আক্রান্ত ব্যক্তিরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷