ETV Bharat / state

BJP Candidate Attacked: পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূলের জয়ী প্রার্থী - তৃণমল

TMC Allegedly Attacks BJP Candidate: বিজেপির হয়ে ভোটে লড়া প্রার্থী ও তাঁর পরিবারের সদস্য়দের বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমলের বিরুদ্ধে ৷ পশ্চিম বর্ধমানের সালানপুরের ঘটনা ৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

BJP Candidate Attacked
BJP Candidate Attacked
author img

By

Published : Jul 29, 2023, 7:47 PM IST

পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূলের জয়ী প্রার্থী

সালানপুর, 29 জুলাই: ভোট পেরিয়ে গিয়েছে । দিকে দিকে তৃণমূল জয় লাভ করেছে । কিন্তু এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসা থামেনি । এবার সালানপুরের কালীতলা এলাকায় পঞ্চায়েতে বিজেপির হয়ে দাঁড়ানো প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল । অভিযোগের তির সালানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে । শনিবার আক্রান্ত পরিবারটির পাশে দাঁড়ান বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে । তাঁরা পরিবারটিকে নিয়ে সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন ।

সালানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হয়েছিলেন ঝর্ণা রুইদাস । তাঁর বাড়ি সালানপুর গ্রামের কালীতলা এলাকায় । ঝর্ণা রুইদাসের অভিযোগ, শনিবার সকালে তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা রুইদাসের নেতৃত্বে তৃণমূলের একদল দুষ্কৃতি তাঁর বাড়িতে এসে চড়াও হয় । অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দেওয়া হয় । প্রতিবাদ জানালে তাঁকে এবং তাঁর স্বামী, শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য লোকজনদের মারধর করা হয় ৷

তবে ঝর্ণা দেবী জানিয়েছেন, শুধু শনিবারই নয় ভোটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই তাঁর ওপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং অত্যাচার চলছেই । তাঁর বাড়ির সামনে বাজি পোড়ানো হচ্ছে । আরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে । বারবার হুমকি দেওয়া হচ্ছে তাঁদের এলাকাছাড়া করে দেওয়ার ।

শনিবার সেই রকমই হুমকি দিতে এলে প্রতিবাদ জানিয়েছিলেন ঝর্ণা । আর যার ফলে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতিরা বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ওই পরিবারটির পাশে দাঁড়াতে সালানপুরে যান আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে । তাঁরা গিয়ে ওই পরিবারটিকে নিয়ে সালানপুর থানায় লিখিত অভিযোগ করেন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টিকে তদন্ত করে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ভোট মিটতেই এলাকায় শাসকদলের সন্ত্রাস, প্রাণ বাঁচাতে পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের

অন্যদিকে যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা রুইদাস বলেন, "দুটি পরিবারের মধ্যে পাড়ায় পাড়ায় অশান্তি হচ্ছিল । আমি সেই অশান্তি থামাতে গিয়েছিলাম । আমাকেই উলটে মারধর করা হয়েছে । এই ঘটনায় কোনও রাজনীতি নেই ।"

পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূলের জয়ী প্রার্থী

সালানপুর, 29 জুলাই: ভোট পেরিয়ে গিয়েছে । দিকে দিকে তৃণমূল জয় লাভ করেছে । কিন্তু এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসা থামেনি । এবার সালানপুরের কালীতলা এলাকায় পঞ্চায়েতে বিজেপির হয়ে দাঁড়ানো প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল । অভিযোগের তির সালানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে । শনিবার আক্রান্ত পরিবারটির পাশে দাঁড়ান বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে । তাঁরা পরিবারটিকে নিয়ে সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন ।

সালানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হয়েছিলেন ঝর্ণা রুইদাস । তাঁর বাড়ি সালানপুর গ্রামের কালীতলা এলাকায় । ঝর্ণা রুইদাসের অভিযোগ, শনিবার সকালে তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা রুইদাসের নেতৃত্বে তৃণমূলের একদল দুষ্কৃতি তাঁর বাড়িতে এসে চড়াও হয় । অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দেওয়া হয় । প্রতিবাদ জানালে তাঁকে এবং তাঁর স্বামী, শাশুড়ি-সহ পরিবারের অন্যান্য লোকজনদের মারধর করা হয় ৷

তবে ঝর্ণা দেবী জানিয়েছেন, শুধু শনিবারই নয় ভোটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই তাঁর ওপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং অত্যাচার চলছেই । তাঁর বাড়ির সামনে বাজি পোড়ানো হচ্ছে । আরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে । বারবার হুমকি দেওয়া হচ্ছে তাঁদের এলাকাছাড়া করে দেওয়ার ।

শনিবার সেই রকমই হুমকি দিতে এলে প্রতিবাদ জানিয়েছিলেন ঝর্ণা । আর যার ফলে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতিরা বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ওই পরিবারটির পাশে দাঁড়াতে সালানপুরে যান আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দিলীপ দে । তাঁরা গিয়ে ওই পরিবারটিকে নিয়ে সালানপুর থানায় লিখিত অভিযোগ করেন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টিকে তদন্ত করে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ভোট মিটতেই এলাকায় শাসকদলের সন্ত্রাস, প্রাণ বাঁচাতে পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের

অন্যদিকে যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা রুইদাস বলেন, "দুটি পরিবারের মধ্যে পাড়ায় পাড়ায় অশান্তি হচ্ছিল । আমি সেই অশান্তি থামাতে গিয়েছিলাম । আমাকেই উলটে মারধর করা হয়েছে । এই ঘটনায় কোনও রাজনীতি নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.