দুর্গাপুর, 23 জুন : পঞ্চায়েত নির্বাচনে মেলেনি জয় । তাই প্রতিজ্ঞা ছিল যতদিন না এলাকায় BJP জিতছে, ততদিন তাঁরা চুল-দাড়ি কাটবেন না । শেষমেশ লোকসভা নির্বাচনে দলের জয়ের হাত ধরেই ইতি হল তিন BJP কর্মীর সেই প্রতিজ্ঞার । শক্তি বাউরি, নাড়া বাউরি ও অজিত ঘোষ নামে ওই তিন কর্মীকে আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়া চুল-দাড়ি কেটে ফেলার নির্দেশ দেন । পাশাপাশি তাঁদের মালা পরিয়ে সম্মানও জানান তিনি ।
গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় শাসকদলের অত্যাচারে প্রার্থী দিতে পারেনি BJP । এমনকি BJP কর্মীদের অনেকে ভোটও দিতে পারেননি । তারপর বুদবুদ থানা এলাকার চাকতেঁতুল গ্রামের তিনজন BJP কর্মী প্রতিজ্ঞা করেছিলেন যে, এই এলাকায় যতদিন না BJP জিতছে, ততদিন তাঁরা চুল-দাড়ি কাটবেন না । শেষমেশ লোকসভা নির্বাচনে এসেছে জয় । আর তাই আজ গ্রামে এসে নিজের দলের কর্মীদের প্রতিজ্ঞা ভাঙার নির্দেশ দিলেন এস এস আলুওয়ালিয়া । নির্বাচনে জেতার পর এই প্রথম এলাকায় বিজয় মিছিলে যোগদান করেন তিনি ।
মিছিল শেষে গ্রামে একটি জনসভাও করেন এস এস আলুওয়ালিয়া । জনসভাতেই তিনি ওই তিন BJP কর্মীকে সম্মান জানান । যদিও এব্যাপারে বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সমরেশ ব্যানার্জি বলেন "BJP এখন তৃণমূলকে বদনামের চেষ্টা করছে । ওরা চটকদারি রাজনীতি করছে । তৃণমূল মানুষের সাথে ছিল, আছে আর থাকবে ।"