দুর্গাপুর, 11 অগাস্ট : দুর্গাপুর জনসভায় যাওয়ার পথে আক্রান্ত BJP কর্মীরা । ভাঙচুর করা হয় গাড়ি । অভিযোগ তৃণমূলের দিকে । ঘটনায় জখম তিন BJP কর্মী ।
আজ দুর্গাপুরের গান্ধি মোড়ে BJP-র একটি জনসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্য BJP নেতা-কর্মীরা । অভিযোগ, এই সভা বানচাল করতেই তৃণমূল হামলা চালায় । ভাঙচুর করে তাঁদের গাড়ি । এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "আমাদের কর্মীদের আটকাতে বাস ও গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল । এভাবে BJP-কে আটকানো যাবে না । এর বদলা বিধানসভাতে মানুষ নেবেই ।"
BJP-র আরও অভিযোগ, এই এলাকায় গতকাল BJP-র চিন্তন শিবির ছিল । উপস্থিত ছিলেন জেলার প্রথম সারির নেতৃত্বরা । রাতে সেখানে যাওয়ার সময় এক RSS কর্মীর মাথা ফাটিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । নিতেশ নায়েক নামের ওই কর্মী শিবিরে পৌঁছান রক্তাক্ত অবস্থায় । পরে তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । ফের আজকের এই ঘটনা । জখম তিন কর্মীরা পৌঁছাতেই পারেননি সভায় ।
যদিও তৃণমূলের পালটা অভিযোগ, BJP কর্মীরাই কমলপুরে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করেছে । সঙ্গেই কর্মীদের মারধরও করা হয় । তাঁদের আরও দাবি, BJP-তে নতুন আর পুরোনোর একটা লড়াই চলছে । সেই লড়াইয়েই ওই তিন BJP কর্মী জখম হয়েছেন ।