ETV Bharat / state

সভায় যাওয়ার পথে হামলা, জখম তিন BJP কর্মী

কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, মুকুল রায়ের জনসভা । উপস্থিত থাকতে পারলেন না তিন BJP কর্মী । সভায় যাওয়ার পথে কমলপুরের কাছে তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

জখম BJP কর্মী
author img

By

Published : Aug 11, 2019, 11:36 PM IST

দুর্গাপুর, 11 অগাস্ট : দুর্গাপুর জনসভায় যাওয়ার পথে আক্রান্ত BJP কর্মীরা । ভাঙচুর করা হয় গাড়ি । অভিযোগ তৃণমূলের দিকে । ঘটনায় জখম তিন BJP কর্মী ।

আজ দুর্গাপুরের গান্ধি মোড়ে BJP-র একটি জনসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্য BJP নেতা-কর্মীরা । অভিযোগ, এই সভা বানচাল করতেই তৃণমূল হামলা চালায় । ভাঙচুর করে তাঁদের গাড়ি । এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "আমাদের কর্মীদের আটকাতে বাস ও গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল । এভাবে BJP-কে আটকানো যাবে না । এর বদলা বিধানসভাতে মানুষ নেবেই ।"

BJP-র আরও অভিযোগ, এই এলাকায় গতকাল BJP-র চিন্তন শিবির ছিল । উপস্থিত ছিলেন জেলার প্রথম সারির নেতৃত্বরা । রাতে সেখানে যাওয়ার সময় এক RSS কর্মীর মাথা ফাটিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । নিতেশ নায়েক নামের ওই কর্মী শিবিরে পৌঁছান রক্তাক্ত অবস্থায় । পরে তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । ফের আজকের এই ঘটনা । জখম তিন কর্মীরা পৌঁছাতেই পারেননি সভায় ।

BJp durgapur
জনসভায় যাওয়ার পথে ভাঙচুর BJP কর্মীদের গাড়ি

যদিও তৃণমূলের পালটা অভিযোগ, BJP কর্মীরাই কমলপুরে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করেছে । সঙ্গেই কর্মীদের মারধরও করা হয় । তাঁদের আরও দাবি, BJP-তে নতুন আর পুরোনোর একটা লড়াই চলছে । সেই লড়াইয়েই ওই তিন BJP কর্মী জখম হয়েছেন ।

দুর্গাপুর, 11 অগাস্ট : দুর্গাপুর জনসভায় যাওয়ার পথে আক্রান্ত BJP কর্মীরা । ভাঙচুর করা হয় গাড়ি । অভিযোগ তৃণমূলের দিকে । ঘটনায় জখম তিন BJP কর্মী ।

আজ দুর্গাপুরের গান্ধি মোড়ে BJP-র একটি জনসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্য BJP নেতা-কর্মীরা । অভিযোগ, এই সভা বানচাল করতেই তৃণমূল হামলা চালায় । ভাঙচুর করে তাঁদের গাড়ি । এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "আমাদের কর্মীদের আটকাতে বাস ও গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল । এভাবে BJP-কে আটকানো যাবে না । এর বদলা বিধানসভাতে মানুষ নেবেই ।"

BJP-র আরও অভিযোগ, এই এলাকায় গতকাল BJP-র চিন্তন শিবির ছিল । উপস্থিত ছিলেন জেলার প্রথম সারির নেতৃত্বরা । রাতে সেখানে যাওয়ার সময় এক RSS কর্মীর মাথা ফাটিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । নিতেশ নায়েক নামের ওই কর্মী শিবিরে পৌঁছান রক্তাক্ত অবস্থায় । পরে তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । ফের আজকের এই ঘটনা । জখম তিন কর্মীরা পৌঁছাতেই পারেননি সভায় ।

BJp durgapur
জনসভায় যাওয়ার পথে ভাঙচুর BJP কর্মীদের গাড়ি

যদিও তৃণমূলের পালটা অভিযোগ, BJP কর্মীরাই কমলপুরে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করেছে । সঙ্গেই কর্মীদের মারধরও করা হয় । তাঁদের আরও দাবি, BJP-তে নতুন আর পুরোনোর একটা লড়াই চলছে । সেই লড়াইয়েই ওই তিন BJP কর্মী জখম হয়েছেন ।

Intro:দুর্গাপুরের গান্ধীমোড়ে বিজেপি র জনসভায় আসার সময় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা।ভাংচুর করা হল তাদের গাড়ি।অভিযোগ টিএমসি কর্মী সমর্থকদের আক্রমনের জেরে আহত তিনজন বিজেপি কর্মী।
আজ দুর্গাপুরের গান্ধীমোড়ে বিজেপি র একটি জনসভা ছিল।কৈলাশ বিজয়বর্গী,দিলীপ ঘোষ,অরবিন্দ মেনন,মুকুল রায়,রাহুল সিনহা সহ রাজ্যের প্রায় সব বিজেপি নেতারায় উপস্থিত থাকার কথা ছিল এই সভায়।কিন্তু টিএমসি ছেড়ে কয়েকজনকে বিজেপি র পতাকা ধরানো নিয়ে ধুন্দুমার কান্ডের জেরে এই সভা ভন্ডুল হয়ে যায়।এই সভাতেই আসছিলেন দুর্গাপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড পারুলিয়ার বেশ কিছু বিজেপি কর্মী।তারা একটি টাটা এসি গাড়ী নিয়ে আসছিল।অতর্কিতে কমলপুরে তাদের গাড়ি রাস্তায় আটকে এলোপাথাড়ি আক্রমন চালায় টিএমসি কর্মীরা বলে অভিযোগ।গাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মীকে বাঁশ লাঠি দিয়ে মারা হয় বলেও অভিযোগ। এরা আর সভায় এসে উপস্থিত হতে পারেনি।উল্লেখ্য এই কমলপুরেই গতকাল রাতে টি এম সি কর্মীরা নিতেশ নায়েক নামের এক আর এস এস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই কর্মী সিটিসেন্টার এ বিজেপি র চিন্তন।শিবিরে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের কাছে রক্তাক্ত অবস্থায় যান।পরে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।কমলপুরে বিজেপি র বিরুদ্ধে পালটা টিএমসি র কার্য্যালয়ে ভাংচুর চালানোসহ টিএমসি কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে।কাল রাত থেকেই কমলপুর উত্তপ্ত ছিল।আজ তার জেরেই বিজেপি কর্মীদের কে জনসভায় আসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিজেপি র পক্ষ থেকে লক্ষন ঘোড়ুই বলেন,""আমাদের কর্মীদের আটকাতে বাস ভাঙচুর,গাড়ি ভাঙচুর করেছে টিএমসি।এইভাবে বিজেপি কে আটকানো যাবেনা।এর বদলা বিধানসভা তে মানুষ নেবেই নেবে।""অন্যদিকে টিএমসি র পক্ষ থেকে বলা হয় বিজেপি তে নব্যবিজেপি ও পুরানো বিজেপি র লড়াই এটা।বিজেপি র আসল রুপ আজ সভা করা নিয়ে বেরিয়ে পড়েছে।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.