ETV Bharat / state

বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত চেকপোস্ট থেকে গ্রেপ্তার 3 ATM হ্যাকার - এটিএম হ্যাকার গ্রেপ্তার

গোপন সূত্রে খবর পেয়ে তিন জন ATM হ্যাকারকে গ্রেপ্তার করল পুলিশ । তারা প্রত্যেকেই জামতারার বাসিন্দা ।

arrested
ধৃত 3
author img

By

Published : Feb 25, 2020, 1:37 PM IST

কুলটি (আসানসোল), 25 ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডে পালাতে পারে কয়েকজন ATM হ্যাকার । গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে অভিযান শুরু । তাতেই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের নাম মহম্মদ শদরুদ্দিন, মহম্মদ মোবিন আনসারি, মহম্মদ মকবুল আনসারি ।

গতকাল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে, কয়েক জন ATM হ্যাকার রাজ্য থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করতে পারে । সেইমতো পুলিশ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে নাকা চেকিং শুরু করে । তখনই গভীর রাতে দুর্গাপুরের দিক থেকে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের । গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । তাতেই বেরিয়ে আসে ATM কার্ড, সিম কার্ড-সহ অন্যান্য সামগ্রী । গ্রেপ্তার করা হয় তিন জনকে ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে 22 টি ATM কার্ড, 26 টি সিম কার্ড-সহ নগদ 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছে । ধৃতরা প্রত্যেকেই জামতারার বাসিন্দা । এর আগেও ATM হ্যাকিং নিয়ে তদন্তে নেমে ঝাড়খণ্ডের জামতারার যোগসূত্র পেয়েছে বার বার । তাই পুলিশের অনুমান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় চক্রের হদিশ মিলবে ।

কুলটি (আসানসোল), 25 ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডে পালাতে পারে কয়েকজন ATM হ্যাকার । গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে অভিযান শুরু । তাতেই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের নাম মহম্মদ শদরুদ্দিন, মহম্মদ মোবিন আনসারি, মহম্মদ মকবুল আনসারি ।

গতকাল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে, কয়েক জন ATM হ্যাকার রাজ্য থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করতে পারে । সেইমতো পুলিশ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে নাকা চেকিং শুরু করে । তখনই গভীর রাতে দুর্গাপুরের দিক থেকে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের । গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । তাতেই বেরিয়ে আসে ATM কার্ড, সিম কার্ড-সহ অন্যান্য সামগ্রী । গ্রেপ্তার করা হয় তিন জনকে ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে 22 টি ATM কার্ড, 26 টি সিম কার্ড-সহ নগদ 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছে । ধৃতরা প্রত্যেকেই জামতারার বাসিন্দা । এর আগেও ATM হ্যাকিং নিয়ে তদন্তে নেমে ঝাড়খণ্ডের জামতারার যোগসূত্র পেয়েছে বার বার । তাই পুলিশের অনুমান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় চক্রের হদিশ মিলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.