পানাগড়, 1 মার্চ : স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের বেশ কয়েকদিন ধরেই মতবিরোধ ঘটে । অভিযোগ, এর জেরে কয়েকজন অভিভাবকের বাড়িতে পরিচালন সমিতি থেকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি আসে । পানাগড়ের একটি বেসরকারি স্কুলের ঘটনা ।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় প্রাণনাশের চিঠি আসে । বিগত 7 বছর ধরে অভিভাবকদের সঙ্গে স্কুলের পরিচালন কমিটির কোনও আলোচনা সভা হয়নি । পঠন-পাঠন তলানিতে ঠেকেছে । এমন কী প্রতিমাসে মোটা টাকা মেলা সত্ত্বেও স্কুলের উন্নতি হয়নি । শিক্ষকদের জানিয়েও সুরাহা হয়নি ।
অভিভাবকরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমেছে পুলিশ । এছাড়া কাঁকসা সমষ্টি উন্নয়ন আধিকারিককেও লিখিতভাবে জানিয়েছেন । এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মুখে কুলুপ এঁটেছেন ।