ETV Bharat / state

বেড টি আসেনি, তাই ঘুম থেকে উঠতে দেরি : মুনমুন - election

খুব দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে আজ একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 29, 2019, 1:08 PM IST

Updated : Apr 29, 2019, 1:20 PM IST

আসানসোল, 29 এপ্রিল : "ওরা আমাকে বেড টি দিতে খুব দেরি করেছে। তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "আমি খুব ব্যস্ত আছি। কিছু বলতে পারব না।" বাবুল সুপ্রিয়কে হারানোর ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রশ্ন করা হলে, মুনমুন বলেন, "আমি ওঁর নামটাও শুনতে চাই না। তাহলে কথা বলব না।" পশ্চিমবঙ্গে একের পর এক সংঘর্ষের ঘটনা নিয়ে কী বলবেন? সাংবাদিককে মুনমুনের জবাব, "তুমি খুব ছোটো। তুমি জানো না বামেরা ক্ষমতায় থাকাকালীন কী করেছে। এই ঘটনা শুধু বাংলায় নয়, সারা ভারতে ঘটছে।"

আজ সকালে 199/283 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছিল । তা নিয়ে বুথের ভিতর ঢোকেন বাবুল । প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে কথা বলেন । বাবুলের অভিযোগ, BJP-র এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । তৃণমূলের এজেন্টের সঙ্গে বাবুল বচসায় জড়িয়ে পড়েন । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা দাবি, বুথটিতে BJP এজেন্ট দিতে পারেনি ।

বাবুল বুথের বাইরে বেরোলে তাঁকে ঘিরে বিক্ষেভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে ঘটনাস্থানে যায় কুইক রেসপন্স টিম । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

আসানসোল, 29 এপ্রিল : "ওরা আমাকে বেড টি দিতে খুব দেরি করেছে। তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "আমি খুব ব্যস্ত আছি। কিছু বলতে পারব না।" বাবুল সুপ্রিয়কে হারানোর ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রশ্ন করা হলে, মুনমুন বলেন, "আমি ওঁর নামটাও শুনতে চাই না। তাহলে কথা বলব না।" পশ্চিমবঙ্গে একের পর এক সংঘর্ষের ঘটনা নিয়ে কী বলবেন? সাংবাদিককে মুনমুনের জবাব, "তুমি খুব ছোটো। তুমি জানো না বামেরা ক্ষমতায় থাকাকালীন কী করেছে। এই ঘটনা শুধু বাংলায় নয়, সারা ভারতে ঘটছে।"

আজ সকালে 199/283 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছিল । তা নিয়ে বুথের ভিতর ঢোকেন বাবুল । প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে কথা বলেন । বাবুলের অভিযোগ, BJP-র এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । তৃণমূলের এজেন্টের সঙ্গে বাবুল বচসায় জড়িয়ে পড়েন । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা দাবি, বুথটিতে BJP এজেন্ট দিতে পারেনি ।

বাবুল বুথের বাইরে বেরোলে তাঁকে ঘিরে বিক্ষেভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে ঘটনাস্থানে যায় কুইক রেসপন্স টিম । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

AP Video Delivery Log - 0200 GMT News
Monday, 29 April, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0107: Afghanistan Women AP Clients Only 4208249
Afghan women demand strong voice in peace talks

AP-APTN-0050: Spain Popular Party AP Clients Only 4208248
Spain's Popular Party acknowledges bad result
AP-APTN-0043: Spain Citizens Party AP Clients Only 4208247
Citizens leader stays upbeat despite PSOE win
AP-APTN-0026: Spain Vox Party AP Clients Only 4208246
Vox leader celebrates his far-right party results
AP-APTN-0003: Spain Socialists Celebration AP Clients Only 4208245
Supporters celebrate PSOE win in Spain election
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Apr 29, 2019, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.