ETV Bharat / state

জল-কাদায় বেহাল পোলোগ্রাউন্ড, প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে সবুজ - পোলোগ্রাউন্ড

আসানসোলের পোলোগ্রাউন্ডে বর্তমানে মোটর ভেহিকেলস দপ্তরের তরফে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সের পরীক্ষা হয় ৷ মাঠে গাড়ি ঢোকায় সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷

জল-কাদায় বেহাল পোলোগ্রাউন্ড, প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে সবুজ
author img

By

Published : Sep 10, 2019, 5:02 PM IST

Updated : Sep 10, 2019, 9:05 PM IST

আসানসোল, 12 সেপ্টেম্বর : এই মাঠে সভা করেছেন ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, নরেন্দ্র মোদিরা ৷ ব্রিটিশ আমলে এই মাঠেই পোলো খেলা হত ৷ বর্তমানে আসানসোলের ঐতিহ্যশালী এই পোলোগ্রাউন্ডে আর সবুজের দেখা নেই ৷ কাদায় ঢেকেছে গোটা মাঠ ৷

আসানসোলের পোলোগ্রাউন্ডে বর্তমানে মোটর ভেহিকেলস দপ্তরের তরফে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সের পরীক্ষা হয় ৷ মাঠে গাড়ি ঢোকায় সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷

কলকাতার গড়ের মাঠকে সবুজ রাখতে বইমেলার স্থান পরিবর্তন করা হয়েছিল ৷ অথচ আসানসোলের "গড়ের মাঠ" বা "ব্রিগেড" বলে খ্যাত পোলোগ্রাউন্ডের সবুজ হারিয়ে যাচ্ছে প্রশাসনের উদাসীনতায় ৷ মাঠের এক পাশে রয়েছে স্টেডিয়াম ৷ মাঠের পিছনদিকে সুইমিং পুল ৷ মাঠের কাদা ডিঙিয়ে সবাইকে স্টেডিয়াম বা সুইমিং পুলে যেতে হয় ৷ বর্ষাকালে গোটা মাঠ কাদায় ভরতি থাকে ৷

দেখুন ভিডিয়ো

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "গাড়ি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি জায়গা ব্যবহার করা হয় । এরফলে খেলার কোনও অসুবিধা হচ্ছে না ।" কিন্তু প্রশ্ন উঠছে খেলার জায়গা আলাদা থাকলেও শুধুমাত্র গাড়ি পরীক্ষার জন্য সবুজ ধ্বংস করে দেওয়া যায়?

আসানসোল, 12 সেপ্টেম্বর : এই মাঠে সভা করেছেন ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, নরেন্দ্র মোদিরা ৷ ব্রিটিশ আমলে এই মাঠেই পোলো খেলা হত ৷ বর্তমানে আসানসোলের ঐতিহ্যশালী এই পোলোগ্রাউন্ডে আর সবুজের দেখা নেই ৷ কাদায় ঢেকেছে গোটা মাঠ ৷

আসানসোলের পোলোগ্রাউন্ডে বর্তমানে মোটর ভেহিকেলস দপ্তরের তরফে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সের পরীক্ষা হয় ৷ মাঠে গাড়ি ঢোকায় সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷

কলকাতার গড়ের মাঠকে সবুজ রাখতে বইমেলার স্থান পরিবর্তন করা হয়েছিল ৷ অথচ আসানসোলের "গড়ের মাঠ" বা "ব্রিগেড" বলে খ্যাত পোলোগ্রাউন্ডের সবুজ হারিয়ে যাচ্ছে প্রশাসনের উদাসীনতায় ৷ মাঠের এক পাশে রয়েছে স্টেডিয়াম ৷ মাঠের পিছনদিকে সুইমিং পুল ৷ মাঠের কাদা ডিঙিয়ে সবাইকে স্টেডিয়াম বা সুইমিং পুলে যেতে হয় ৷ বর্ষাকালে গোটা মাঠ কাদায় ভরতি থাকে ৷

দেখুন ভিডিয়ো

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "গাড়ি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি জায়গা ব্যবহার করা হয় । এরফলে খেলার কোনও অসুবিধা হচ্ছে না ।" কিন্তু প্রশ্ন উঠছে খেলার জায়গা আলাদা থাকলেও শুধুমাত্র গাড়ি পরীক্ষার জন্য সবুজ ধ্বংস করে দেওয়া যায়?

Intro:আসানসোলের ঐতিহ্যশালী পোলোগ্রাউন্ড এখন আর সবুজ নয়, কাদায় ঢেকেছে গোটা সবুজ মাঠ। সরকারি মোটর বিভাগের গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সের জন্য পরীক্ষা করা হয় এই মাঠেই। আর সেই কারণেই মাঠের এমন করুন অবস্থা হয়েছে বলে দাবি করছে আসানসোলবাসিরা।
কলকাতায় গড়ের মাঠকে সবুজ রাখতে সেখান থেকে সরানো হয়েছে ঐতিহ্যশালী বইমেলা। অথচ আসানসোলের গড়ের মাঠ বা ব্রিগেড বলে খ্যাত পোলোগ্রাউন্ডের সবুজ হারিয়ে যাচ্ছে সরকারি মোটর বিভাগের উদাসীনতায়। ব্রিটিশ আমলে পোলো খেলা হত এই মাঠে। সেই কারণে আজও নাম পোলো গ্রাউন্ড। মাঠটিকে আসানসোলের ব্রিগেড বলা হয় কারণ এই মাঠে ভারতের সমস্ত বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সভা করেছেন। ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থেকে শুরু করে বর্তমান সময়ে নরেন্দ্র মোদি। সবাই পা রেখেছেন এই ঐতিহাসিক মাঠে ।কিন্তু মাঠটির বর্তমান অবস্থা একেবারেই করুন। গোটা মাঠে কোথাও সবুজ নেই, তার বদলে তালতাল কাদা। মোটর বিভাগে গাড়ি পরীক্ষার জন্য ভারি ভারি গাড়ি ঢুকছে মাঠে ।আর যার ফলে মাঠের সবুজ হারিয়েছে। বর্ষাকালে গোটা মাঠের কাদায় ভর্তি। চড়ছে গবাদিপশু।
একসময় যে এটা কোন সবুজ মাঠ ছিল তা আজ আর দেখে বোঝার কোন উপায় নেই। মাঠের এক পাশে রয়েছে স্টেডিয়াম, যেখানে খেলাধুলা হয়। পিছন দিকে রয়েছে ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং পুল । ইনডোর স্টেডিয়াম বা সুইমিং পুলে যারা আসে তাদের কে কাদা ডিঙিয়েই সেখানে যেতে হয়।
বাসিন্দাদের অভিযোগ চারিদিকে বিভিন্ন নির্মাণ করে মাঠটিকে আস্তে আস্তে ছোট করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে এই মাঠে কিছু মেলা হয়। কিন্তু মাঠে যে সবুজ ছিল তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ফলে আক্ষেপ করছে শহরবাসীরা। যদিও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন "খেলার জায়গাকে নির্দিষ্ট রেখেই গাড়ি পরীক্ষার জন্য ওইটুকু জায়গা ব্যবহার করা হয় ।ফলে খেলার কোনো অসুবিধা হচ্ছে না।"
কিন্তু প্রশ্ন উঠছে খেলার জায়গায় আলাদা থাকলেও একটি মাঠ থেকে সবুজ ধ্বংস করে দেওয়া যায় শুধুমাত্র গাড়ি পরীক্ষা করার কারণে?


Body:..


Conclusion:
Last Updated : Sep 10, 2019, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.