ETV Bharat / state

DPL-এ বিস্ফোরণে তদন্তের দাবি কারখানার জেনেরাল ম্যানেজার থেকে শ্রমিক সংগঠনের - dpl explosion demand inquiry

বিস্ফোরণের জেরে ওমপ্রকাশ চৌহান (36 ) নামের এক ঠিকা কর্মীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় । বিস্ফোরণস্থান থেকে তাঁর দেহ প্রায় 50 মিটার দূরে বাগানে গিয়ে পড়ে । রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাম রুইদাস নামে বেসরকারি অন্য এক নিরাপত্তারক্ষীকে ।

The factory general manager to the workers' organization demanded of an investigation on DPL BLAST
DPL - এ বিস্ফোরণে তদন্তের দাবি কারখানা জেনেরাল ম্যানেজার থেকে শ্রমিক সংগঠনের
author img

By

Published : Nov 4, 2020, 2:38 AM IST

দুর্গাপুর, 3 নভেম্বর : দুর্গাপুর তাপবিদ্যুৎ কারখানায় বিস্ফোরণ ৷ আজ সকাল 11 টা 10 মিনিটে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড 7 নম্বর ইউনিটের কনস্ট্রাকশন গেটের নিরাপত্তাকর্মীদের অফিসের পাশে বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে মারা যায় এক ঠিকা কর্মী ৷ আর এক কর্মীর দুই পা উড়ে যায় ৷

বিস্ফোরণের জেরে ওমপ্রকাশ চৌহান (36 ) নামের এক ঠিকা কর্মীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় । বিস্ফোরণস্থান থেকে তার দেহ প্রায় 50 মিটার দূরে বাগানে গিয়ে পড়ে । রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাম রুইদাস নামে বেসরকারি অন্য এক নিরাপত্তারক্ষীকে । বিস্ফোরণের জেরে তার দু'টি পা উড়ে যায় । বিস্ফোরণের আওয়াজে নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি ঘটনাস্থানে যান । প্রথমে বাম রুইদাসকে দেখা যায় ৷ সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । তারপর দেখা যায় ওম প্রকাশ চৌহানের খণ্ড-বিখণ্ড দেহ ।

এরপরই DPL কারখানার সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ কারখানার উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হন । ঘটনাস্থানে আসে কোকওভেন থানার পুলিশ । পুলিশ এসে ওম প্রকাশ চৌহানের খণ্ড-বিখণ্ড দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় । কিন্তু কী কারণে এই প্রবল বিস্ফোরণ? তা নিয়ে সকলেই তদন্তের দাবি জানিয়েছে । কারণ, যেখানে বিস্ফোরণ হয়েছে , সেখানে বৈদ্যুতিক কোনও কিছু ছিল না ৷ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , মারাত্মক কোনও বিস্ফোরকের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

DPL - এ বিস্ফোরণে তদন্তের দাবি কারখানা জেনেরাল ম্যানেজার থেকে শ্রমিক সংগঠনের

এবিষয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের জেনেরাল ম্যানেজার গোপীনাথ মাজি বলেন, বৈদ্যুতিক সংযোগ এখানে ছিল না । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরকের জেরেই বিস্ফোরণ ঘটেছে । আমরা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি । এরপর ঘটনাস্থলে আসে DPL কারখানার INTTUC - র স্থায়ী শ্রমিক সংগঠনের সম্পাদক উজ্জ্বল দাস । তিনি এবিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান ৷

দুর্গাপুর, 3 নভেম্বর : দুর্গাপুর তাপবিদ্যুৎ কারখানায় বিস্ফোরণ ৷ আজ সকাল 11 টা 10 মিনিটে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড 7 নম্বর ইউনিটের কনস্ট্রাকশন গেটের নিরাপত্তাকর্মীদের অফিসের পাশে বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে মারা যায় এক ঠিকা কর্মী ৷ আর এক কর্মীর দুই পা উড়ে যায় ৷

বিস্ফোরণের জেরে ওমপ্রকাশ চৌহান (36 ) নামের এক ঠিকা কর্মীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় । বিস্ফোরণস্থান থেকে তার দেহ প্রায় 50 মিটার দূরে বাগানে গিয়ে পড়ে । রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাম রুইদাস নামে বেসরকারি অন্য এক নিরাপত্তারক্ষীকে । বিস্ফোরণের জেরে তার দু'টি পা উড়ে যায় । বিস্ফোরণের আওয়াজে নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি ঘটনাস্থানে যান । প্রথমে বাম রুইদাসকে দেখা যায় ৷ সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । তারপর দেখা যায় ওম প্রকাশ চৌহানের খণ্ড-বিখণ্ড দেহ ।

এরপরই DPL কারখানার সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ কারখানার উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হন । ঘটনাস্থানে আসে কোকওভেন থানার পুলিশ । পুলিশ এসে ওম প্রকাশ চৌহানের খণ্ড-বিখণ্ড দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় । কিন্তু কী কারণে এই প্রবল বিস্ফোরণ? তা নিয়ে সকলেই তদন্তের দাবি জানিয়েছে । কারণ, যেখানে বিস্ফোরণ হয়েছে , সেখানে বৈদ্যুতিক কোনও কিছু ছিল না ৷ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , মারাত্মক কোনও বিস্ফোরকের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

DPL - এ বিস্ফোরণে তদন্তের দাবি কারখানা জেনেরাল ম্যানেজার থেকে শ্রমিক সংগঠনের

এবিষয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের জেনেরাল ম্যানেজার গোপীনাথ মাজি বলেন, বৈদ্যুতিক সংযোগ এখানে ছিল না । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরকের জেরেই বিস্ফোরণ ঘটেছে । আমরা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি । এরপর ঘটনাস্থলে আসে DPL কারখানার INTTUC - র স্থায়ী শ্রমিক সংগঠনের সম্পাদক উজ্জ্বল দাস । তিনি এবিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.