ETV Bharat / state

সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা : জিতেন্দ্র - deceptives

''আসানসোল ও দুর্গাপুরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা ।" দুর্গাপুরের গান্ধি মোড় ময়দানের জনসভা থেকে বললেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Aug 19, 2019, 10:56 PM IST

দুর্গাপুর, 19 অগাস্ট : ''আসানসোল ও দুর্গাপুরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা ।" দুর্গাপুরের জনসভা থেকে আক্রমণ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসালসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির । CPI(M)-এর পক্ষ থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়ার ঠিকানায় বিশ্বাসঘাতক লিখে পোস্ট কার্ড পাঠানোয় CPI(M) নেতাদের কড়া সমালোচনা করেন জিতেন্দ্র ৷ তাঁর অভিযোগ, আসানসোল ও দুর্গাপুরের CPI(M) নেতারা তাঁদের দলীয় প্রার্থীদের বদলে BJP প্রার্থীদের ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন । তাই এই দুই আসনে BJP জিতেছে ৷

কয়েকদিন আগে BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে দুর্গাপুরের সিটি সেন্টারে দু'দিনের চিন্তন শিবির অনুষ্ঠিত হয় ৷ এই শিবির শেষে দুর্গাপুরের গান্ধি মোড় ময়দানের জনসভায় বারাবনীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের আত্মীয় মলয় উপাধ্যায় BJP-তে যোগ দেন ৷ মলয় উপাধ্যায় মঞ্চে উঠতেই ধুন্ধুমার বেঁধে যায় । মঞ্চের দিকে চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা ৷ ভণ্ডুল হয়ে যায় সভা ।

আজ সেই মাঠেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয় । সেই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জিতেন্দ্র তিওয়ারি । বক্তব্য রাখতে গিয়ে BJP নেতাদের কটাক্ষ করে বলেন, "এই মাঠে সভার জন্য ডেকোরেটর মালিক এক লাখ টাকা সিকিউরিটি মানি জমা করতে বলেছিলেন । কিন্তু ডেকোরেটর মালিক যখন জানতে পারেন এটা তৃণমূলের সভা তখন তিনি আর টাকা চাননি ৷ আমি দুর্গাপুরের মেয়রকে বলেছি BJP-র সভা হলে এবার 2000 হেলমেট দেবেন । আমাদের ছেলেরা BJPর কর্মীদের হাতে হেলমেট তুলে দেবে । হেলমেট পরে মারামারি করলে প্রাণহানির ঘটনা ঘটবে না ।"

পশ্চিম বর্ধমান জেলায় দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা CLW এবং ASP র বিলগ্নীকরণের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ আসানসোলের মেয়র বলেন, "যে বা যারা ভোটের সময় BJP-কে টাকা দিয়েছিল তাদের হাতে এই কারখানা তুলে দিতে চাইছে BJP । যারা এই কারখানা কিনবেন তাঁরা আসানসোল ও দু্র্গাপুরে পা রাখতে পারবেন না ।"

দুর্গাপুর, 19 অগাস্ট : ''আসানসোল ও দুর্গাপুরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা ।" দুর্গাপুরের জনসভা থেকে আক্রমণ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসালসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির । CPI(M)-এর পক্ষ থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়ার ঠিকানায় বিশ্বাসঘাতক লিখে পোস্ট কার্ড পাঠানোয় CPI(M) নেতাদের কড়া সমালোচনা করেন জিতেন্দ্র ৷ তাঁর অভিযোগ, আসানসোল ও দুর্গাপুরের CPI(M) নেতারা তাঁদের দলীয় প্রার্থীদের বদলে BJP প্রার্থীদের ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন । তাই এই দুই আসনে BJP জিতেছে ৷

কয়েকদিন আগে BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে দুর্গাপুরের সিটি সেন্টারে দু'দিনের চিন্তন শিবির অনুষ্ঠিত হয় ৷ এই শিবির শেষে দুর্গাপুরের গান্ধি মোড় ময়দানের জনসভায় বারাবনীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের আত্মীয় মলয় উপাধ্যায় BJP-তে যোগ দেন ৷ মলয় উপাধ্যায় মঞ্চে উঠতেই ধুন্ধুমার বেঁধে যায় । মঞ্চের দিকে চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা ৷ ভণ্ডুল হয়ে যায় সভা ।

আজ সেই মাঠেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয় । সেই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জিতেন্দ্র তিওয়ারি । বক্তব্য রাখতে গিয়ে BJP নেতাদের কটাক্ষ করে বলেন, "এই মাঠে সভার জন্য ডেকোরেটর মালিক এক লাখ টাকা সিকিউরিটি মানি জমা করতে বলেছিলেন । কিন্তু ডেকোরেটর মালিক যখন জানতে পারেন এটা তৃণমূলের সভা তখন তিনি আর টাকা চাননি ৷ আমি দুর্গাপুরের মেয়রকে বলেছি BJP-র সভা হলে এবার 2000 হেলমেট দেবেন । আমাদের ছেলেরা BJPর কর্মীদের হাতে হেলমেট তুলে দেবে । হেলমেট পরে মারামারি করলে প্রাণহানির ঘটনা ঘটবে না ।"

পশ্চিম বর্ধমান জেলায় দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা CLW এবং ASP র বিলগ্নীকরণের সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ আসানসোলের মেয়র বলেন, "যে বা যারা ভোটের সময় BJP-কে টাকা দিয়েছিল তাদের হাতে এই কারখানা তুলে দিতে চাইছে BJP । যারা এই কারখানা কিনবেন তাঁরা আসানসোল ও দু্র্গাপুরে পা রাখতে পারবেন না ।"

Intro:''আসানসোল ও দুর্গাপুরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সিপিআই(এম) নেতারা""- দুর্গাপুরে জনসভায় বললেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সভাপতি জীতেন্দ্র তিওয়ারি।
গত কয়েকদিন আগে বিজেপি র কেন্দ্রীয় ও রাজ্যনেতাদের উপস্থিতিতে দুর্গাপুরের সিটিসেন্টারে দুদিনের চিন্তন শিবির শেষে গান্ধী মোড় ময়দানে জনসভায় বারাবনীর টিএমসি বিধায়ক বিধান উপাধ্যায়ের এক আত্মীয় মলয় উপাধ্যায়কে দলীয় পতাকা ধরিয়ে বিজেপি তে যোগদান করানো নিয়ে ধুন্দুমার কান্ড বেঁধে যায়।চেয়ার উড়তে থাকে।সভা ভন্ডুল হয়।আজ সেই মাঠেই টিএমসি র পক্ষ থেকে সভার আয়োজন করা হয়।সেই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলার শাসকদলের সাংগঠনিক সভাপতি জীতেন্দ্র তিওয়ারি। তিনি প্রথমেই এই মাঠে বিজেপি র সভা ভন্ডুল হওয়া কে কটাক্ষ করে বলেন,""এই মাঠে সভার জন্য ডেকোরেটার মালিক এক লক্ষ টাকা সিকিউরিটি মানি জমা করতে বলেন।চেয়ার ভাঙাভাঙির ঘটনার জেরে।কিন্তু ডেকোরেটর মালিক যখন জানতে পারেন এটা টিএমসি র সভা তখন তিনি আর টাকা চাননি।বিজেপি র সভা হলে আমি দুর্গাপুরের মেয়র কে বলছি এবার ২০০০ হেলমেট দেবেন।আমাদের ছেলেরা বিজেপি র কর্মীদের দেবে।হেলমেট পরে মারামারি করলে প্রানহানির ঘটনা ঘটবে না।""এরপরেই কেন্দ্রের পশ্চিম বর্ধমান জেলায় দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা সি এল ডাব্লু এবং এ এস পি কে বিলগ্নীকরন এর সিদ্ধান্তের বিরুদ্ধে আসানসোল এর মেয়র বলেন যে যারা বিজেপি কে ভোটের সময় টাকা দিয়েছিল তাদের কে এই কারখানা তুলে দিয়ে সুবিধা দিতেই বিজেপি র এই সিদ্ধান্ত।তবে তিনি হুমকি র সুরে বলেন, কারখানা কাগজে কলমে কিনলেও যারা কিনবেন তারা আসানসোল ও দুরগাপুরে পা রাখতে পারবেন না।তারা প্রতিরোধের পথে যাবেন।সিপিআই(এম) এর পক্ষ থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার ঠিকানায় বিশ্বাসঘাতক লিখে পোষ্ট কার্ড পাঠানো প্রসঙ্গে জীতেন্দ্র তিওয়ারি সিপিআই(এম) নেতাদের পালটা বিশ্বাসঘাতক বলেন।কারন হিসাবে তিনি তুলে ধরেন যে আসানসোল ও দুর্গাপুরের সিপিআই(এম) নেতারা তাদের দলীয় প্রার্থীদের বদলে বিজেপি প্রার্থীদের ভোট দিতে নির্দেশ দেয় বলেই এই দুই আসনে বিজেপি র জয়লাভ।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.