ETV Bharat / state

Temporary Bridge Washed Away: আসানসোলে গাঁড়ুই নদীতে যুবক-সহ ভেসে গেল আস্ত সেতু, ভাইরাল ভিডিয়ো - আসানসোল পৌরনিগম

Garui River in Asansol: বুধবার রাতে গাঁড়ুই নদীতে যুবক-সহ ভেসে গেল আস্ত সেতু ৷ ভাইরাল ঘটনার সময়কার ভিডিয়ো ৷ অস্থায়ী বাঁশের সেতু পারাপার করছিলেন যুবক ৷ সেই সময় জলের তোড়ে যুবক-সহ সেতুটি ভেসে যায় ৷ যদিও পরে যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

Temporary Bridge Washed Away
গাঁড়ুই নদীতে অস্থায়ী সেতু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 1:48 PM IST

Updated : Oct 5, 2023, 6:14 PM IST

গাঁড়ুই নদীতে যুবক-সহ ভেসে গেল আস্ত সেতু, ভাইরাল ভিডিয়ো

আসানসোল, 5 অক্টোবর: যুবক-সহ আসানসোলে ভেসে গেল একটি অস্থায়ী সেতু । যদিও পরে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় ৷ ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা যাচ্ছে, এক যুবক গাঁড়ুই নদীর উপরে অস্থায়ী বাঁশের সেতু দিয়ে পারাপার করছিলেন । সেই সময় জলের তোড়ে ভেসে যায় আস্ত সেতুটি । ফলে সেতুর সঙ্গে ভেসে যান যুবকও ।

গত চার দিনের টানা বৃষ্টিতে আসানসোলের ভেতর দিয়ে বয়ে যাওয়া গাঁড়ুই এবং নুনিয়া নদী ফুঁসছে । প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে জলস্তর । ফলে এমনিতেই প্লাবনের আশঙ্কায় রয়েছে আসানসোলবাসী । এরই মাঝে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় একটি অস্থায়ী বাঁশের সেতু জলের তোড়ে ভেসে যায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপজ্জনক বুঝেও গতকাল রাতে ওই যুবক বাঁশের অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছিলেন । তখনই জলের তোড়ে অস্থায়ী সেতুটির সঙ্গে যুবকও ভেসে যায় নদীর জলে। যদিও কিছুক্ষণ পর ওই যুবককে নদীর ওপার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর ।

এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক বলেন, "ওই যুবক তলিয়ে কিছুদূর চলে গিয়েছিল ৷ তবে তাঁকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে । আপাতত সুস্থ ওই যুবক । পৌরনিগমের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে গাঁড়ুই নদীর দুই পাশে থাকা বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ।"

আরও পড়ুন: মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়া কম করল ডিভিসি

প্রতিবছরই নদীর জলে প্লাবিত হয় আসানসোলের রেলপার এলাকা । বহুবার গাঁড়ুই নদী সংস্কার করার দাবি উঠেছে । পূর্ববর্তী মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে গাঁড়ুই নদীর সংস্কারের ডিপিআর করা হলেও এখনও পর্যন্ত সেই ভাবে সংস্কার হয়নি । দু'পাশের অবৈধ নির্মাণ এবং আবর্জনা জমে গাঁড়ুই নদীর অবরুদ্ধ হয়েছে বলে অভিযোগ । তাই অল্প বৃষ্টিতেই নদী ফুলে ওঠে এবং প্লাবিত হয় দুকূল । গাঁড়ুই এবং নুনিয়া, দুটি নদীতেই জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে । যার ফলে বন্যার আশঙ্কা রয়েছে আসানসোলে ।

গাঁড়ুই নদীতে যুবক-সহ ভেসে গেল আস্ত সেতু, ভাইরাল ভিডিয়ো

আসানসোল, 5 অক্টোবর: যুবক-সহ আসানসোলে ভেসে গেল একটি অস্থায়ী সেতু । যদিও পরে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় ৷ ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা যাচ্ছে, এক যুবক গাঁড়ুই নদীর উপরে অস্থায়ী বাঁশের সেতু দিয়ে পারাপার করছিলেন । সেই সময় জলের তোড়ে ভেসে যায় আস্ত সেতুটি । ফলে সেতুর সঙ্গে ভেসে যান যুবকও ।

গত চার দিনের টানা বৃষ্টিতে আসানসোলের ভেতর দিয়ে বয়ে যাওয়া গাঁড়ুই এবং নুনিয়া নদী ফুঁসছে । প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে জলস্তর । ফলে এমনিতেই প্লাবনের আশঙ্কায় রয়েছে আসানসোলবাসী । এরই মাঝে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় একটি অস্থায়ী বাঁশের সেতু জলের তোড়ে ভেসে যায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপজ্জনক বুঝেও গতকাল রাতে ওই যুবক বাঁশের অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছিলেন । তখনই জলের তোড়ে অস্থায়ী সেতুটির সঙ্গে যুবকও ভেসে যায় নদীর জলে। যদিও কিছুক্ষণ পর ওই যুবককে নদীর ওপার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর ।

এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক বলেন, "ওই যুবক তলিয়ে কিছুদূর চলে গিয়েছিল ৷ তবে তাঁকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে । আপাতত সুস্থ ওই যুবক । পৌরনিগমের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে গাঁড়ুই নদীর দুই পাশে থাকা বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ।"

আরও পড়ুন: মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়া কম করল ডিভিসি

প্রতিবছরই নদীর জলে প্লাবিত হয় আসানসোলের রেলপার এলাকা । বহুবার গাঁড়ুই নদী সংস্কার করার দাবি উঠেছে । পূর্ববর্তী মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে গাঁড়ুই নদীর সংস্কারের ডিপিআর করা হলেও এখনও পর্যন্ত সেই ভাবে সংস্কার হয়নি । দু'পাশের অবৈধ নির্মাণ এবং আবর্জনা জমে গাঁড়ুই নদীর অবরুদ্ধ হয়েছে বলে অভিযোগ । তাই অল্প বৃষ্টিতেই নদী ফুলে ওঠে এবং প্লাবিত হয় দুকূল । গাঁড়ুই এবং নুনিয়া, দুটি নদীতেই জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে । যার ফলে বন্যার আশঙ্কা রয়েছে আসানসোলে ।

Last Updated : Oct 5, 2023, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.