ETV Bharat / state

কুলটির পাইকারি বাজারে অভিযান টাস্ক ফোর্সের

সরকার নির্ধারিত দাম 25 টাকা ৷ অথচ বাজারে আলু বিকোচ্ছে 30 টাকা কেজি দরে। কুলটির নিয়ামতপুর বাজারে অভিযান চালাল টাস্ক ফোর্স ৷

task force raid in market to control potato price
আলুর দাম
author img

By

Published : Jul 29, 2020, 10:55 PM IST

আসানসোল, 29 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । সরকার 25 টাকা বেঁধে দিলেও আলু বিকোচ্ছে 30 টাকা দরে । এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের নির্দেশে কুলটির নিয়ামতপুর বাজারে অভিযান চালাল বিশেষ টাস্ক ফোর্স ।

কোথাও 28 টাকা কোথাও বা 30 টাকা । কুলটির নিয়ামতপুর পাইকারি বাজারে এমন দরেই বিকোচ্ছে আলু ৷ অভিযোগ আসছিল কয়েকদিন ধরেই । অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার টাস্কফোর্স নিয়ামতপুর বাজারে অভিযান চালায় । বাজারের বিভিন্ন পাইকারি দোকানে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা । যারা আলুর দাম বেশি নিচ্ছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয় । শুধু আলুর দোকানেই নয়, ফল, সবজি ও অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলিতেও হানা দেয় টাস্ক ফোর্স । বিভিন্ন দোকানের ওজন যন্ত্র পরীক্ষা করা হয় । বেশ কয়েকটি দোকানের ওজন যন্ত্র পাল্টানোর নির্দেশ দেওয়া হয় । নির্দেশ না মানলে আগামী দিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফে ।

টাস্ক ফোর্সের আধিকারিক শুভ্রাংশু সিংহ রায় বলেন, "আমাদের জেলায় পূর্ব বর্ধমান থেকে আলু আসে । যেহেতু সেখানে লকডাউন চলছে সেই কারণে আলু কম আসছে । তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে । আমরা অভিযান চালাচ্ছি ৷ কোনও ব্যবসায়ী কালোবাজারি করছে কি না, কেউ অহেতুক স্টক করছে কি না তা লক্ষ্য রাখা হচ্ছে ৷ ওজনে মারপ্যাঁচ করছে কি না, তাও দেখা হচ্ছে ৷ "

টাস্কফোর্সের আধিকারিকরা জানান আপাতত লাগাতার অভিযান চালানো হবে বাজারগুলিতে ।

আসানসোল, 29 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । সরকার 25 টাকা বেঁধে দিলেও আলু বিকোচ্ছে 30 টাকা দরে । এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের নির্দেশে কুলটির নিয়ামতপুর বাজারে অভিযান চালাল বিশেষ টাস্ক ফোর্স ।

কোথাও 28 টাকা কোথাও বা 30 টাকা । কুলটির নিয়ামতপুর পাইকারি বাজারে এমন দরেই বিকোচ্ছে আলু ৷ অভিযোগ আসছিল কয়েকদিন ধরেই । অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার টাস্কফোর্স নিয়ামতপুর বাজারে অভিযান চালায় । বাজারের বিভিন্ন পাইকারি দোকানে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা । যারা আলুর দাম বেশি নিচ্ছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয় । শুধু আলুর দোকানেই নয়, ফল, সবজি ও অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলিতেও হানা দেয় টাস্ক ফোর্স । বিভিন্ন দোকানের ওজন যন্ত্র পরীক্ষা করা হয় । বেশ কয়েকটি দোকানের ওজন যন্ত্র পাল্টানোর নির্দেশ দেওয়া হয় । নির্দেশ না মানলে আগামী দিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফে ।

টাস্ক ফোর্সের আধিকারিক শুভ্রাংশু সিংহ রায় বলেন, "আমাদের জেলায় পূর্ব বর্ধমান থেকে আলু আসে । যেহেতু সেখানে লকডাউন চলছে সেই কারণে আলু কম আসছে । তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে । আমরা অভিযান চালাচ্ছি ৷ কোনও ব্যবসায়ী কালোবাজারি করছে কি না, কেউ অহেতুক স্টক করছে কি না তা লক্ষ্য রাখা হচ্ছে ৷ ওজনে মারপ্যাঁচ করছে কি না, তাও দেখা হচ্ছে ৷ "

টাস্কফোর্সের আধিকারিকরা জানান আপাতত লাগাতার অভিযান চালানো হবে বাজারগুলিতে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.