ETV Bharat / state

Cattle Smuggling: আরজেডি লোগো-সহ বিহারের গাড়িতে গরুপচারের অভিযোগ, টুইট শুভেন্দুর

বিহারের নম্বার প্লেট-সহ আরজেডি(RJD) লোগো লাগানো গাড়িতে গরু পাচার (Cattle Smuggling) হচ্ছিল বলে অভিযোগ উঠল রানিগঞ্জে ৷ স্থানীয়রা হাতেনাতে ধরে গাড়িটি বলে জানা গিয়েছে । এই ঘটনার ছবি ও ভিডিয়ো শেয়ার করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari
Cattle Smuggling
author img

By

Published : Dec 11, 2022, 12:47 PM IST

Updated : Dec 11, 2022, 1:04 PM IST

স্থানীয়রা হাতেনাতে গাড়িটি ধরে

রাণীগঞ্জ, 11 ডিসেম্বর: গরু পাচারকাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ চলছে একের পর এক মামলা ৷ বড় বড় নেতার নাম জড়িয়েছে এই কাণ্ডে ৷ তারই মাঝে ফের গরু পাচারের (Cattle Smuggling) ছবি ধরা পড়ল রাজ্যে । রাণীগঞ্জের নতুন এগরা-বাকুড়া বাইপাস দিয়ে দুটি গাড়িতে করে গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । অন্যদিকে আরও অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতেই নাকি রমরমিয়ে চলছে প্রতিদিন গরু পাচার ।

গতকাল গভীর রাতে নতুন এগরা গ্রামের সাধারণ মানুষরা গরু সমেত দুটি গাড়ি আটক করে বলে জানা গিয়েছে । দুটি গাড়িতে বিহারের ন্ম্বাবারর প্লেট সঙ্গে আরজেডি(RJD) লোগো রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ ৷ তাদেরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

  • Mamata Police is facilitating "Cattle Smuggling" through State Highways & District Roads of Asansol-Raniganj-Bankura circuit.
    2 vehicles with Bihar Registration No. Plates & "RJD" symbol were intercepted by locals at New Egara Village; Asansol Dakshin; Paschim Bardhaman District. pic.twitter.com/mv4aZ0LX53

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপির যুব মোর্চার আসানসোল দক্ষিণ বিধানসভার সম্পাদক অভীককুমার মণ্ডল বলেন, "গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দুটি গাড়ি আটক করে । পরে পুলিশের হাতে গাড়িগুলি তুলে দেওয়া হয় । দুটি গাড়ির কাগজপত্র সঠিক নেই । পুলিশ প্রশাসন গরু পাচারের ঘটনা নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আগামিদিনে বিজেপি যুব মোর্চা গরু পাচার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে ।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন এই ঘটনা নিয়ে দুটি টুইট করেন ৷ প্রথম টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশকে তুলোধনা করেন ৷ তিনি সরাসরি গরু পাচারে পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করেন ৷ শুভেন্দু টুইটে লেখেন, "মমতার পুলিশ আসানসোল-রাণীগঞ্জ-বাঁকুড়া সার্কিটের রাজ্য সড়ক ও জেলা সড়ক দিয়ে 'গরু চোরাচালান' করা সহজ করে তুলছে । বিহারের রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং 'আরজেডি' প্রতীক-সহ 2টি গাড়িকে স্থানীয়রা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন এগরা গ্রামে আটক করেছে ৷"

  • These vehicles ply after midnight to avoid public glare without any documents for transporting cattle. Mamata Police supervises the entire operation at night.
    The Bihar Registration No. Plates & RJD's symbol on the vehicles indicate that the nexus extends across to Bihar as well. pic.twitter.com/kMTxCTsbqw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গরুপাচারের অভিযোগে পুলিশকর্মী-সহ গ্রেফতার 6

শুভেন্দু এদিন আর একটি টুইট করেন ৷ সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) ট্যাগ করে লেখেন, "গবাদি পশু চালানের জন্য কোনও কাগজপত্র ছাড়াই জনসাধারণের আড়ালে রাতের অন্ধ্যকারে এই গাড়িগুলো চলাচল করে । রাতে রাস্তায় মোতায়েন থাকে মমতার পুলিশ । গাড়িতে বিহার রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং 'আরজেডি'-এর প্রতীক ইঙ্গিত দিচ্ছে যে বিহার জুড়ে এই গরু পাচারের চক্র বিস্তৃত ।"

স্থানীয়রা হাতেনাতে গাড়িটি ধরে

রাণীগঞ্জ, 11 ডিসেম্বর: গরু পাচারকাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ চলছে একের পর এক মামলা ৷ বড় বড় নেতার নাম জড়িয়েছে এই কাণ্ডে ৷ তারই মাঝে ফের গরু পাচারের (Cattle Smuggling) ছবি ধরা পড়ল রাজ্যে । রাণীগঞ্জের নতুন এগরা-বাকুড়া বাইপাস দিয়ে দুটি গাড়িতে করে গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । অন্যদিকে আরও অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতেই নাকি রমরমিয়ে চলছে প্রতিদিন গরু পাচার ।

গতকাল গভীর রাতে নতুন এগরা গ্রামের সাধারণ মানুষরা গরু সমেত দুটি গাড়ি আটক করে বলে জানা গিয়েছে । দুটি গাড়িতে বিহারের ন্ম্বাবারর প্লেট সঙ্গে আরজেডি(RJD) লোগো রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ ৷ তাদেরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

  • Mamata Police is facilitating "Cattle Smuggling" through State Highways & District Roads of Asansol-Raniganj-Bankura circuit.
    2 vehicles with Bihar Registration No. Plates & "RJD" symbol were intercepted by locals at New Egara Village; Asansol Dakshin; Paschim Bardhaman District. pic.twitter.com/mv4aZ0LX53

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপির যুব মোর্চার আসানসোল দক্ষিণ বিধানসভার সম্পাদক অভীককুমার মণ্ডল বলেন, "গভীর রাতে স্থানীয় বাসিন্দারা দুটি গাড়ি আটক করে । পরে পুলিশের হাতে গাড়িগুলি তুলে দেওয়া হয় । দুটি গাড়ির কাগজপত্র সঠিক নেই । পুলিশ প্রশাসন গরু পাচারের ঘটনা নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আগামিদিনে বিজেপি যুব মোর্চা গরু পাচার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে ।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন এই ঘটনা নিয়ে দুটি টুইট করেন ৷ প্রথম টুইটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশকে তুলোধনা করেন ৷ তিনি সরাসরি গরু পাচারে পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করেন ৷ শুভেন্দু টুইটে লেখেন, "মমতার পুলিশ আসানসোল-রাণীগঞ্জ-বাঁকুড়া সার্কিটের রাজ্য সড়ক ও জেলা সড়ক দিয়ে 'গরু চোরাচালান' করা সহজ করে তুলছে । বিহারের রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং 'আরজেডি' প্রতীক-সহ 2টি গাড়িকে স্থানীয়রা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন এগরা গ্রামে আটক করেছে ৷"

  • These vehicles ply after midnight to avoid public glare without any documents for transporting cattle. Mamata Police supervises the entire operation at night.
    The Bihar Registration No. Plates & RJD's symbol on the vehicles indicate that the nexus extends across to Bihar as well. pic.twitter.com/kMTxCTsbqw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গরুপাচারের অভিযোগে পুলিশকর্মী-সহ গ্রেফতার 6

শুভেন্দু এদিন আর একটি টুইট করেন ৷ সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) ট্যাগ করে লেখেন, "গবাদি পশু চালানের জন্য কোনও কাগজপত্র ছাড়াই জনসাধারণের আড়ালে রাতের অন্ধ্যকারে এই গাড়িগুলো চলাচল করে । রাতে রাস্তায় মোতায়েন থাকে মমতার পুলিশ । গাড়িতে বিহার রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং 'আরজেডি'-এর প্রতীক ইঙ্গিত দিচ্ছে যে বিহার জুড়ে এই গরু পাচারের চক্র বিস্তৃত ।"

Last Updated : Dec 11, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.