ETV Bharat / state

Naushad Siddiqui Arrested: নওশাদের পাশে শুভেন্দু ! বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সরব বিজেপি - দুর্গাপুর

শনিবার গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে (Naushad Siddiqui Arrested) ৷ ঘটনার প্রতিবাদে কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ?

Suvendu Adhikari Protest Naushad Siddiqui Arrest from BJP Meeting at Durgapur
নওসাদের পাশে শুভেন্দু
author img

By

Published : Jan 21, 2023, 7:42 PM IST

শুভেন্দু অধিকারীর তোপ

দুর্গাপুর, 21 জানুয়ারি: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Protest Naushad Siddiqui Arrest) ৷ ভাঙড়ের ঘটনার প্রতিবাদে শনিবার ধর্মতলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ৷ সেই কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ (Naushad Siddiqui Arrested) ৷ গ্রেফতার করা হয় আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ এরই প্রতিবাদে সরব হয় বিজেপিশিবির ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, বর্তমান তৃণমূল সরকারের আমলে সবথেকে বেশি জুলুম সংখ্যালঘুদের উপরেই হয়েছে ৷

উল্লেখ্য শুক্রবার রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ অন্যদিকে, এদিনই ছিল আইএসএফের প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তার আগেই ভাঙড়ে সংঘর্ষে জড়ান তৃণমূল ও আইএসএফের কর্মীরা ৷ নিজের বিধানসভা এলাকায় আক্রান্ত হতে হয় খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও ৷ তাঁর গাড়ি কোনও মতে এলাকার বাইরে বের করে দেয় পুলিশ ৷

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে কলকাতার কর্মসূচির মঞ্চ থেকে সরব হন আইএসএফ নেতা ও কর্মীরা ৷ ধর্মতলায় অবরোধে বসেন তাঁরা ৷ পুলিশ সেই অবরোধ তুলতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় ৷ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর ৷ গ্রেফতার করা হয় নওশাদকে ৷ তাঁকে প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনার আঁচ পৌঁছয় দুর্গাপুর শহর পর্যন্ত ৷ এখানকার একটি হোটেলে কার্যকারিণী বৈঠক চলছিল বিজেপির ৷ সেই বৈঠকে বিরোধী দলনেতা-সহ রাজ্যস্তরের সমস্ত বিজেপি নেতানেত্রীরা উপস্থিত ছিলেন ৷ সেই মঞ্চ থেকেই শুভেন্দু এদিনের ঘটনার প্রতিবাদ করেন ৷ তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস চায়, পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটাই দল থাকবে ৷ গোটা রাজ্য চলবে পিসি, ভাইপোর অঙ্গুলিহেলনে ৷ বিরোধী কাউকে বরদাস্ত করা হবে না ৷ অনেকেই তৃণমূলের এই আচরণের বিরোধিতা করছেন ৷ কিন্তু, সেটা করতে গিয়ে একইসঙ্গে বিজেপিরও বিরোধিতা করছেন তাঁরা ৷ এটা ঠিক নয় ৷ নওশাদ ভাই একজন বিধায়ক ৷ অত্যন্ত সম্মানীয় পরিবারের সন্তান ৷ তিনি আজ আক্রান্ত হয়েছেন ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ৷"

শুভেন্দুর সুর শোনা গিয়েছে তাঁরা দলীয় সহকর্মী শমীক ভট্টাচার্যের গলাতেও ৷ তিনি বলেন, "নওশাদ আমাদের দলের কেউ নন ৷ বরং তিনি আমাদের রাজনৈতিক বিরোধী ৷ আমরাও নীতিগতভাবে তাঁর সঙ্গে সহমত পোষণ করি না ৷ কিন্তু, তবুও তিনি একজন সম্মানীয় জনপ্রতিনিধি ৷ তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ৷"

শুভেন্দু অধিকারীর তোপ

দুর্গাপুর, 21 জানুয়ারি: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Protest Naushad Siddiqui Arrest) ৷ ভাঙড়ের ঘটনার প্রতিবাদে শনিবার ধর্মতলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ৷ সেই কর্মসূচিতে পুলিশি হস্তক্ষেপেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ (Naushad Siddiqui Arrested) ৷ গ্রেফতার করা হয় আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ এরই প্রতিবাদে সরব হয় বিজেপিশিবির ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, বর্তমান তৃণমূল সরকারের আমলে সবথেকে বেশি জুলুম সংখ্যালঘুদের উপরেই হয়েছে ৷

উল্লেখ্য শুক্রবার রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ অন্যদিকে, এদিনই ছিল আইএসএফের প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তার আগেই ভাঙড়ে সংঘর্ষে জড়ান তৃণমূল ও আইএসএফের কর্মীরা ৷ নিজের বিধানসভা এলাকায় আক্রান্ত হতে হয় খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও ৷ তাঁর গাড়ি কোনও মতে এলাকার বাইরে বের করে দেয় পুলিশ ৷

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম 4

পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে কলকাতার কর্মসূচির মঞ্চ থেকে সরব হন আইএসএফ নেতা ও কর্মীরা ৷ ধর্মতলায় অবরোধে বসেন তাঁরা ৷ পুলিশ সেই অবরোধ তুলতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয় ৷ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর ৷ গ্রেফতার করা হয় নওশাদকে ৷ তাঁকে প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনার আঁচ পৌঁছয় দুর্গাপুর শহর পর্যন্ত ৷ এখানকার একটি হোটেলে কার্যকারিণী বৈঠক চলছিল বিজেপির ৷ সেই বৈঠকে বিরোধী দলনেতা-সহ রাজ্যস্তরের সমস্ত বিজেপি নেতানেত্রীরা উপস্থিত ছিলেন ৷ সেই মঞ্চ থেকেই শুভেন্দু এদিনের ঘটনার প্রতিবাদ করেন ৷ তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস চায়, পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটাই দল থাকবে ৷ গোটা রাজ্য চলবে পিসি, ভাইপোর অঙ্গুলিহেলনে ৷ বিরোধী কাউকে বরদাস্ত করা হবে না ৷ অনেকেই তৃণমূলের এই আচরণের বিরোধিতা করছেন ৷ কিন্তু, সেটা করতে গিয়ে একইসঙ্গে বিজেপিরও বিরোধিতা করছেন তাঁরা ৷ এটা ঠিক নয় ৷ নওশাদ ভাই একজন বিধায়ক ৷ অত্যন্ত সম্মানীয় পরিবারের সন্তান ৷ তিনি আজ আক্রান্ত হয়েছেন ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ৷"

শুভেন্দুর সুর শোনা গিয়েছে তাঁরা দলীয় সহকর্মী শমীক ভট্টাচার্যের গলাতেও ৷ তিনি বলেন, "নওশাদ আমাদের দলের কেউ নন ৷ বরং তিনি আমাদের রাজনৈতিক বিরোধী ৷ আমরাও নীতিগতভাবে তাঁর সঙ্গে সহমত পোষণ করি না ৷ কিন্তু, তবুও তিনি একজন সম্মানীয় জনপ্রতিনিধি ৷ তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.